শীতের পোশাকে ফুটবল বিশ্বকাপের আমেজ
দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা বাড়লেও রাজধানী ঢাকায় এখনো শীত জেঁকে বসেনি। তবে কড়া নাড়ছে দরজায়। এরই মাঝে যুক্ত হয়েছে কাতার বিশ্বকাপ ফুটবলের আমেজ। আর সেই আমেজের ছোঁয়া লেগেছে শীতের পোশাকেও।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরে দেখা যায়, দেশে সংখ্যাগুরু দুই দলের (আর্জেন্টিনা, ব্রাজিল) পতাকা সম্বলিত মাফলার বিক্রির পশরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। প্রতি মাফলারের দাম হাঁকিয়েছেন ১২০ টাকা করে। সমর্থকরা তাদের পছন্দের দলের মাফলার কিনে গলায় পেঁচিয়ে এক ধরনের অভিন্ন সমর্থন জানাচ্ছেন।
মাফলার কিনতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চঞ্চল সরকার বলেন, আজ পোলান্ডের সঙ্গে ২-০ গোলে আর্জেন্টিনা জয় লাভ করেছে। আর্জেন্টিনাকে সমর্থন করতেই মাফলার কিনলাম। শীতও কেটে গেল অন্যদিকে প্রিয় ফুটবল দলের সমর্থনও জানানো হলো। বলতে পারেন যে, রথ দেখাও হলো কলা বেচাও হলো।
চঞ্চলের কথা বলার এক পর্যায়ে রাসেল আহমেদ নামে এক ব্রাজিল সমর্থক বলেন, আজ আর্জেন্টিনা হারলে আর্জেন্টিনার মাফলারগুলো আর বিক্রি হতো না। যাক মামারও (বিক্রেতা) ভাগ্য ভালো সঙ্গে আর্জেন্টিনার ভাগ্য ভালো। নাহলে চার বছর পর পরবর্তী কোনো বিশ্বকাপের অপেক্ষা করতে হতো, এই মাফলারগুলো (আর্জেন্টিনার পতাকার রঙ সদৃশ) বিক্রি করতে।
বিক্রেতা মো. সুলতান বলেন, বেঁচা-বিক্রি ভালোই হচ্ছে। মাফলার প্রতি ১২০-১১০ টাকাতে বিক্রি করছি। হালকা শীত থাকার কারণে ভালোই বিক্রি হচ্ছে। আর্জেন্টিনার খেলা হওয়ায় এটার চাহিদা বেশি ছিল। তবে অনেকে ব্রাজিলেরটিও কিনছেন।
ব্রাজিল-আর্জেন্টিনা দল বাদ দিয়ে অন্য দলের মাফলার কেন আনেননি, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্য দেশের দলগুলোর চাহিদা একেবারে শূন্যের কোটায়। তা ছাড়া দেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক অনেক বেশি। তাই এ দুই দলের মাফলার রেখেছি।
এসএন