বিপিএল: তামিম কুমিল্লায় সাকিব বরিশালে
তামিম ইকবালকে কুমিল্লা নিজেন্ডসে এবং সাকিবকে বরিশাল ফরচুনে দেখা যেতে পারে।
বাজতে শুরু করেছে বিপিএলের ডামাঢোল। ৬ দলের আসরের জন্য ৮ ফ্রাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করে দরপত্র জমা দিয়েছেন। চলছে তাদের বাছাই। বাছাই প্রক্রিয়াতে বিসিবি প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থান ভালোভাবে যাচাই করে দেখছে। কোনো প্রতিষ্ঠান চাইলেই কোনো দলের ফ্রাঞ্চাইজি নিতে পারবে না। একাধিক ফ্রাঞ্চাইজি একটি দলের উপর আগ্রহী হলে বিপিএল গর্ভনিং কাউন্সিল তা চূড়ান্ত করবে। ফ্রাঞ্চাইজি ফি ধার্য্য করা হয়েছে ১ কোটি টাকা। এবার প্রতি ফ্রাঞ্চাইজির ব্যয় ধরা হয়েছে ৫ কোটি টাকা।
মুজিববর্ষ উপলক্ষে গতবার বিপিএল হয়েছিল বিসিবির পৃষ্ঠপোষকতায়। এবার আবার ফিরে গেছে ফ্রাঞ্চাইজিতে। ৬ দলের ৩ দলকে দেখা যাবে নতুন মালিকানায়। কারণ বেক্সিমকো, বসুন্ধরা ও জেমকন গ্রুপ এবার নেই। চলতি আসরের ফ্রাঞ্চাইজিরা এক বছরের জন্য চুক্তিবদ্ধ হবেন। যে কারণে এই ৩ প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেনি। মুজিব বর্ষে আকতার গ্রুপ চট্টগ্রাম দলকে পৃষ্ঠপোষকতা করেছিল। একটি সূত্রে জানা গেছে এবারও তারা চট্টগ্রামের সাথেই থাকছে। রাজশাহী দলের পৃষ্ঠপোষকতায় আছেন পরারাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম। কুমিল্লা দলকে আগের মতোই দেখা যাবে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষোকতায়। বরিশালকে দেখা যাবে ফরচুন গ্রুপের মালিকানায়। ঢাকা ও খুলনাকে খেলতে হবে নতুন মালিকানায়।
এবার কোনো আইকন ক্রিকেটার থাকবে না। তবে একটি সূত্রে জানা গেছে তামিম ইকবালকে কুমিল্লা নিজেন্ডসে এবং সাকিবকে বরিশাল ফরচুনে দেখা যেতে পারে।
এ, বি, সি, ডি, ই, এবং এফ এই ছয় ক্যাটাগরিতে থাকবেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে একটি ক্যাটাগরি কম থাকবে। একটি দল সর্বোচ্চ ১৪ জন ও সর্বনিম্ন ১০ জন দেশি ক্রিকেটার এবং বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে সর্বোচ্চ ৮ জন ও সর্বনিম্ন ৩ জন ক্রিকেটার দলে নিতে পারবে। একাদশে অবশ্যই ৩ জন বিদেশি ক্রিকেটার রাখতে হবে।
দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক আগের আসরের পারিশ্রমিকের চেয়ে ১০ ভাগ বেশি থাকবে। এবার ‘এ’ ক্যাটাগারিতে সর্বোচ্চ পারিশ্রমিক ৫০ লাখ টাকা। এই ক্যাটাগরিতে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ধরা হয়েছে ৭৫ হাজার ডলার। ৮৬ টাকা ডলার হিসেবে টাকার পরিমাণ হবে ৬৪ লাখ ৫০ হাজার টাকা।
এবার ৩৪টি ম্যাচের খেলা হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এই তিন ভেন্যুতে। ২১ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৮ ফেব্রুয়ারি।
এমপি/এএস