মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২১ মাঘ ১৪৩১
Dhaka Prokash

প্রেমিকের সাথে নওগাঁয় পালিয়েছে নিখোঁজ স্কুলছাত্রী সুবা বলছে পুলিশ

প্রেমিকের সাথে নওগাঁয় পালিয়েছে নিখোঁজ স্কুলছাত্রী সুবা বলছে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে দেখা গেছে নওগাঁয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও সটকে পড়ে সে। মোহাম্মদপুর থেকে সংগৃহীত বিভিন্ন সিসি ক্যামেরার ছবিতে দেখা যায় একছেলের হাত ধরে ঘুরছে ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রী।

এসব তথ্য জানিয়েছেন মোহাম্মদপুর থানার এডিসি জুয়েল রানা। তিনি বলেন, সুবার বাবা ইমরান রাজীবের সাধারণ ডায়েরি করার পরই শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ। সেখানে এক ছেলের সাথে কথা বলতে দেখা যায় সুবাকে। পরে সেই ছেলের বাড়ি নওগাঁয় চলে যায় সে।

তিনি বলেন, সুবা নওগাঁয় ওই ছেলের সাথে গেছে। তার নাম মোমিন হোসেন। প্রেমঘটিত কারণে সুবা সেখানে গেছে। পুলিশ এখনও উদ্ধার করতে পারেনি। তবে ছেলের বাবা-চাচার সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে। দুজন যেন পালিয়ে যেতে না পারে সেজন্য তার বাবা-চাচার সহযোগিতা চাওয়া হয়েছে।

গেল সপ্তাহেই মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে ঢাকায় আসে সুবার পরিবার। রোববার সন্ধ্যা ৬টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় আরাবি ইসলাম সুবা। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় তার নিখোঁজ সংবাদ। অনেকেই পোস্ট দিয়ে মেয়েটির খোঁজ চান।

জানা গেছে, বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ে সুবা। সম্প্রতি, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার মায়ের কেমোথেরাপি শুরু হয়। সেজন্য ৪ দিন আগে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে এক আত্মীয়র বাসায় ওঠেন সুবার পরিবার।

Header Ad
Header Ad

১৭ বছর পর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই সাকিব

১৭ বছর পর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই সাকিব। ছবি: সংগৃহীত

প্রায় ১৭ বছর পর বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় হয়েছিলেন সাকিব আল হাসান। তবে সেই সাকিব অক্রিকেটীয় কারণে আর খেলতে পারছেন না। ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির জন্য যে খসড়া করেছেন নির্বাচকরা সেখানে নেই সাকিব।

খসড়া সেই তালিকায় ৩ ফরম্যাটের চুক্তির জন্য রাখা হয়েছে ৫ ক্রিকেটারকে। নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদের সাথে আছেন জাকের আলী অনিক। আর টেস্ট ও ওয়ানডের চুক্তিতে থাকছেন মুশফিকুর রহিম ও নাহিদ রানা।

শুধু টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে থাকতে পারেন ৪ ক্রিকেটার। সেই তালিকায় আছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম ও খালেদ আহমেদ।

ওয়ানডে ও টি টোয়েন্টির চুক্তি পেতে যাচ্ছেন সৌম্য সরকার, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রাহমান, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব। তবে শুধু ওয়ানডের চুক্তিতে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অন্যদুই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। চ্যাম্পিয়নস ট্রফির পর রিয়াদ আর খেলবেন কিনা নিশ্চিত নয়, খেলা চালিয়ে গেলে তবেই তিনি থাকবেন চুক্তির আওতায়।

জাতীয় দলে সাম্প্রতিক সময়ে তিন ফরম্যাটে খেললেও কেন্দ্রীয় চুক্তির টেস্ট ও টি টোয়েন্টি ক্যাটাগরিতে থাকছেন হাসান মাহমুদ। টি টোয়েন্টির চুক্তিতেও আসছে বদল। গতবারের চুক্তিতে থাকলেও এবার বাদ পড়ছেন নুরুল হাসান সোহান ও নাসুম আহমেদ। থাকছেন শেখ মেহেদী। তার সাথে যুক্ত হচ্ছেন লেগস্পিনার রিশাদ হোসেন।

তবে এবার একটা বিশেষ ক্যটাগরি প্রস্তুাব করতে যাচ্ছে নির্বাচকরা। যারা জাতীয় দলের ভিন্ন ভিন্ন ফরম্যাটে খেলছেন অথচ জায়গা পাকা নয় তাদের জন্য এই ক্যাটাগরি। এই ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তির চেয়ে কম আর জাতীয় চুক্তির চেয়ে বেশি বেতন পাবেন। সম্ভাব্য ১ থেকে সোয়া লাখ টাকা। এই ক্যাটাগরির জন্য প্রস্তাব করা হয়েছে নাইম হাসান, জাকির হাসান, পারভেজ ইমন, মামুদুল হাসান জয়, শামীম পাটোয়ারি ও নাসুম আহমেদের নাম।

Header Ad
Header Ad

সিরিয়ায় নির্বাচন হতে লাগবে আরও ৪-৫ বছর: অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা

দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ছবি: সংগৃহীত

সিরিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে অন্তত চার থেকে পাঁচ বছর সময় লাগবে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তিনি বলেছেন, নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো পুনর্গঠন ও প্রশাসনিক প্রস্তুতির জন্য এ দীর্ঘ সময় লাগতে পারে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, সিরিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট শারা বলেন, “আমার ধারণা, নির্বাচন আয়োজন করতে কমপক্ষে চার থেকে পাঁচ বছর লাগবে। কারণ, এ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে দেশের বিশাল অবকাঠামো পুনর্গঠনের প্রয়োজন রয়েছে। যা সময়সাপেক্ষ।”

তিনি আরও বলেন, নির্বাচনের জন্য জনগণের হালনাগাদ তথ্য সংগ্রহ করা জরুরি। সঠিক তথ্য ছাড়া কোনো নির্বাচন হলে তা বিতর্কিত হতে পারে।

শারা জানান, অন্তর্বর্তী সরকারের অধীনে সিরিয়ায় আন্তর্জাতিক আইন-কানুন জারি করা হবে এবং সেসবের ভিত্তিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “সিরিয়া শেষ পর্যন্ত একজন নির্বাচিত প্রেসিডেন্ট ও তার নেতৃত্বাধীন সরকারের অধীনে পরিচালিত হবে।” তবে নির্দিষ্ট কোনো আন্তর্জাতিক নিয়মের ভিত্তিতে এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে কি না, তা তিনি পরিষ্কার করেননি।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট হওয়ার ফলে শারা বর্তমানে অন্তর্বর্তী আইন পরিষদ গঠনের ক্ষমতা পেয়েছেন, যা চলাকালীন সময়ে সিরিয়ার সংবিধান স্থগিত থাকবে।

তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, জাতীয় সম্মেলনের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করা হবে। এ লক্ষ্যে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে আলোচনা করার জন্য একটি প্রস্তুতিমূলক কমিটি গঠন করা হবে, যারা জনগণের প্রতিনিধিত্ব করতে পারেন বলে বিবেচিত হবেন, তাদের সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে।

সিরিয়ার গুরুত্বপূর্ণ সমস্যা ও ভবিষ্যৎ নীতিনির্ধারণী বিষয়ে এই সম্মেলনে আলোচনা হবে এবং এখান থেকেই সাংবিধানিক ঘোষণার ভিত্তি স্থাপন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা।

Header Ad
Header Ad

ভোটার তালিকা হালনাগাদে যুক্ত হচ্ছে ৫০ লাখ নতুন ভোটার: ইসি সচিব

ভোটার তালিকা হালনাগাদে যুক্ত হচ্ছে ৫০ লাখ নতুন ভোটার: ইসি সচিব। ছবি: সংগৃহীত

দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রায় ৫০ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। আখতার আহমেদ বলেন, এবারের হালনাগাদ কার্যক্রমে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। যদিও নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল ৬১ লাখের বেশি ভোটার নিবন্ধন করা।

তিনি আরও জানান, চলতি হালনাগাদে মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ১৫ লাখ ২৩ হাজার জনকে, যা মোট ভোটারের ১.৭৭ শতাংশ।

নারী ভোটার নিবন্ধন প্রসঙ্গে ইসি সচিব বলেন, এবার ১৬ লাখ নারী ভোটার নিবন্ধিত হয়েছেন। যেসব যোগ্য নাগরিক এখনো তালিকায় অন্তর্ভুক্ত হননি, তাদেরও যথাযথ প্রক্রিয়ায় নিবন্ধনের সুযোগ দেওয়া হবে।

ভোটার নিবন্ধন চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। অনলাইন এবং আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মাধ্যমে যোগ্য ব্যক্তিরা ভোটার হতে পারবেন। তবে কোনো তথ্য-সংগ্রহকারী যদি কোনো বাড়িতে না যান, সে বিষয়ে তদন্ত করা হবে বলে জানান তিনি।

ভোটার হওয়ার বয়স না হওয়া সত্ত্বেও কেউ মিথ্যা তথ্য দিয়ে নিবন্ধিত হয়েছেন কিনা, এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই বলেও জানান ইসি সচিব। তবে নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে কমিশন তা খতিয়ে দেখবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

১৭ বছর পর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই সাকিব
সিরিয়ায় নির্বাচন হতে লাগবে আরও ৪-৫ বছর: অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা
ভোটার তালিকা হালনাগাদে যুক্ত হচ্ছে ৫০ লাখ নতুন ভোটার: ইসি সচিব
রাঙামাটিতে তৃতীয় লিঙ্গের একজনকে গলা কেটে হত্যা
টিকটকে প্রেম নওগাঁর মোমিনের সাথে পালায় সুবা  
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত প্রায় ৬২ হাজার, ধ্বংসস্তূপের নিচে হাজারো মরদেহ
অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি কমানো : অর্থ উপদেষ্টা
আগামী বছর থেকে বিশ্ব ইজতেমা করতে পারবে না সাদপন্থীরা
প্রেমিকের সাথে নওগাঁয় পালিয়েছে নিখোঁজ স্কুলছাত্রী সুবা বলছে পুলিশ
মোদীকে হোয়াইট হাউজে ট্রাম্পের আমন্ত্রণ, আগামী সপ্তাহেই বৈঠক
লায়লাকে হত্যাচেষ্টা, টিকটকার প্রিন্স মামুনের বিচার শুরু
ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ২
বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সব লকার স্থগিত
প্রেস সচিবের দাওয়াতে ময়ুখ জানালো বাংলাদেশে এসে কাচ্চি, পায়েস, ফিন্নি খাবেন
জাবিতে ইন্টারনেট কর্মীর রহস্যজনক মৃত্যু  
দেশে অবৈধ ৫০ হাজার বিদেশির মধ্যে ১৫ হাজার দেশ ছেড়েছেন  
গুমের ঘটনার তদারকিতে শেখ হাসিনা : এইচআরডব্লিউ এর তদন্ত প্রতিবেদন  
সামরিক বিমানে করে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে ১০ মৃত বাংলাদেশির পরিচয় মিলেছে  
জুলাই-জানুয়ারিতে ২৩৫৫ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি