রাজধানীতে সড়ক পার হতে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু, থানায় জিডি
ছবি: সংগৃহীত
রাজধানীর আদাবর এলাকায় সড়ক পার হওয়ার সময় নিখোঁজ হয়েছে ১১ বছরের এক শিশু। গতকাল রোববার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর সোমবার সন্ধ্যায় আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিশুটির বাবা ইমরান রাজিব।
নিখোঁজ শিশুর নাম আরাবি ইসলাম সুবা। বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে সে। পরিবারের সঙ্গে মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে ঢাকায় আসে সুবা। তার মা ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তারা বর্তমানে আদাবর এলাকায় এক আত্মীয়ের বাসায় থাকছেন।
শিশুটির বাবা ইমরান রাজিব জানান, রোববার সন্ধ্যায় ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। সড়ক পার হওয়ার সময় ফুফাতো ভাই কিছুটা এগিয়ে গেলে সে পেছনে ফিরে দেখে সুবা আর নেই। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজের বিষয়ে জানতে চাইলে আদাবর থানার ওসি এস এম জাকারিয়া বলেন, "নিখোঁজের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা শিশুটিকে খুঁজে বের করার চেষ্টা করছি। এ বিষয়ে আমাদের একাধিক টিম কাজ করছে।"
এদিকে, পুলিশের একটি দল ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। এক কর্মকর্তা জানান, টোকিও স্কয়ারের সামনের একটি ভিডিও ফুটেজে সুবাকে হাঁটতে দেখা গেছে। সেখানে তার সঙ্গে তার ফুফাতো ভাইয়ের পাশাপাশি আরেকজন ছিল। পরে তারা ফ্রেমের বাইরে চলে যায়। পুলিশ অন্যান্য সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির ছবি ও তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে কেউ তাকে চিনতে পারে এবং সন্ধানের জন্য সহায়তা করতে পারে।