রংপুরকে বিদায় করে বিপিএলের কোয়ালিফায়ারে খুলনা
ছবি: সংগৃহীত
শুরুতে দুর্দান্ত ফর্মে থাকলেও বিপিএলের গ্রুপ পর্ব শেষে ছন্দ হারায় রংপুর রাইডার্স। টানা চার ম্যাচ হেরে তিন নম্বরে থেকে পর্ব শেষ করার পর এলিমিনেটরে নিজেদের শক্তি বাড়াতে আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্সকে দলে নেয় তারা। তবে এসব তারকা ক্রিকেটারও রংপুরের বিদায়ী ম্যাচে কোনো প্রভাব রাখতে পারেননি।
সোমবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এলিমিনেটরে খুলনা টাইগার্সের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে বিপিএল থেকে ছিটকে গেছে রংপুর। বিপরীতে, দারুণ এই জয়ের ফলে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল খুলনা টাইগার্স।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। মিরাজ ও নাসুম আহমেদের ঘূর্ণিতে মাত্র ৮৫ রানে অলআউট হয় তারা। বিদেশি তিন তারকা ব্যর্থ হন ব্যাট হাতে-ভিন্স করেন ১, ডেভিড ৭ এবং রাসেল ৪ রান। অধিনায়ক নুরুল হাসান সোহান ২৫ বলে ২৩ এবং আকিফ জাভেদ ১৮ বলে ৩২ রান করলেও দলকে ভালো সংগ্রহ এনে দিতে পারেননি। মিরাজ ও নাসুম ৩টি করে উইকেট নেন।
৮৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় খুলনা, শূন্য রানে ফেরেন মিরাজ। তবে ওপেনার নাইম শেখ ও অ্যালেক্স রসের ব্যাটে সহজেই জয় নিশ্চিত করে খুলনা। নাইম ৩৩ বলে ৪৮ ও রস ২৭ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। ৫৮ বল হাতে রেখেই খুলনা টাইগার্স ৯ উইকেটের জয় তুলে নেয় এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা নিশ্চিত করে।