পেসারদের দশে ৫/৬ নম্বর দিবেন বাবুল
হোক লিমিটেড ওভারের ম্যাচ কিংবা সাদা পোশাকের টেস্ট ক্রিকেট। পাকিস্তানের পেসাররা সবক্ষেত্রে শুরুতেই বাংলাদেশের ইনিংসে আঘাত হানছেন। সেখানে বাংলাদেশের পেসারদের ক্ষেত্রে চিত্র উল্টো। তারা শুরুতেও উইকেট নিতে পারছেন না, পরেও পারছেন না। গোটা ম্যাচে কোনো পেসারও তৈরি করতে পারছেন না।
কোচ মিজানুর রহমানব বাবুলও স্বীকার করেছেন দলের পেসাররা ভালো করতে পারছেন না। তিনি বলেন, ‘পাকিস্তানের পেসারদের সঙ্গে তুলনা করলে বলতে পারি ওদের পেসাররাই আমাদের ওপরে ডমিনেট করেছে, ইনিশিয়ালি উইকেট নিচ্ছে। আমাদের পেসারদের ক্ষেত্রে হয়ত উইকেট নিতে গিয়ে জায়গাগুলো নড়ে যাচ্ছে, এটি একটি কারণ হতে পারে। আজকে যেমন খালেদের করা দিনের প্রথম বলটিকে আজহার আলী বাউন্ডারি হাঁকিয়েছেন।’
মিজানুর রহমান বাবুল বলেন, ‘একেবারে প্রথম বলটা যদি মূল্যায়ন করি, যেটি চার হয়েছে; পয়েন্টটি পেছনে ছিল, অফস্ট্যাম্পেই বেশি ফিল্ডার ছিল। বলবো যে ভালো বোলিং করা হয়নি। দুজন পেসার খেলিয়েছি, আবহাওয়াও আমাদের অনুকূলে ছিল। কিন্তু ওই অনুযায়ী আমরা পারফর্ম করিনি, এটিই বাস্তবতা।’
সার্বিক অবস্থা বিবেচনা করে মিজানুর রহমান বাবুল পেসারদের তাই খুব বেশি নম্বর দিতে পারছেন না। পেসারদের তিনি কত নাম্বার দিবেন-এ রকম প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের স্পিনাররা পেসারদের চেয়ে এগিয়ে থাকে উইকেটের জন্য, কন্ডিশনের জন্য। অন্য দেশের সঙ্গে আমাদের পেসারদের তুলনা করলে আমি ১০ এর মধ্যে হয়ত ৫/৬ দিব।’
এমপি/এএন