৬৪২ বলের টেস্ট জিতল ভারত
ছবি: সংগৃহীত
সেঞ্চুরিয়ানে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল ভারত। কেপটাউনে দ্বিতীয় টেস্টে সেই হারের প্রতিশোধ নিয়ে নিলো রোহিত শর্মার দল। স্বাগতিকদের ইনিংস ব্যবধানে হারাতে না পারলেও দেড়দিনের মধ্যে পরাজয়ের লজ্জা দিয়েছে ভারত। ৭ উইকেটের জয়ে দুই ম্যাচ সিরিজ ১-১ সমতায় শেষ করেছে সফরকারী দল। এই জয়ে ভারত গড়েছে নতুন এক রেকর্ড। এই প্রথম এশিয়ার কোনো দেশ কেপটাউনে টেস্ট ম্যাচে হারাতে পারলো দক্ষিণ আফ্রিকাকে।
জয় বা হার এসেছে এমন ম্যাচের তালিকায়, সবচেয়ে কম স্থায়ীকাল নিয়ে ইতিহাস গড়েছে এ ম্যাচ। কেপটাউনে ৬৪২ বলের (১০৭ ওভার) মধ্যেই শেষ হয়ে গেছে সিরিজের দ্বিতীয় টেস্ট। এর চেয়ে স্বল্প দৈর্ঘ্যের ফল আসা ম্যাচ আগে কখনও দেখেনি টেস্ট ক্রিকেট। আগের রেকর্ডটিতেও নাম ছিল দক্ষিণ আফ্রিকার। ১৯৩২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রোটিয়াদের মেলবোর্ন টেস্টটি শেষ হয়েছিল ৬৫৬ বলে।
কেপটাউন টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা মাত্র ৫৫ রানে অলআউটরে লজ্জায় ডোবে। তাদের অষ্টম সর্বনিম্ন টেস্ট রান এটি। ওই ইনিংসে ৬ উইকেট নিয়ে স্বাগতিক প্রোটিয়াদের ধসিয়ে দেন মোহাম্মদ সিরাজ। জবাব দিতে নেমে ভারত ১৫৩ রানে অলআউট হয়। দলটির হয়ে অধিনায়ক রোহিত ৩৯ রান করেন। শুভমান গিল খেলেন ৩৬ রানের ইনিংস। বিরাট কোহলি ৪৬ রান করেন। ভারত ১৫৩ রানে পঞ্চম উইকেট হারায়। ওই রানেই বাকি পাঁচ উইকেট হারিয়ে অলআউট হয় তারা। ওই ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি কর উইকেট নেন তিন পেসার কাগিসু রাবাদা, নান্দ্রী বারগার ও লুঙ্গি এনগিডি।
ভারতের ঋণ শোধ করে ৭৮ রানের লিড নেওয়ার পথে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে সেঞ্চুরি তুলেন এইডেন মার্করাম। ১০৬ রানের ইনিংসের পথে ১০৩ বলে ১৭টি চারের সঙ্গে দুটি ছক্কার শট খেলেন তিনি। অন্য প্রান্তের ব্যাটাররা অসহায় আত্মসমর্পন করায় দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭৬ রানে অলআউট হয় স্বাগতিকরা। এতে ভারতের প্রথম ইনিংসের ৯৮ রানের লিড শোধ করে জয়ের জন্য মাত্র ৭৯ রানের লক্ষ্য দিতে পেরেছে তারা। দ্বিতীয় ইনিংসে জাসপ্রিত বুমরাহ নিয়েছেন ৬ উইকেট। মুকেশ কুমার নিয়েছেন ২ উইকেট।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১২ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। মারকুটে ব্যাটিংয়ে ২৩ বলে ৬ চারের মারে ২৮ রান করেন যশস্বী জয়সওয়াল। রোহিত ১৭ ও শ্রেয়াস আইয়ার ৪ রানে অপরাজিত থাকেন।