কামিন্দু মোহামেডানে, খুশদিল আবাহনীতে
প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম রাউন্ড শেষ হয়েছিল ঈদের আগে। ঈদের বিরতির পর সোমবার (১ মে) থেকে শুরু হচ্ছে ৬ দলের সুপার লিগ। শিরোপা লড়াইয়ে এগিয়ে আছে ২০ পয়েন্ট করে নিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও আবাহনী লিমিটেড।
জমজমাট সুপার লিগ শুরু হবে জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই। আয়ারল্যান্ডের বিপক্ষে আইসিসি ওয়ানডে সুপার লিগের ৩ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ দল সে সময় থাকবে ইংল্যান্ডে। জাতীয় দলের ক্রিকেটার না থাকার কারণে দলগুলোর শক্তির অনেক তারতম্য ঘটবে। এদিকে বিদেশি ক্রিকেটারও নতুন করে দেখা যাবে কোনো কোনো ক্লাবে।
মোহামেডানের হয়ে খেলতে এসেছেন শ্রীলঙ্কার জাতীয় দলের রহস্যময় স্পিনার কামিন্দু মেন্ডিস। শিরোপা লড়াইয়ে থাকা আবাহনীর হয়ে খেলতে দেখা যাবে পকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহকে। সুপার লিগে ৬ দলের মাঝে এই দুই দলেই দেখা যাবে নতুন বিদেশি ক্রিকেটারদের। প্রথম পর্বে আবাহনীর হয়ে বাবা ইন্দ্রজিৎ, অর্পিত ভাসাভাদা ও ডেনিস আজিজ খেলেছিলেন। মোহামেডানের হয়ে খেলেছিলেন জ্যাক লিনটট।
সুপার লিগের অপর ৪ দলে নতুন কোনো বিদেশি ক্রিকেটার দেখা যাবে না। প্রথম পর্বে খেলা বিদেশিদেরই দেখা যাবে সুপার লিগে। শেখ জামালের পারভেজ রাসুল, লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে চিরাগ জানি, গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে রাভি তেজা ও প্রাইম ব্যাংকের হয়ে করিমা জানাত খেলেছিলেন।
এমপি/এসজি