বোলিংয়ে শীর্ষে পারভেজ রাসুল
প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে এখন আর আগের মতো মানসম্পন্ন বিদেশি ক্রিকেটার খেলতে দেখা যায় না। আবার প্রতি ক্লাবে বিদেশি ক্রিকেটারের সংখ্যাও কমে এসেছে। প্রতি ম্যাচে একজনের বেশি খেলানোর সুযোগ নেই। তারপরও এবারের আসরে প্রথম পর্ব শেষে উইকেট শিকারের দিক দিয়ে সবার উপরে অবস্থান করছেন একজন বিদেশি বোলার। তিনি হলেন পারভেজ রাসুল।
ভারতের এই অলরাউন্ডার খেলেছেন বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে। প্রথম পর্বের ১১ ম্যাচের সব কটিতে খেলে তিনি ২৩ উইকেট নিয়ে অবস্থান করছেন সবার উপরে। তার সমান উইকেট সিটি ক্লাবের পেসার রবিউল হকেরও। কিন্তু গড় রানে তিনি দুইয়ে অবস্থান করছেন।
পারভেজ রাসুল কোনো ম্যাচেই ৫ উইকেট নিতে পারেননি। ৪ উইকেট নিয়েছেন ২ বার। তার সেরা বোলিং ৩০ রানে ৪ উইকেট। গড় ১৭.৩০। রবিউল হকের কপাল মন্দ। কারণ তার দল অবস্থান করছে নিরপেক্ষ জোনে। না খেলতে পারবে সুপার লিগ, না রেলিগেশন লিগ। তাই তার এই অবস্থান মৌসুম শেষে আর থাকবে না। তিনি ৪ উইকেট নিয়েছেন ৩ বার। সেরা বোলিং ৩৬ রানে ৪ উইকেট। গড় ২১.৩৯।
তিনে আছেন ২০ উইকেট নিয়ে রেলিগেশনের শঙ্কায় থাকা শাইনপুকুরের হাসান মুরাদ। তিনিও ৫ উইকেট নিতে পারেননি কোনো ম্যাচে। ৪ উইকেট নিয়েছেন একবার। সেরা বোলিং ২৭ রানে ৪ উইকেট। গড় ২০.৫৫।
ব্যাটিংয়ে জাতীয় দল থেকে বাদ পড়া ব্যাটসম্যানরা দাপট দেখিয়েছেন। কিন্তু বোলিংয়ে চারে এসে পাওয়া গেছে মোহাম্মদ সাইফউদ্দিনকে। ১০ ম্যাচ খেলে তিনি উইকেট পেয়েছেন ১৮টি। ৪ উইকেট নিয়েছেন ২ বার। সেরা বোলিং ৩০ রানে ৪টি। গড় ১৯.৩৩।
পাঁচে আছেন মাত্রই জাতীয় দলে খেলা তানভীর ইসলাম। তারও উইকেট ১৮টি। গড় ২১.৮৩। সেরা বোলিং ২৭ রানে ৩ উইকেট।
এমপি/এসজি