শুক্রবার, ২১ মার্চ ২০২৫ | ৭ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

ছবি: সংগৃহীত

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমসহ অন্যান্য সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হ্লেইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

তিন বিচারক নিয়ে গঠিত আইসিসির একটি প্যানেল এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তারা দেখবেন মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির মতো ‘উপযুক্ত কারণ’ আছে কিনা। মিয়ানমারের এই জেনারেলের নেতৃত্বে রোহিঙ্গাদের ওপর ব্যাপক অত্যাচার নির্যাতন চালানো হয়েছে। এছাড়া লাখ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) প্রসিকিউটর করিম খানের আবেদনের পর আইসিসির বিচারকরা গ্রেপ্তারি পরোয়ানার ব্যাপারে কখন সিদ্ধান্ত নেবেন সে ব্যাপারে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। তবে সাধারণত এমন আবেদনের তিন মাসের মধ্যে বিচারকরা সিদ্ধান্ত নিয়ে থাকেন।

তার আগে হেগভিত্তিক আদালতের প্রধান কৌঁসুলি বিচারকদের প্রতি এ আবেদন জানিয়েছেন। আইসিসির এই পদক্ষেপের ব্যাপারে মিয়ানমারের জান্তার প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। গত সপ্তাহে করিম খানের অনুরোধের প্রেক্ষিতে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। এই পরোয়ানা জারির কারণে যুক্তরাষ্ট্রের ব্যাপক চাপের মুখে আছেন তিনি।

বর্তমানে বাংলাদেশে অবস্থানরত আদালতের শীর্ষ প্রসিকিউটর করিম খান শরণার্থী শিবির থেকে এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি শিগগিরই মিয়ানমারের নেতাদের বিরুদ্ধে আরও গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ করতে চান।

তিনি বলেন, এর মধ্য দিয়ে আমরা আমাদের সব অংশীদারদের সঙ্গে মিলে দেখাবো যে, রোহিঙ্গাদের ভুলে যাওয়া হয়নি। বিশ্বের অন্য সব মানুষের মতো তাদেরও আইনের আশ্রয় পাওয়ার অধিকার রয়েছে।

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত নেত্রী অং সান সু চির কাছ থেকে ক্ষমতা নেন সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। এরপর থেকে রোহিঙ্গাদের বিতাড়ন ও নিপীড়নের জন্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠে।

দলবদ্ধ ধর্ষণ, হত্যা ও বাড়িঘরে অগ্নিসংযোগসহ জাতিগত নির্মূল অভিযান থেকে বাঁচতে প্রায় ১০ লাখ মানুষ প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।

Header Ad
Header Ad

হিথ্রো বিমানবন্দরে অগ্নিকাণ্ড, হাজার হাজার যাত্রী আটকা

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে হিথ্রো বিমানবন্দরের বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটিয়েছে একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে অগ্নিকাণ্ড। এ ঘটনায়, বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরটি আজ শুক্রবার বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাতে উপকেন্দ্রের আগুনের কারণে বিমানবন্দরে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, এবং তখন থেকেই উড়োজাহাজ চলাচল বিঘ্নিত হচ্ছে।

হিথ্রো বিমানবন্দর থেকে আজ ১ হাজার ৩৫১টি ফ্লাইট বন্ধ থাকতে পারে বলে ফ্লাইট রাডার২৪ জানিয়েছে, যদিও সরকারী পরিসংখ্যান এ বিষয়ে কিছু জানায়নি। প্রতিবছর প্রায় ১৩০০টি ফ্লাইট এই বিমানবন্দর দিয়ে উড্ডয়ন ও অবতরণ করে, এবং গত বছর এখানে ৮ কোটি ৩৯ লাখ যাত্রী ভ্রমণ করেছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের কারণে বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের সময়সূচি ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। যাত্রীদের তাদের এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে এবং বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

লন্ডন ফায়ার ব্রিগেডের সদস্যরা প্রায় ৭০ জনের একটি দল নিয়ে আগুন নেভানোর কাজ করছে। আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়।

এই পরিস্থিতিতে, ১২০টি উড়োজাহাজ হিথ্রোর উদ্দেশে আকাশে রয়েছে, কিন্তু সেগুলোর বেশ কিছু অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিমানবন্দরটি ২১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে কাজ করছে, তবে বিদ্যুৎ সরবরাহ কবে স্বাভাবিক হবে তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

Header Ad
Header Ad

গাজায় ইসরায়েলি হামলায় ট্রাম্পের ‘পূর্ণ সমর্থন’ রয়েছে: হোয়াইট হাউস

সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। গত কয়েকদিনে ইসরায়েলের বিমান ও স্থল আক্রমণে প্রায় ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে অনেক শিশুও রয়েছে। এই বর্বর হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভের সৃষ্টি হলেও, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রতি তার 'পূর্ণ সমর্থন' বজায় রেখেছেন।

হোয়াইট হাউসের বরাতে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় ইসরায়েলি হামলার পুনরায় শুরুর বিষয়ে “পূর্ণ সমর্থন” জানিয়েছেন। একইসঙ্গে, তিনি ফিলিস্তিনিদের ওপর চলমান হামলার জন্য হামাসকে দায়ী করেছেন।

শুক্রবার (২১ মার্চ) এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি সামরিক বাহিনী ও তাদের সাম্প্রতিক পদক্ষেপগুলিকে সম্পূর্ণ সমর্থন করেন।"

চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল একতরফাভাবে তা লঙ্ঘন করে এবং গত মঙ্গলবার থেকে হামলা অব্যাহত রাখে। এতে ৭০০ ফিলিস্তিনি নিহত এবং ১০৪২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২০০ শিশু রয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলি বোমাবর্ষণে আরও কমপক্ষে ১১০ জন ফিলিস্তিনি নিহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি পরিষেবার প্রধান ফারেস আওয়াদ জানায়, বেইত লাহিয়ায় গত রাতে ভয়াবহ হামলায় বহু বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালাচ্ছেন। পরিস্থিতি ভয়াবহ বলে তিনি জানান।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি আরও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে স্পষ্টভাবে বলেছেন—যদি তারা জিম্মিদের মুক্তি না দেয়, তবে তাদের চড়া মূল্য দিতে হবে।” তিনি বলেন, এই পরিস্থিতির জন্য হামাস দায়ী এবং ট্রাম্প চান, ফিলিস্তিনিরা তাদের হাতে বন্দি সকল জিম্মিকে মুক্তি দিক।

Header Ad
Header Ad

ওমরাহ থেকে ফিরে অভিনয় ছাড়ার ঘোষণা বর্ষার

চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা শোবিজ ছাড়াও তার ব্যক্তিজীবনে বেশ ব্যস্ত। সম্প্রতি তিনি মক্কায় গিয়ে ওমরাহ হজ পালন করেছেন এবং সেখান থেকে ফিরে বড় এক সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) চিত্রনায়ক অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসে বর্ষা জানালেন, অভিনয় ছেড়ে দেবেন তিনি।

চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে বর্ষা বলেন, "হাতে কিছু সিনেমা রয়েছে, সেগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে। এরপর আমি আর নতুন কোনো সিনেমা করব না।"

বর্ষা তার সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, "আমি খুব বাস্তববাদী। নায়িকাদের স্ক্রিনে বয়সের একটা সীমা থাকে। আমার মনে হয়, সে বয়সের পর আর কাজ না করাই উচিত। তাছাড়া, আমার বড় ছেলে ১০ বছর এবং ছোট ছেলে ৭ বছর বয়সী। কয়েক বছর পর বড় ছেলে যদি দেখে মা সিনেমার নায়িকা, তাহলে সে কী ভাববে? এসব চিন্তা করেই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।"

এদিকে, বর্ষার এই সিদ্ধান্তে চিত্রনায়ক অনন্ত জলিলের কোনো আপত্তি নেই, এমনটা জানিয়ে তিনি বলেন, "এখন যে নায়িকারা কাজ করছেন, তাদের অনেকের চেয়ে বর্ষার বয়স কম। তবুও সে এমন সিদ্ধান্ত নিয়েছে।"

২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে বর্ষার। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবাসায় ঘর বাঁধেন এই তারকা দম্পতি। তাদের সংসারে দুটি পুত্রসন্তান রয়েছে—আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

হিথ্রো বিমানবন্দরে অগ্নিকাণ্ড, হাজার হাজার যাত্রী আটকা
গাজায় ইসরায়েলি হামলায় ট্রাম্পের ‘পূর্ণ সমর্থন’ রয়েছে: হোয়াইট হাউস
ওমরাহ থেকে ফিরে অভিনয় ছাড়ার ঘোষণা বর্ষার
যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে ২৪৯ অপরাধী গ্রেপ্তার
ভিজিএফের চালের বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান; স্থানীয়দের ক্ষোভ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জাকিরকে সাময়িক বরখাস্ত
ভিনিসিয়ুসের শেষ মুহূর্তের জাদুতে ব্রাজিলের রোমাঞ্চকর জয়
ইউনূস-মোদি বৈঠকের জন্য দিল্লির কাছে ঢাকার চিঠি
কুমিল্লায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
গাজায় ইসরায়েলের হামলায় আরও ৮৫ জন নিহত, তিনদিনে প্রাণ গেল ৬০০ ফিলিস্তিনির
আত্মপ্রকাশ করলো সাবেক সেনা কর্মকর্তা-আমলাদের ‘জনতার দল’
১৯৪ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি
ভোরে মাঠে নামছে ব্রাজিল, যেমন হবে একাদশ
মার্চে রেমিট্যান্সে রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ
ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
হামাসের রকেট হামলায় কাঁপল ইসরাইল, বিমান চলাচল ব্যাহত
কবরস্থানের মালিকানা নিয়ে বিরোধে মারামারি, আ.লীগ নেতার মৃত্যু
চাহালের সঙ্গে সম্পর্কের ইতি, ৫ কোটি টাকার ভরণপোষণ পেলেন ধনশ্রী
খুলনা থেকে উদ্ধার হলেন নবাবগঞ্জের নিখোঁজ বিএনপি নেতা আজাদুল হাই পান্নু
স্থানীয় নির্বাচন দিয়ে প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ে পরীক্ষা হোক: হাসনাত আবদুল্লাহ