বুধবার, ২০ নভেম্বর ২০২৪ | ৫ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

জাবিতে মতবিনিময় সভায় ছাত্রশিবিরের উপস্থিতি নিয়ে ছাত্রদল-বামদলগুলোর হট্টগোল

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আসন্ন ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় ইসলামী ছাত্রশিবিরের নেতাদের উপস্থিতি নিয়ে তীব্র হট্টগোলের সৃষ্টি হয়। উত্তেজনাকর এই পরিস্থিতির কারণে সভাটি স্থগিত ঘোষণা করা হয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এই সভা শুরু হয়। সভার শুরুতেই পরিচয়পর্ব চলাকালে ছাত্রশিবিরের পাঁচজন নেতা-কর্মী নিজেদের পরিচয় দিলে ছাত্রদল ও বামপন্থী সংগঠনগুলোর পক্ষ থেকে তাদের উপস্থিতি নিয়ে আপত্তি তোলা হয়।

ছাত্রদলের কর্মী মো. শরীফ শিবির নেতাদের উপস্থিতির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেন এবং জানান, শিবির থাকলে তারা সভায় অংশ নেবেন না। এর পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বামপন্থী, ছাত্রদলসহ কয়েকটি সংগঠন সভা বর্জন করে সন্ত্রাসবিরোধী স্লোগান দেয়।

বামপন্থী সংগঠনগুলোর দাবি, ১৯৮৯ সালে জাবিতে কবির হত্যার ঘটনায় ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) সংগঠক সজিব আহমেদ বলেন, “শিবির একটি সন্ত্রাসী সংগঠন। তাদের সঙ্গে আমরা কোনো আলোচনায় বসতে পারি না। কিন্তু আজ আমাদের বিরুদ্ধে ‘বাকশাল ও মুজিববাদের সহযোগী’ বলে স্লোগান দেওয়া হয়েছে, যা দুঃখজনক।”

অন্যদিকে, জাবি ছাত্রশিবিরের সভাপতি হারুনুর রশীদ রাফি বলেন, “গণতান্ত্রিক সংস্কৃতি বিনির্মাণে আমরা অগ্রসৈনিক হিসেবে কাজ করতে চাই। মত প্রকাশের অধিকার ও ছাত্র সংসদে বৈধ প্রতিনিধিত্ব নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ জানান, “উপাচার্য অসুস্থ থাকায় আজকের সভা মুলতবি ঘোষণা করা হয়েছে। শিগগিরই নতুন তারিখে সভা অনুষ্ঠিত হবে।”

এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উত্তেজনা বিরাজ করছে। ছাত্র সংগঠনগুলো তাদের অবস্থান তুলে ধরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার পরিকল্পনা করছে।

Header Ad

হাসপাতালের বকেয়া বিলের কারণে বাড়ি যেতে পারছে না সুস্থ নুহা-নাবা

আটটি সফল অস্ত্রোপচারের পর বর্তমানে ৩২ মাস বয়সী দুই যমজ শিশু নুহা ও নাবার মেরুদণ্ড এবং শরীর আলাদা হয়েছে এবং তারা হাঁটতে ও খেলতে পারছে। ছবি: সংগৃহীত

৩২ মাস বয়সী মেরুদণ্ড জোড়া লাগা যমজ শিশু নুহা ও নাবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সফল অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা হয়ে সুস্থ জীবন ফিরে পেলেও, ২২ লাখ টাকার বকেয়া বিলের কারণে বাড়ি ফিরতে পারছে না।

২০২২ সালে কুড়িগ্রামে জন্ম নেওয়া এই যমজ শিশুর আটটি সফল অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জীবন নতুনভাবে শুরু হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছিল। তবে রাজনৈতিক পরিবর্তনের পর তাদের পরিবার আর্থিক সংকটে পড়েছে।

যমজদের বাবা আলমগীর রানা বলেন, "ডাক্তাররা বলেছেন, মেয়েরা এখন সুস্থ। তবে একটি অস্ত্রোপচার বাকি। কিন্তু হাসপাতালের বকেয়া পরিশোধ করতে না পারায় আমরা আটকে আছি।"

আলমগীর, একজন পরিবহন শ্রমিক, চিকিৎসার ব্যয় মেটাতে চাকরি হারানোর পাশাপাশি জমি বন্ধক রেখে ও ধার করে টাকা সংগ্রহ করেছেন। তবে এত বড় অঙ্কের বিল পরিশোধ তার পক্ষে সম্ভব নয়।

বিএসএমএমইউর প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শাহিনুল আলম জানিয়েছেন, সমস্যাটি সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে।

নুহা ও নাবার চিকিৎসার সফল সমাপ্তি সারা দেশকে আশাবাদী করলেও, তাদের পরিবারের জন্য অর্থনৈতিক সহায়তা এখন এক জরুরি বিষয়।

Header Ad

শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন নিয়ে যেসব গণমাধ্যম শিক্ষার্থীদের সন্ত্রাসী দিয়েছে, সেসব গণমাধ্যমকে চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, পহেলা জুলাই থেকে ৫ আগস্ট কোন কোন গণমাধ্যমে শিক্ষার্থীদের সন্ত্রাসী অ্যাখ্যা দেওয়া হয়েছে, কোন কোন গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান তৈরি হয়েছে তা চিহ্নিত করা হবে।

তিনি বলেন, গণমাধ্যমে গত ১৬ বছর কার কী ভূমিকা ছিল তা নিয়ে গবেষণা প্রয়োজন। গত নির্বাচনগুলোকে কারা বৈধতা দিয়েছে দেখতে হবে। শেখ হাসিনার প্রতিটি প্রেস কনফারেন্সকে প্রমাণ ধরে কোন সাংবাদিকের ভূমিকা কেমন ছিল সেটা ধরে ধরে পদক্ষেপ নেবে সরকার।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যেভাবে ১৫-১৬ বছর আমাদের ভয়েস কেড়ে নেওয়ার চেষ্টা করেছে; কাউকে শিবির ট্যাগ দিয়ে, কাউকে বিএনপি ট্যাগ দিয়ে... এ ধরনের পরিবেশ আমরা যেন না করি। আমরা যেন আমাদের অ্যাটিচিউডে ফ্যাসিবাদী না হই। আমরা যেন আরেকজনের ভয়েসটা কেড়ে না নিই। বাংলাদেশে যারা ক্রিটিসাইজ করে তাদের ভয়েস আমরা যেন কেড়ে না নিই। আমরা প্রত্যেকটা ভয়েসকে ওয়েলকাম জানাই। প্রত্যেকটা ভয়েস বাংলাদেশে জারি থাকুক।

শফিকুল আলম বলেন, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে যে কিলিং হয়েছে, আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এগুলো বের করব। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত শেখ হাসিনা অনেক প্রেস কনফারেন্স করেছেন। প্রত্যেকটার বিবরণ আছে। কে কী করেছেন সেটা রয়েছে। প্রত্যেকটা ঘটনা ধরে ধরে কার কী রোল ছিল সেটা লিপিবদ্ধ করে রাখতে হবে। ইন্টারন্যাশনাল জার্নালিস্ট রাইট গ্রুপগুলোকে আমরা ইনভাইট করব। তারা যাতে এসে ইনভেস্টিগেশন করে দেখে দেশে কী ধরনের সাংবাদিকতা হয়েছে। প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড নিয়ে তারা অনেক স্টেটমেন্ট দিয়েছে। তাদের স্টেটমেন্টকে আমরা ওয়েলকাম জানাই। কিন্তু গত ১৫ বছরে কী ধরনের ভয়াবহ জার্নালিজম হয়েছে সেটা জানুক।

Header Ad

আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি: মির্জা ফখরুল

বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ নাকি আমরা দিচ্ছি! এই কথাটি ঠিক না। আমরা কাউকে নির্বাচনে আনতে চাই, এমনটা বলিনি। গণ্যমাধ্যমে বিষয়টা সঠিকভাবে আসেনি। আমরা বলেছি আওয়ামী লীগ রাজনৈতিক দল, নির্বাচন করবে কি করবে না, তা নির্ধারণ করবে জনগণ। জনগণ সিদ্ধান্ত নেবে কারা রাজনীতি করবে, কারা করবে না। আমরা সেখানে কিছু না।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে ফেনীতে বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য শিগগিরই যুক্তরাজ্যে পাঠানো হবে জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়া দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করেছেন। বিগত সরকার মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করে। ছোট্ট একটি স্যাঁতস্যাঁতে কক্ষে তাকে আটকে রাখা হয়েছিল। তিনি অসুস্থ। তাকে সহসাই চিকিৎসার জন্য বিলেত পাঠানো হবে।

সেই সঙ্গে যারা দেশের মানুষ হত্যা করেছে, মানুষকে নির্যাতন করেছে এবং যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার ও শাস্তির দাবি করেন তিনি।

এ সময় বিএনপি চেযারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, অধ্যাপক জয়নাল আবেদীন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন ও ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেনসহ অনেকেই ছিলেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

হাসপাতালের বকেয়া বিলের কারণে বাড়ি যেতে পারছে না সুস্থ নুহা-নাবা
শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: শফিকুল আলম
আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি: মির্জা ফখরুল
এবার পাকিস্তানে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল ভারত
নিন্দা জানানোর ভাষা আমার নেই: ফারুকী
বাংলাদেশিদের নোংরাভাবে উপস্থাপন করে ভারতের বিজেপির নির্লজ্জ নির্বাচনী প্রচারণা
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে সংঘর্ষে ২ পুলিশ আহত
সাইন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে
জাবিতে মতবিনিময় সভায় ছাত্রশিবিরের উপস্থিতি নিয়ে ছাত্রদল-বামদলগুলোর হট্টগোল
চুয়াডাঙ্গায় শীর্ষ সন্ত্রাসী হাতকাটা নফরকে অস্ত্রসহ গ্রেপ্তার
ঢাবিতে কফিন মিছিল: ফ্যাসিবাদী শক্তির তৎপরতা নিষিদ্ধের দাবি
মানসিক রোগের চিকিৎসা নিচ্ছেন আমির খান
সচিবালয়ে প্রথমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু
রাশিয়ার বড় অগ্রগতি: ইউক্রেনকে কোণঠাসা করছে ক্রেমলিন
ঢাকার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বৃহস্পতিবার
বিয়ের ২৯ বছর পর সংসার ভাঙল এ আর রহমানের
জেরল্ড কুটসিয়াকে আইসিসির তিরস্কার
জাবি ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
মুক্তিযুদ্ধে জামায়াতের ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবো : ডা. শফিকুর রহমান
৭৪ দেশকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ