ঢাবিতে কফিন মিছিল: ফ্যাসিবাদী শক্তির তৎপরতা নিষিদ্ধের দাবি
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে ফ্যাসিবাদী শক্তি ও তাদের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করেছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে "ফ্যাসিবাদের কফিন মিছিল" ব্যানারে এই মিছিল শুরু হয়।
মিছিলটি রোকেয়া হলের সামনে দিয়ে কলাভবন প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগান দেন এবং নিজেদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
ঘটনাস্থলে উপস্থিত একটি সংবাদমাধ্যমের আলোকচিত্রী জানিয়েছেন, মিছিল শেষে মধুর ক্যান্টিনের সামনে আন্দোলনকারীরা জড়ো হয়ে অবস্থান করছেন। এ সময় তারা আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে নানা প্রতিবাদমুখী বক্তব্য দেন।
এ মিছিলে অংশগ্রহণকারী ছাত্র-জনতা দাবি করেছেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষায় এবং রাজনৈতিক পরিবেশকে শুদ্ধ করতে ফ্যাসিবাদী শক্তি ও তাদের অপতৎপরতা নিষিদ্ধ করা জরুরি।