পাবনার আটঘরিয়ায় দিনে-দুপুরে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট
বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট (ইনসটে: প্রধান অভিযুক্ত মনোয়ারুল ইসলাম আলম)। ছবি: সংগৃহীত
পাবনার আটঘরিয়া উপজেলার বয়রা গ্রামের আব্দুল মান্নানের বাড়িতে দিনে দুপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত ২০ নভেম্বর দুপুরে এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের দাবি আটঘরিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনোয়ারুল ইসলাম আলমের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগীর পরিবারের এক সদস্য জানান, আলমের নেতৃত্বে ২০-২৫টি মোটরসাইকেল এবং তিনটি সিএনজিতে করে প্রায় অর্ধশতাধিক সন্ত্রাসী আমার বাড়িতে হামলা চালিয়েছে। এসময় তাদের সাথে আগ্নেয়াস্ত্র, লাঠি এবং বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। লুটপাটের পর তারা বাড়িতে থাকা সকলকে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেয় এবং ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর বড় জামাই পারভেজ আহম্মেদ পলাশ বাদী হয়ে পাবনা জেলা সিনিঃ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মনোয়ার হোসেন আলমকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় মনোয়ার ছাড়াও আরও ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০/৫০ জনকে আমসামি করা হয়েছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মনোয়ারুল ইসলাম আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মামলার বাদী পারভেজ আহম্মেদ পলাশ জানান, ঘটনার পর প্রথমে আটঘরিয়া থানায় মামলা করার জন্য গেলে সেখানে মামলা নেওয়া হয়নি। পরবর্তীতে পাবনা জেলা সিনিঃ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মনোয়ার হোসেন আলমকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করি।
মামলার তথ্য অনুসারে, আসামীরা জোটবদ্ধ হয়ে বাদী পলাশের শ্বশুর মো. আব্দুল মান্নানের বাড়িতে গত ২০ নভেম্বর দুপুর অনুমান ১২টা ৫০ মিনিটের দিকে হাতে দোনালা বন্দুক, একনালা বন্দুক, পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল বিভিন্ন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে অন্যায় ও অবৈধ ভাবে বাদীর শ্বশুর বাড়িতে হামলা চালায় এবং প্রায় ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা ও ২৭ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।
এরপর আসামিরা পরিবারের লোকদের ঘুষি লাথি মেরে জখম করে ও প্রাণে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ফাঁকা গুলি করে পালিয়ে যায়।