আবারও সাত গোলের জয়
ইউরোপে চলছে সাত গোলের মহড়া। লিভারপুল, ম্যানচেস্টার সিটির পর এবার ফেইনুর্ড দেখাল এমন জাদু। তাতে কুপোকাত শাখতার দোনেৎস্ক। তাদের বিদায় করে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রেইনুর্ড। একইসঙ্গে গড়েছে সবচেয়ে বড় জয়ের রেকর্ড।
বৃহস্পতিবার রাতে ডি কুইপে শেষ ষোলোর ফিরতি লেগ ৭-১ গোলে জিতেছে ফেইনুর্ড। ইউরোপা লিগের ইতিহাসে এটাই যৌথভাবে সর্বোচ্চ বড় জয়। এর আগে ২০১৭ সালে একই স্কোরলাইনে এজেড আলকমারকে বিধ্বস্ত করেছিল অলিম্পিক লিও।
প্রথম লেগ ১-১ গোলে ড্র করে আশা বাঁচিয়ে রেখেছিল দোনেৎস্ক। কিন্তু ফিরতি লেগে তাদের নিয়ে ছেলেখেলা করে ফেইনুর্ড। চিরচেনা আঙিনায় প্রতিপক্ষের জাল সাতবার কাঁপাতে মোটে ৬৬ মিনিট সময় নেয় স্বাগতিকরা। গোলোৎসবের শুরুর নবম। গোলদাতা গিমেনেজ।
২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় কোকচুর স্ট্রাইকে। ১২ মিনিট বাদে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন ইদ্রিসি (৪৯ ও ৬০ মিনিটে)। ৬৪ মিনিটে স্কোরলাইন ৬-০ করেন জাহানবখশ। ৬ মিনিট পর দোনেৎস্কের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন দানিলো।
গোল বন্যায় ভেসে যাওয়ার দিনে অতিথিদের জয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন কেসলি। সেটা ম্যাচের ৮৭ মিনিট।
এসএন