মাহমুদুল জয়ের ফুলেল অভিষেক
পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্ট খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। আর এই টেস্টে অভিষেক হলো মাহমুদুল হাসান জয়ের। তাকে টেস্ট ক্যাপ পরিয়ে দেন সাকিব আল হাসান।
২০১৯ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন এই ওপেনার। দলকে চ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রে তার অন্যতম ভূমিকা ছিল। এবার ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্যাট হাতে ভালো নৈপুণ্য দেখিয়ে প্রথমে টেস্টের দলে জায়গা পান তিনি। চট্টগ্রাম টেস্টেই তার অভিষেক হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু পরে আর হয়নি। মিরপুর টেস্টে তার সামনে সেই সুযোগ চলে আসল। সাইফ হাসানের জায়গায় খেলবেন তিনি।
দুই টেস্ট সিরিজের চট্টগ্রাম টেস্টে ৮ উইকেটে জিতেছিল পাকিস্তান।
বাংলাদেশ : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ হোসেন।
পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান ( উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।
এমপি/এসআইএইচ/