নাঈমের সেঞ্চুরিতে সমতায় ফিরল বাংলাদেশ ‘এ’ দল
দ্বিতীয় একদিনের ম্যাচে উইন্ডিজ ‘এ’ দলকে ৪৪ রানে হারিয়ে সিরিজে সমতা এনেছে বাংলাদেশ ‘এ’ দল। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ নাঈম শেখের সেঞ্চুরি (১০৬) ও সাব্বির রহমানের হাফ সেঞ্চুরিতে ( ৬৮) ৬ উইকেটে ২৭৭ রান করে বাংলাদেশে। জবাব দিতে নেমে ৯ উইকেটে ২৩৩ রান করে স্বাগতিকরা। প্রথম ম্যাচে বাংলাদেশ মাত্র ৮০ রান করে হেরেছিল ৪ উইকেটে। সিরিজের ফয়সালা ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।
উইন্ডিজ সফরে ‘এ’ দলের ব্যাটিং খুবই বাজে হচ্ছিল। চার দিনের প্রথম দুইটি ম্যাচের প্রথমটিতে মাত্র ১৬৭ রানে অলআউট হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে ৩০০ রান করে ইনিংস ঘোষণা করেছিল। বৃষ্টির বাগড়ায় দুইটি ম্যাচই হয়েছিল ড্র। এরপর প্রথম একদিনের ম্যাচে মাত্র ৮০ রানে অলআউট হয়ে ব্যাটিং ব্যর্থতার চুড়ান্ত নজির স্থাপন করেছিল বাংলাদেশ ‘এ’ দল। সেখান থেকে দ্বিতীয় ম্যাচে বের হয়ে আসতে পেরেছে।
বাংলাদেশের ইনিংসের কারিগর জাতীয় দল থেকে বাদ পড়া মোহাম্মদ নাঈম শেখ ও তিন বছর পর জাতীয় দলে ফেরা সাব্বির রহমান। বাংলাদেশের শুরুটা যথারীতি ব্যাটিং ব্যর্থতা দিয়ে। সৌম্য সরকার শুরুতেই বিদায় নেন ৬ রান করে। সাইফ হাসানও টিকতে পারেননি ১৯ রানে ফিরে গেলে। তবে তিনি মাত্র ১৯ রান করলেও জুটিতে ৫৭ রান এনে দিয়ে শুরুর বিপর্যয় অনেকটা রোধ করেন। এরপর তৃতীয় উইকেট জুটিতে নাঈম শেখ ও অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৯৩ রান যোগ করেন। এ সময় নাঈম শেখ তার সেঞ্চুরি পূর্ণ করে ১০৩ রানে আউট হয়ে যান। তার ১১৬ বলের ইনিংসে ছিল এক ছক্কা ও ১৪টি চার। নাঈম আউট হওয়ার পর দলীয় একই (১৬৪) রানে ফিরে যান মিঠুনও ২৮ রান করে। এরপর দলের রানকে এগিয়ে নিয়ে যান সাব্বির। তিনি শাহদাতের (২৪) সঙ্গে ৬৯ ও জাকের আলীর সঙ্গে ৪৩ রান যোগ করেন। সাব্বির ৫৮ বলে এক ছক্কা ও ছয় বাউন্ডারিতে ৬৪ রান করে আউট হন। নাঈম ও সাব্বির দুজনকে আউট করেন অ্যান্ডারসর ফিলিপ। উইন্ডিজের হয়ে অ্যান্ডারসন ফিলিপ, লুইস ও বায়ার্ন চার্লস দুটি করে উইকেট নেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিকদের শুরুটা ছিল দারুণ। টেগেনারায়ন চন্দরপল ও অধিনায়ক জসুয়া ডি সিলভার ৯৪ রানের উদ্বোধনী জুটি দলের জয়ের ভীত গড়ে দিয়েছিল। টেগেনারায়ন ৩৮ রান করে আউট হওয়ার পর খেলায় ফিরে আসে বাংলাদেশ ‘এ’ দল। পরবর্তিতে জসুয়া ডি সিলভা ছাড়া আর কেউ সেভাবে দাঁড়াতে না পারলে ৫০ ওভার খেলেও তারা রান করে ৯ উইকেটে ২৩৩। জসুয়া ডি সিলভা করেন সর্বোচ্চ ৬৮ রান। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে মুকিদল ইসলাম মুগ্ধ ৩২ রানে নেন তিন উইকেট। রেজাউর রহমান রাজা দুই উইকেট নেন ৪৪ রানে। একটি করে উইকেট নেন খালেদ আহমেদ, রকিবুল হাসান ও সৌম্য সরকার।
এমপি