মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের জয়
তৃতীয় দিন শেষেই অনুমিত ছিল বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের দুটি ম্যাচের চিত্র। যেখানে স্পষ্ট হয়ে উঠেছিল ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি দক্ষিণাঞ্চলের জয়। শেষ পযন্ত তাই হয়েছে। কোনো রকমের নাটকীয়তা ছাড়াই জয় পেয়েছে দুই দল মধ্যাঞ্চল ইনিংস ও ৭০ রানে বিসিবি উত্তরাঞ্চলকে এবং বিসিবি দক্ষিণাঞ্চল ৮ উইকেটে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে পরাজিত করে।
চট্টগ্রামে ৫ উইকেটে ১৭২ রান নিয়ে খেলতে নেমে উত্তরাঞ্চলের ইনিংস শেষ হয় ২৭৪ রানে। মার্শাল আইয়ুবের (১০১) সেঞ্চুরিও দলের ইনিংস হার বাঁচাতে পারেনি। স্পিনার হাসান মুরাদ উইকেট পাওয়ার নেশায় মেতে উঠলে আর সম্ভব হয়নি। আগের দিন তিনি নিয়েছিলেন ৫ উইকেটর তিনটি। এদিনও নেন ৫ উইকেটর তিনটি। ৪৫ ওভার বোলিং করে ৭৪ রানে নেন ৩ উইকেট।
মার্শাল আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মইদুল ইসলাম অঙ্কনকে নিয়ে একটা প্রতিরোধের ডাক দিয়েছিলেন। বেশ ভালোই সংগ দিচ্ছিলেন অঙ্কন। কিন্তু জুটিতে ৯০ রান আসার পর অঙ্কনকে হারাতে হয়। ১৬৩ বল খেলে ২৫ রান করে তিনি হাসান মুরাদের শিকার হন। এরপর আর কেউ দাঁড়াতেই পারেননি। ১৮ রানে পড়ে শেষ ৪ উইকেট। মার্শাল আইয়ুব ১০১ রান করে আউট হন রবিউলের বলে। রবিউল ২৩ রানে নেন ৩ উইকেট। ম্যাচ সেরা হন মোহাম্মদ মিঠুন।
রাজশাহীতে পূর্বাঞ্চলের দ্বিতীয় ইনিংসও বড় হয়নি। আগের দিনই তারা ইনিংস হার এড়াতে পেরেছিল। এদিন সেই লিডকে এগিয়ে নিতে পেরেছিল ৮৮ রানে। ২৫৭ রানে অলআউট হয়। প্রথম ইনিংসে করেছিল ২৬০ রান। আগের দিনের ৭৩ রানে অপরাজিত থাকা আফিফ হোসেন এ দিন খুব বেশি দূর যেতে পারেননি। ১৩ রান যোগ করতেই তিনি ৮৬ রানে ফিরে যান ফরহাদ রেজার শিকার হয়ে। আরেক অপরাজিত ব্যাটসম্যান ইরফান শুক্কুর তার ১৮ রানের ইনিংসকে ৪০-এ নিয়ে গিয়ে আ্উট হন নাহিদুলের বলে।নাহিদুল ৪০ রানে ৪ উইকেট।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিসিবি দক্ষিণাঞ্চল দুই ওপেনার এনামুল হক বিজয় (১১) ও পিনাক ঘোষের ৯ ২) উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় মাত্র ২১.৩ ওভারে। এত দ্রুত রান সংগ্রহ হয়েছিল চারে নামা তৌহিদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ের কারণে। মাত্র ৬০ বলে ১ ছক্কা ও ৭ চারে তিনি ৫৪ রান করে অপরাজিত থাকেন। অমিত অপরাজিত থাকেন ১৯ রানে। ম্যাচ সেরা হন জাকির হাসান।
সংক্ষিপ্ত স্কোর
ওয়ালটন মধ্যাঞ্চল বনাম বিসিবি উত্তরাঞ্চল
মধ্যাঞ্চল: ৫৬৩/৩ ( ডি.)।
উত্তরাঞ্চল ২১৯ ও ২৭৪ (আগের দিনের ১৭২/৫ ( মার্শাল আইয়ুব ১০১, তানজিদ হাসান ৯০ মইদুল ইসলাম অঙ্কন ২৫, হাসান মুরাদ ৬/৭৪, রবিউল হক ৩/২৩)।
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল বনাম বিসিবি দক্ষিণাঞ্চল
পূর্বাঞ্চল: ২৬০ও ২৫৭ (আগের দিনের ১৯৫/৫),ওভার ৮৪.৩ ( আফিফ ৮৬, ইরফান শুক্কুর ৪০, ইমরুল কায়েস ৩৯, মোহাম্মদ আশরাফুল ২৫, নাহিদুল ৪/৩০, মেহেদী হাসান ২/৪৯,নাসুম আহমেদ ২/৮০)
দক্ষিণাঞ্চল: ৪২৯ ও ৯০/২, ওভার ২১.৩( তৌহিদ হৃদয় ৫৪*, অমিত হাসান ১৯*, রেজা্উর রহমান রাজা ২/ ১৬)
এমপি/এমএমএ/