শনিবার, ৫ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

প্রশ্নবিদ্ধ সাংবাদিকতা: উত্তরণের পথ (৩)

গোপন সমঝোতার মধ্য দিয়ে যাচ্ছে সাংবাদিকতা

উপমহাদেশে সাংবাদিকতা অনেকটাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গড়ে উঠলেও বিষয়টি পেশাদারিত্বে গড়াতে খুব বেশি সময় নেয়নি। যখনই সাংবাদিকতা পেশা হিসেবে গড়ে উঠেছে, তখনই পেশার মধ্যে প্রতিযোগিতা এসেছে। দুঃখজনক হলেও সত্যি সাংবাদ মাধ্যম ও কলমের স্বাধীনতা–এ দুটিই বার বার হুমকির পড়েছে। রাষ্ট্র, করপোরেট পুঁজি, স্বজন-তোষণ, এমনকি আমাদের সংবাদ মাধ্যমের অনেকের মেরুদণ্ডহীনতার দায় এ বিষয়ে এড়ানো কঠিন। এসব বিষয় নিয়ে মুখোমুখি হওয়া সাংবাদিক, গণমাধ্যম বিশেষজ্ঞ ও গবেষকদের। তাদের মতামতের ভিত্তিতে ‘প্রশ্নবিদ্ধ সাংবাদিকতা: উত্তরণের পথ’ শীর্ষক ঢাকাপ্রকাশের ধারাবহিক এ আয়োজনের আজ থাকছে তৃতীয় পর্ব

গণতান্ত্রিক সমাজ গঠন এবং আইনের শাসন নিশ্চিতের অন্যতম হাতিয়ার বস্তুনিষ্ঠ, সৎ ও সাহসী সাংবাদিকতা। তবে বর্তমান সাংবাদিকতায় পেশাদারিত্বের ক্ষেত্রে অনেকটা ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক, গণমাধ্যম বিশেষজ্ঞ ও গবেষকরা। আর পেশাদারিত্বের ঘাটতির জন্য সরকারি নিয়ন্ত্রণ, করপোরেট মালিকানা, আর্থিক ও পেশাগত অনিরাপত্তা এবং সাংবাদিকদের রাজনৈতিক বিভাজনকেই অনেকটা দায়ী মনে করছেন তারা।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, ‘গণমাধ্যমের পেশাদারিত্বের জন্য পেশাদার সম্পাদক প্রয়োজন। স্বাধীন সংবাদ প্রবাহ নিশ্চিত করতে একটি সম্পাদকীয় প্রতিষ্ঠান দরকার। সেই প্রতিষ্ঠানের প্রধান হবেন একজন সম্পাদক। এটি প্রতিষ্ঠা করতে না পারলে পেশাদারিত্বের সংকট কাটিয়ে ওঠা প্রায় দুঃসহ ও কষ্টকর হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘রাতারাতি সম্পাদক হওয়া আর অভিজ্ঞতালব্ধ সম্পাদক হওয়ার মধ্যে তফাৎ থাকে। জনস্পন্দন বুঝে সে অনুয়ায়ী সংবাদ পরিবেশন, অনুসন্ধানী সাংবাদিকতা, দৈনন্দিন নির্মোহ সাংবাদ পরিবেশেন শুধু পেশাদার সাংবাদিক বা সম্পাদকের তত্ত্বাবধানে সম্ভব।’

একই সঙ্গে ন্যায্য পারিশ্রমিক নিশ্চিতের বিষয়ে জোর দিয়ে এ সাংবাদিক নেতা বলেন, ‘শুধু পরিচয়পত্র দিয়ে ছেড়ে দিলে ভালো সাংবাদিকতাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দেওয়া হয়। বেতন কাঠামো, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অর্থনৈতিক স্বচ্ছলতা নিশ্চিত করতে হবে।’

‘এ ছাড়া কারা অসত্য, অর্ধসত্য তথ্য দেয়, গুজব ছড়ায় সে বিষয়ে নজরদারি করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তথ্য মন্ত্রণালয়ের একটি মৌলিক কাজ হওয়া উচিত। কোনো সংবাদ গোপন রাখা বা অসত্য, অর্ধসত্য তথ্য দিয়ে নিউজ তৈরি করা–এগুলো সংবাদের অবাধ স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে।’ এতে পেশাদারিত্বের অভাব দেখা দেয় বলেও মনে করেন এ সাংবাদিক।

গণমাধ্যমের পেশাদারিত্ব বজায় থাকলে এর সুফল ভোগ করে রাষ্ট্রের সর্বস্তরের নাগরিক ও পেশাজীবী। এ ক্ষেত্রে পরিবেশ ও অধিকার কর্মী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘যদি সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আমাদের সঙ্গে থাকে, তাহলে কাজ অনেক সহজ হয়। যখন একটি ন্যাস্ত স্বার্থগোষ্ঠীকে আমরা আঘাত করি, বিষয়টিকে নীতিনির্ধারণী মহলে পৌঁছে দেয় গণমাধ্যম। তখন আমাদের কাজ সহজ হয়। আর যদি সাংবাদিকতা জিম্মি হয়ে পড়ে অর্থনৈতিক স্বার্থান্বেষী মহলের কাছে বা রাজনৈতিক শক্তির কাছে, তাহলে যে কোনো ন্যায়বিচার রক্ষার যাত্রা ক্ষতিগ্রস্ত হয়।’

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘আজকাল সাংবাদিকতায় বড় বিনিয়োগকারীরা আসেন। তাদের স্বার্থ কখনও প্রকাশ্যে থাকে, কখনও অদৃশ্য থাকে। সেই স্বার্থের কারণে সাংবাদিকদের সেলফ সেন্সরশিপের চলে আসে। কারণ সেখানে তার চাকরির ঝুঁকি থাকে।’

গণমাধ্যমের করপোরেট মালিকানার প্রসঙ্গে ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল আহসান পিন্টু বলেন, ‘ব্যবসায়ীরা মিডিয়া প্রতিষ্ঠান করে। এজন্য নিজেদের প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতির খবর তো প্রকাশ করবেই না, অন্য প্রতিষ্ঠানেরটাও প্রকাশ করতে পারবে না। কারণ এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের দুর্নীতি-অনিয়মের খবর বের করলে, সেই প্রতিষ্ঠানও পাল্টাপাল্টি বের করবে। সে কারণে সাংবাদিকতা এখন গোপন সমঝোতা, নিরব সমঝোতা, এক ধরনের আপসের মধ্য দিয়ে চলছে। যে কারণে আমরা সমাজের অনেক অনিয়ম, অনাচার ও অন্যায্য ঘটনার চিত্র আমরা তুলে ধরতে পারছি না।’

আগে এরকম বিষয় থাকলেও এখন মাত্রাটা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আগে সাংবাদিকতার সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানের পার্থক্য স্পষ্ট ছিল। পাকিস্তান আমলে আমরা দেশ স্বাধীনের মোটো নিয়ে কাজ করেছি, স্বাধীনের পর দেশ গঠনের মোটো নিয়ে কাজ করেছি। এরপর সামরিক স্বৈরাচার ঢুকে সংবাদপত্রের কণ্ঠরোধ করেছে। পরে আবার গণতন্ত্র এসেছে। গণতন্ত্রের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানও বেড়েছে। আঘাত এসেছে সংবাদপত্রের নীতির উপরও। এটি বাণিজ্যিক চাপ।’

তিনি আরও বলেন, ‘মালিকানা সবসময় ব্যবসায়ীদের হাতেই থাকবে। কারণ পত্রিকা বা টেলিভিশন করতে চাইলে মোটা টাকার দরকার। একজন সাংবাদিক এত টাকা কোথায় পাবে? কোনো বিনিয়োগকারীর কাছে যেতেই হবে। তবে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের চালক হবেন না। পত্রিকা চালানোর জন্য প্রফেশনাল লোক নিয়োগ দিতে হবে। আর প্রতিষ্ঠান কীভাবে চলবে, তা ঠিক করবেন প্রতিষ্ঠানের সেই চালক।’

জ্যেষ্ঠ এ সাংবাদিকের মতে, টেলিভিশন বা পত্রিকায় বিনিয়োগকারীরা দৃশ্যমান থাকবেন না। পেশাদার লোকজন প্রতিষ্ঠানকে এগিয়ে নেবেন।

তিনি বলেন, ‘প্রতিষ্ঠান যদি সত্য কথা লিখে ও বলে, সত্য তথ্য তুলে ধরে, জনগণের চাহিদা মাফিক তথ্য দেয়, তাহলে সেই টেলিভিশন মানুষ দেখবে, পত্রিকা মানুষ পড়বে। প্রত্রিকা যখন বেশি মানুষ পড়বে, তখন রাজস্ব আসবে, পাঠক বেশি হবে; দর্শক বেশি হবে, ওখানে বিজ্ঞাপনও বেশি আসবে। এভাবেই একটা প্রতিষ্ঠান টিকে থাকবে।’

এ গণমাধ্যম গবেষক আরও বলেন, ‘এমন ব্যবসায়িক নীতি মালিকরা করে দেন না, মালিকরা সামনে চলে আসেন। এখানে বোর্ড অব ডিরেক্টরস বা সম্পাদকীয় বোর্ডের মালিকের সঙ্গে একটি চুক্তি থাকতে হবে যে, সাংবাদিকতা বিষয়ক কোনো কিছুতে হস্তক্ষেপ করা যাবে না। সম্পাকীয় স্বাধীনতা নিশ্চিত করতে না পারলে মালিকদের জিম্মি দশা থেকে সাংবাদিকতাকে বের করা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক পরিবেশ, আইনের শাসন যদি থাকত, রাষ্ট্রের সব প্রতিষ্ঠান যদি শক্তিশালী হতো তাহলে কারও অনিয়ম-দুর্নীতি তুলে ধরলে, আপনার বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিতে পারত না। সরকারের কোনো বাহিনী হস্তক্ষেপ করতে পারত না। আপনার বিজ্ঞাপন কমিয়ে দেওয়া, সার্কুলেশনে আঘাত করতে, আপনার সাংবাদিককে হয়রানি করতে পারত না। তখন আপনি নিজেও অনিয়ম করতে পারতেন না।’

তিনি বলেন, ‘তবে এর মধ্যেও কিছু কিছু অনিয়ম, দুর্নীতি তুলে ধরা হচ্ছে। সেসবের কারণে সরকার কিছু বিষয় মেনেও নিচ্ছে। এটা আরও সম্ভব হতো যদি সাংবাদিকরা ঐক্যবদ্ধ হতে পারতাম।’

কথাসাহিত্যিক ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘মালিকপক্ষের একটা শক্তিশালী নিয়ন্ত্রণ দেখা যাচ্ছে। তাদের যে কোনো ধরনের অপরাধ সংঘটিত হলে, সেগুলোর সমর্থনেও পত্রপত্রিকা নেমে যাচ্ছে। সরকারের সঙ্গে দেন-দরবার অথবা তাদের ভেতরের কোনো অপরাধ থেকে মুক্তি পাওয়ার একটা উপায় হলো গণমাধ্যম।’

তিনি বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানের মতো অত্যন্ত নিয়ন্ত্রণকামী পরিবেশে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে খুব বড় মাপের কিছু সংখ্যক সাংবাদিক সংগ্রাম করেছেন এবং স্বাধীনতার পক্ষে কাজ করেছেন। সাংবাদিকদের সাহস ছিল। এখন সেখানে কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে। যদি সব সাংবাদিক সততার পক্ষে একসঙ্গে দাঁড়িয়ে যেতেন, তাহলে সরকার অনেক কিছু মেনে নিতে বাধ্য হতো। এটা নির্ভর করছে–সাংবাদিকরা কতটা সংগঠিত তার ওপর।’

তবে সব মালিকপক্ষকে এক দাগে ফেলতে রাজি নন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। তার মতে, ‘অনেক ভালো মালিক আছেন। ঢালাওভাবে খারাপ বললে, ভালো মানুষকে নিরুৎসাহিত করা হয়।’

দৈনিক সংবাদের উদাহরণ টেনে তিনি বলেন, ‘সংবাদের মালিকপক্ষ কখনো কোনো চাপ সৃষ্টি করেছে বলে শুনিনি। সংবাদ এখনো তার সম্পাদকীয় নীতিতে অবিচল আছে। একটি মালিকপক্ষ যদি উদাহরণ সৃষ্টি করতে পারে অন্য কেউ কেন পারবে না।’

তবে এটি না পারার জন্য অস্বচ্ছ বা অবৈধ বিনিয়োগও দায়ী বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে অধ্যাপক মনজুরুল ইসলাম বলেন, ‘যদি কেউ মানুষকে ঠকিয়ে নিজের উপরি পাওনা বিনিয়োগ করে, তখন মালিকের নিয়ন্ত্রণ থাকে। এ ক্ষেত্রে সংবাদপত্র সংশ্লিষ্টরা শুরুতেই চুক্তি করতে পারে, স্বাধীন সাংবাদিকতায় কোনো বাধা দিতে পারবে না এবং মালিক হলেই সম্পাদক হওয়া যাবে না। এ ছাড়া কোনো গ্রুপ গণমাধ্যম প্রতিষ্ঠান গড়ে তুলতে চাইলে, তাদের অতীত ইতিহাসও দেখতে হবে। তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি বা অনিয়মের অভিযোগ ছিল কি-না।’

সাংবাদিকতায় পেশাদারিত্বের ঘাটতির ক্ষেত্রে মার্কেটিং বিভাগের মাতবরি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ডিবিসি সম্পাদক জায়েদুল আহসান পিন্টু। তিনি বলেন, ‘এখন মার্কেটিং বিভাগ ঠিক করে সাংবাদিকতা কী হবে, না হবে। একজন চিফ রিপোর্টার অ্যাসাইনমেন্ট দেবেন, তার মধ্যে মার্কেটিং থেকে আসে ২/৩টি, আবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসে ২/৩টি।’

রিপোর্টারদের বিজ্ঞাপন সংগ্রহের প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ অনৈতিক ও অপেশাদারসূলভ আচরণ। এগুলো আইন করে বন্ধ করা যাবে না। তবে প্রতিষ্ঠানের নিয়মনীতি ও আচরণবিধি থাকতে হবে। এটা সরাসরি অনিয়ম। আচরণবিধি লঙ্ঘন।’ পেশাদারিত্ব বাড়ানোর জন্য তিনি বিনিয়োগ, প্রশিক্ষণ, মোটো, ভিশন, মিশনের ওপর জোর দেন।

একই কথা বললেন অধ্যাপক আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ‘যদি একজন রিপোর্টার সংবাদ পাঠানো ও বিজ্ঞাপন সংগ্রহের দায়িত্বে থাকেন, তাহলে স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্ট অব ইন্টরেস্ট) তৈরি হয়।’

পেশাদারিত্বের উন্নয়নের বিষয়ে তিনি বলেন, ‘তথ্য, ভুল তথ্য ও অপতথ্যের পার্থক্য বুঝতে হবে। সরকার ও সাংবাদিক নেতাদের যৌথভাবে কাজ করতে হবে।’

এসএ/

Header Ad
Header Ad

এক দিনেই পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ড. ইউনূস

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়ার সঙ্গেও বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের দ্বিতীয় দিনে পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৪ এপ্রিল) বিমসটেক সম্মেলন শেষে প্রথমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন তিনি।

এরপর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্নের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন ড. ইউনূস। থাই প্রধানমন্ত্রী বাংলাদেশকে দুই বছরের জন্য বিমসটেকের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন।

পরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠকে বসেন ড. ইউনূস। আঞ্চলিক উন্নয়ন ও পারস্পরিক সহায়তা নিয়ে আলোচনা করেন তারা। একই দিন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়ার সঙ্গে হোটেল সাংগ্রিলায় বৈঠক করেন ড. ইউনূস, যেখানে অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার বিষয়টি উঠে আসে।

বিকেলে মিয়ানমারের সরকার প্রধানের সঙ্গে হেঁটে হেঁটে বিভিন্ন ইস্যুতে আলাপ করেন ড. ইউনূস।

এদিকে, বৈঠকের পর নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন—“বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছি। ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও বলেন, “বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। সীমান্ত নিরাপত্তা ও সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে আলোচনা করেছি।”

উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিমসটেক বর্তমানে বাণিজ্য, প্রযুক্তি, পরিবহন, জ্বালানি ও সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আন্তঃআঞ্চলিক জোট হিসেবে কাজ করছে।

Header Ad
Header Ad

যুক্তরাষ্ট্র চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে

ছবি: সংগৃহীত

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্র মোট ৬৮২ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে অধিকাংশই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন। শুক্রবার (৪ এপ্রিল) ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ লোকসভায় এ তথ্য জানান।

তিনি বলেন, সীমান্তে আটক হওয়া ভারতীয়দের নথিপত্র যাচাইয়ের পর যুক্তরাষ্ট্র তাদের প্রত্যাবাসন করে। একই সঙ্গে ভারত সরকার অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ে উদ্বিগ্ন এবং এই সমস্যা মোকাবিলায় মার্কিন প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছে। অপরাধমূলক অভিবাসন চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থী, পর্যটক এবং পেশাদারদের আমেরিকা যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয়, সেদিকেও নজর দিচ্ছে মোদী সরকার। মার্কিন কর্তৃপক্ষ যে ভারতীয় নাগরিকদের তালিকা পাঠায়, তা গুরুত্ব সহকারে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে, জালিয়াতির দায়ে অভিযুক্ত ট্রাভেল এজেন্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সক্রিয় হয়েছে ভারত সরকার। মানব পাচারচক্রের সঙ্গে এজেন্টদের যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Header Ad
Header Ad

কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা শামীম?

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়ে বিয়ের খবর জানিয়েছেন তিনি। স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি দিয়ে প্রোফাইল পিকচার পরিবর্তন করে ক্যাপশনে লিখেছেন— "আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।"

এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি কাভার ফটো হিসেবে পোস্ট করেছেন এই অভিনেতা। ছবিতে অন্তর্বর্তী সরকারের রেল উপদেষ্টা ফাওজুল কবির খানকেও দেখা গেছে।

 

তবে স্ত্রীর পরিচয় সম্পর্কে ফেসবুক পোস্টে কিছু উল্লেখ করেননি শামীম।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এক দিনেই পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ড. ইউনূস
যুক্তরাষ্ট্র চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে
কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা শামীম?
ঢাকার পথে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস
মানিকগঞ্জে বাঁশঝাড়ে কার্টনে মিললো তরুণীর লাশ
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
দেশে তীব্র তাপপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ
হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে তবে এ বিষয়ে আর কিছু বলা সম্ভব নয় : বিক্রম মিশ্রি
মার্কিন গাড়ি আমদানিতে ২৫% শুল্ক আরোপের ঘোষণা কানাডার
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব নিল বাংলাদেশ
চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি
পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!
নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ, আবারও শেখ হাসিনার উসকানি!
টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা: না ফেরার দেশে প্রেমা, নিহত বেড়ে ১১
নিষেধাজ্ঞায় পড়লেন মেসির দেহরক্ষী, ঢুকতে পারবেন না মাঠে
শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
ঈদ আনন্দে মুখরিত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো