বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ | ২৭ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

বিদ্রোহীদের সম্পর্কে মির্জা আজম

'কচুরিপানা-আবর্জনা দলে থাকার চেয়ে না থাকাই ভালো'

দলের সিদ্ধান্তের বাইরে যারা বিদ্রোহ করে তারা বিশ্বাস ঘাতক, বেঈমান। এগুলো কচুরিপানা-আবর্জনা। এইসব কচুরিপানা-আবর্জনা দলে থাকার চাইতে না থাকাই ভাল। ঢাকাপ্রকাশ-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি। তিনি বিদ্রোহীদের নিয়ে কঠোর বার্তা দিলেন।

ঢাকাপ্রকাশ: দলের সিদ্ধান্তের বাইরে যারা ইউপিতে নির্বাচন করেছে তাদের বিষয়ে দলের সিদ্ধান্ত কী?
মির্জা আজম: এসব ব্যাপারে স্পষ্ট সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন নেত্রী। যাদের বহিষ্কার করা হয়েছে তারা নতুন যে সম্মেলন হবে সেখানে কোন পদ পদবী পাবে না। বহিষ্কারাদেশ যতক্ষণ না প্রত্যাহার হবে ততক্ষন তারা কোন পদে আসতে পারবে না। নেত্রীর যে সিদ্ধান্ত বা মনোভাব সেটা হলো গত উপজলা পরিষদ নির্বাচনেও অনেকে বিদ্রোহ করেছিল। যারা বিদ্রোহী ছিল তাদের ক্ষমা করে দিয়েছেন, যারা বিদ্রোহীদের সমর্থন করেছে তাদেরও সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। কিন্তু যারা প্রার্থী ছিল তাদের ক্ষেত্রে দুইটা সিদ্ধান্ত আছে। একটা হলো তারা যে পদে ছিল তাদের সেই পদ থাকবে না। দ্বিতীয় হলো যতদিন নির্বাচন আসবে আওয়ামী লীগ যতদিন নৌকা প্রতীক বরাদ্দ দেবে সেই বিদ্রোহী প্রার্থী যে একবার ছিল তাকে জীবনেও আর কোন দিন নৌকা প্রতীক দেওয়া হবে না। এই দুইটা সিদ্ধান্ত বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কঠোরভাবে দেওয়া হয়েছে।

ঢাকাপ্রকাশ: যেসকল নেতাদের শোকজ করা হয়েছে তাদের বিষয়ে কী সিদ্ধান্ত?
মির্জা আজম: শোকজ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা কোন পদ পাবে না।

ঢাকাপ্রকাশ: দলের হাইকমান্ড থেকে বার বার নির্দেশনা দেওয়ার পরও বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণ কি?
মির্জা আজম: আওয়ামী লীগ একটা বড় দল। সেই দলে একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক, উপজেলা পরিষদ নির্বাচন হোক বা পৌরসভার মেয়র হোক কিংবা সংসদ সদস্য হোক একটা এলাকায় এই পদগুলোতে কমপক্ষে ৫ জন থেকে ১০ জন যোগ্য প্রার্থী আছে। দলের অনেক কর্মী। আর ১৪ বছর এক টানা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে দলের কর্মী সংখ্যা বাড়ছে। অর্থ-বিত্ত বেড়েছে, মাথাপিছু আয় বাড়ছে। ৫৪০ ডলার ২৬০০ ডলারে আসছি। অর্থনৈতিক বিত্তটা থাকলে সবাই কিন্তু চায় তাদের সামাজিক অবস্থা বা মর্যাদা, যার জন্য প্রার্থী বেশি হয়। বিদ্রোহের মূল প্রবণতা এই কারণে যেহেতু আমাদের প্রধান বিরোধী দল তারা নির্বাচনে নাই। যে কারণে অনেকে মনে করে নমিনেশন পেলেই তো হয়ে গেল। এইরকম একটা মনোভাব যার জন্য এমনিতে যদি ১০ জন যোগ্য প্রার্থী থাকে বিএনপি না থাকার কারণে ২০ জন প্রার্থী বেড়ে যায়। টার্গেট থাকে নমিনেশন। যেহেতু বিরোধী নাই যখন একজন নমিনেশন পেয়ে যায় সবার তখন মাথায় ঢোকে ওই নেতা তো আগাইয়া গেল। ও যোগ্য বেশি একবার পেয়ে গেল। ওই প্রার্থীর অযোগ্য প্রমাণের জন্য নিজেরা নিজের দলের প্রার্থীর বিরুদ্ধে গোপনে দাঁড়ায়। একজন যদি বিদ্রোহ ঘোষণা করে তাহলে দেখা যায় ওখানে আওয়ামী লীগের যদি ৪৫ শতাংশ সমর্থন থাকে বিএনপির তো ৩৫ শতাংশ আছে। এই রেডিমেট বিএনপি জামায়াতের ভোটটা তারা বিদ্রোহী প্রার্থীর সাপোর্ট চলে যায়। আর যে আওয়ামী লীগ করে বিদ্রোহী প্রার্থী হয় স্বাভাবিকভাবে দলেরও কিছু লোক তার সঙ্গে থাকে। দলের অন্যান্য প্রার্থী যারা নমিনেশন পায় না তারাও কিন্তু চায় বিদ্রোহী পাস করুক, তাহলে ওদের ইজ্জতটা বাড়ে। এই সমস্ত কারণে যেগুলো হয়েছে এগুলো তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কাউকে কাউকে বহিষ্কার করা হয়েছে। অতএব বহিষ্কৃত যারা আছে সেই বহিষ্কারাদেশ যতক্ষণ না পর্যন্ত প্রত্যাহার হবে ততক্ষণ পর্যন্ত তারা কোন পদ পদবী পাবে না।

ঢাকাপ্রকাশ: এতে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে কী-না?
মির্জা আজম: কিছুই পড়বে না। এগুলো কিছু যায় আসে না। এই কচুরিপানা-আবর্জনা, এগুলো দলে থাকার চাইতে না থাকাই ভাল। তারা বিশ্বাস ঘাতক, বেঈমান। এই কাজটা যারা একবার করে এদের প্রবণতাই হয়ে যায় সুযোগ পেলেই বেঈমানী করা। আবার সুযোগ পেলে আবার বিশ্বাস ঘাতকতা করা। অতএব এই বিশ্বাস ঘাতক-বেঈমান এদের দলে রাখলে বরং ঝুঁকি থাকে। এরা চিহ্নিত শত্রু। বিএনপির হাজার হাজার নেতাকর্মী আছে এরা গেলে ৫টা কর্মীর সংখ্যা হয়তো বাড়বে তাতে আমাদের কি যায় আসে?

ঢাকাপ্রকাশ: আপনি সব সময় কঠিন সত্য বলেন, দলের বিপক্ষেও বলেন, বিভিন্ন পেশার বিরুদ্ধে বলেন এতে আপনার উপর চাপ পরে কী-না?
মির্জা আজম: আমি যে কথাগুলো বলি সেগুলো আসলে কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে বলি না। আমি একটা সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে বলি। যে অবক্ষয়ের বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্পষ্টভাবে বলে গেছেন। আমার নেত্রী শেখ হাসিনা তিনিও এখন বলছেন। আমার দলের নেতাকর্মীরা অনেকে বলেন না, কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেটা বলি। যখন কোনো জায়গায় সম্মেলনে যাই বলি। একটি নির্দিষ্ট পেশার মানুষ দুর্নীতি করে, ঘুষ খায় তা তো না। এটা সামাজিক অবক্ষয়। সব পেশার মানুষের মধ্যেই দুর্নীতিবাজ ঘুষখোর আছে। আমার দল যে করে সে তো চাকরি করে না, দলের মধ্যেও যারা রাজনীতিবিদ আছে বিভিন্ন টায়ারে এদের মধ্যেও দুর্নীতিবাজ আছে। আমি সবার বিরুদ্ধেই বলি। এই দুর্নীতির বিরুদ্ধে অধিকাংশ মানুষ যখন কথা বলা শুরু করব, তখন কিন্তু দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আমার কি করবে? আমি অনেক বড় বড় দুর্নীতবাজের বিরুদ্ধে বলেছি, যখন বয়স অনেক কম ছিল তখন অনেক ক্ষমতবান মানুষের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি। সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, এরজন্য তো পারলে তারা (বিএনপি-জামায়াত) মেরেই ফেলে। এরপরও তো টিকে আছি। এগুলো তো ছোট খাটো চোর-ছ্যাঁচর। এগুলোর ব্যাপারে বললে কি হবে? এতে কিছু যায় আসে না।

ঢাকাপ্রকাশ: সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
মির্জা আজম: আপনার মাধ্যমে ঢাকাপ্রকাশকেও ধন্যবাদ।

Header Ad
Header Ad

এসএসসি পরীক্ষা না দিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কিশোরী

ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ না নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক দাখিল পরীক্ষার্থী। আর ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার উপজেলার পূর্ব চন্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার মহিষকাটা এলাকার দাখিল পরীক্ষার্থী এক ছাত্রীর সঙ্গে পার্শ্ববর্তী চাওড়া ইউনিয়নের পূর্ব চন্দ্রা গ্রামের আরিফ মৃধার প্রেমের সম্পর্ক হয়।

গত তিন বছর ধরে তারা প্রেম করছে, এমন দাবি ওই পরীক্ষার্থীর।

প্রেমিক কলেজপড়ুয়া আরিফ মৃধা তাকে বিয়ে না করে কালক্ষেপণ করতে থাকেন। ৩ এপ্রিল আরিফের বাড়ি আসে ওই পরীক্ষার্থী। পরে আরিফের পরিবার বিয়ের আশ্বাস দিয়ে তাকে আমতলী থানায় পাঠায়। পুলিশ তাকে স্থানীয় মনির প্যাদার হেফাজতে দেন। কিন্তু আরিফ তাঁকে বিয়ে করেননি।

আজ তার দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। সে পরীক্ষায় অংশ না নিয়ে আরিফ মৃধার বাড়িতে অনশনে বসেছে। পরে সে ঘোষণা দেয়, ২৪ ঘণ্টার মধ্যে আরিফ তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবে। অপর দিকে আরিফ মৃধা ও তাঁর পরিবার এলাকা ছেড়ে চলে গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু সমাধান দাবি করেছেন।

ওই দাখিল পরীক্ষার্থী বলে, ‘আরিফ মৃধা আমার সঙ্গে তিন বছর ধরে প্রেম করছেন। বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে একাধিকবার ধর্ষণ করেছেন। এখন তাঁর পরিবারের কথামতো আমাকে বিয়ে করতে রাজি না। তাই আমি পরীক্ষা দেওয়া বন্ধ করে বিয়ের দাবিতে আরিফের বাড়িতে অনশনে বসেছি। ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব। আমি তো আমার সবই হারিয়েছি। এখন আর কোথাও যাওয়ার সুযোগ নেই।’

ওই পরীক্ষার্থী বলে, ‘৩ এপ্রিল আমি এ বাড়িতে আসার পর আরিফের মা আমাকে তাঁর ছেলের সঙ্গে রাতে থাকতে দিয়েছেন, এখন তাঁরা পালিয়ে গেছেন।’

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, ‘দুই পরিবার বসে সমাধান করতে বলেছি। সমাধান হয়েছে কি না, আমি জানি না।’ এ বিষয়ে কথা বলতে আরিফ মৃধা ও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁদের পাওয়া যায়নি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘বিষয়টি জানি। মেয়ের বিয়ের বয়স হয়নি। তাই আমি একজনের জিম্মায় দিয়েছিলাম।’

ওসি বলেন, মেয়ের পরিবারের লোকজনকে জানানো হয়েছে, কিন্তু তাঁরা মেয়েকে নিতে রাজি নন।

Header Ad
Header Ad

সাধারণ মানুষ চায় এই সরকার আরো ৫ বছর থাকুক: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশের সাধারণ মানুষ চাচ্ছে এই সরকার যেন আরো ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে।’ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মতৎপরতা আগের তুলনায় অনেক বেড়েছে, আরও বাড়বে। আগ্নেয়াস্ত্রের ব্যবহার যেন রোধ হয় সে বিষয়ে পুলিশ তৎপর থাকবে। যারা পরিস্থিতির অবনতি করতে চায়, আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছি। পরিস্থিতি আস্তে আস্তে আরও উন্নতি হচ্ছে। সাধারণ মানুষ চাচ্ছেন এই সরকার যেন আরও অন্তত ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে।

শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ক্রিমিনালদের হ্যান্ডওভারের বিষয়ে ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি আছে। এই চুক্তির আন্ডারে হয়তো তাকে আনার চেষ্টা করা হবে। ভারতের সঙ্গে আমাদের যুদ্ধের কোনো শঙ্কা নেই।

হাওরের কৃষির উন্নয়নে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘হাওরসহ সারা দেশে অনেক পতিত জমি পড়ে আছে। আমরা এই জমি চাষের আওতায় আনতে ৫০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছি। যার মাধ্যমে পতিত জমি চাষের আওতায় আনা হবে।’

থানা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার খান মোহাম্মদ রেজাউন্নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মুহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, ওসি আকরাম আলী প্রমুখ।

Header Ad
Header Ad

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন

টাঙ্গাইলের ভূঞাপুরে গাজায় গণহত্যার প্রতিবাদে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন। ছবি: ঢাকাপ্রকাশ

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর চলমান নৃশংসতায় শিশুসহ গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন করেছে উপজেলা সনাতন ধর্মাবলম্বী লোকজন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ্ আলম প্রামাণিক, উপজেলা সুজনের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, উপজেলা সনাতন ধর্মাবলম্বী সংঘের সাধারণ সম্পাদক অভিজিৎ ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক তাপস নারায়ণ দে সরকার প্রমুখ।

এ সময় ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, শিক্ষিকা তাপসী বসাক, সাংবাদিক আব্দুর রশিদ, মাসুদ, ফরমান শেখ, তৌফিকুর রহমান, মাহমুদুল হাসান প্রমুখসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও হিন্দু ধর্মাবলম্বীরা ছাড়াও নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।



Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এসএসসি পরীক্ষা না দিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কিশোরী
সাধারণ মানুষ চায় এই সরকার আরো ৫ বছর থাকুক: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন
জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস (ভিডিও)
নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
বাংলাদেশ রেলওয়ের দুই কর্মকর্তাকে পদায়ন ও বদলি
২০ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি
কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে চিঠি
সিলেটে থানায় লালগালিচা দেখে ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা
দিল্লিতে লিঙ্গ পরিবর্তনের চিকিৎসা নিতে এসে গ্রেপ্তার ৫ বাংলাদেশি
রবিবার ৩ জেলায় সাধারণ ছুটি, সবমিলিয়ে টানা ৪ দিনের অবকাশ
এসএসসির ফল ৬০ দিনে প্রকাশের চেষ্টা করা হবে: শিক্ষা উপদেষ্টা
পূর্বাচলে প্লট দুর্নীতি: শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
যমুনা নদী বাঁধ দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে কারাদন্ড
ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় ৪ বাংলাদেশি পণ্যবাহী ট্রাক পেট্রাপোল বন্দর থেকে ফেরত
মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে অসুস্থ হয়ে বাবার মৃত্যু, পরীক্ষার হলে মেয়ে জানে না মৃত্যুর খবর
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নয়, ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ নাম চায় ইসলামী আন্দোলন
৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সন্ত্রাসী সাজ্জাদকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ছাড়াতে চাওয়া স্ত্রী তামান্না
নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীসহ মেয়ের মৃত্যু
ভারতের মত অন্য কোনও দেশ বাংলাদেশের এতটা মঙ্গল চায় না: জয়শঙ্কর