বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২২ মাঘ ১৪৩১
Dhaka Prokash

ঢাকা জোনের সড়কের কাজে অব্যবস্থাপনা, কমিটির ক্ষোভ

সরকারি প্রকল্পে কাজের মন্থরগতি দেখে ক্ষুব্ধ সংসদীয় কমিটি। কার অবহেলায় প্রকল্পগুলো আগাচ্ছে না তাদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন সংসদীয় কমিটির সদস্যরা। সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কয়েকটি প্রকল্প নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি। সেখানে উল্লেখ করা হয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মোট ৫৪টি প্রকল্প রয়েছে। তারমধ্যে ২৫ শতাংশের নিচে অগ্রগতি আছে ১৭টি প্রকল্পের, ৫০ শতাংশের নিচে অগ্রগতি আছে ৭ টি এবং ৫১ শতাংশ থেকে ১০০ শতাংশের মধ্যে অগ্রগতি আছে ৩০টি। তবে ঢাকা জোনের ১৪টি প্রকল্পের মধ্যে ৫টির অগ্রগতি ২৫ শতাংশের নিচে আর ৫০ শতাংশের নিচে অগ্রগতি দেখানো হয়েছে ৩টি প্রকল্পের। তার মধ্যে দুটি প্রকল্পের অগ্রগতি মাত্র ৫ শতাংশ। ঢাকা জোনের ১৪টি প্রকল্পের মধ্যে ৯টির মেয়াদ শেষ হয়েছে গত বছর। তবে এসব প্রকল্পের আর্থিক অগ্রগতি কোনটার ২ শতাংশ, কোনটার ৫৬ শতাংশ, কোনটার ৮৭ শতাংশ আবার কোনটার ৯১ শতাংশ। অধিকাংশ প্রকল্পের আর্থিক ও বাস্তব অগ্রগতি একই হওয়ায় সন্দেহ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা।

এ বিষয়ে সংসদীয় কমিটির সদস্য ও সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, “ঢাকা জোনে ১৪টি প্রকল্পের মধ্যে ০৯টি প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করা হয়নি। এছাড়া অধিকাংশ প্রকল্পের আর্থিক ও বাস্তব অগ্রগতি একই হওয়ার কথা নয়। যাদের দায়িত্ব অবহেলার কারণে প্রকল্প বাস্তবায়ন বিলম্ব হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো জবাবদিহিতা বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না এবং প্রকল্পের মেয়াদ বৃদ্ধির সাথে ব্যয় বৃদ্ধির সংশ্লিষ্টতা আছে কি না সে বিষয়ে সচিবের দৃষ্টি আকর্ষণ করেন।

তার এই বক্তব্যে একমত পোষণ করে কমিটির সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ বলেন, ঢাকা জোনের ১৪টি প্রকল্প যথাসময়ে সম্পন্ন না হওয়ার কারণ ও প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত বা বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সদস্যদের বক্তব্যের সাথে সহমত পোষণ করেন। তিনি উদ্ভূত বিরূপ পরিস্থিতি থেকে রক্ষার লক্ষ্যে কাজ শুরুর পূর্বে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও মন্ত্রণালয় কর্তৃক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্থানীয় সংসদ সদস্যের সাথে আলোচনার মাধ্যমে কার্যকর উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন। তিনি দেশের স্বার্থে সবাইকে দক্ষতা ও মনোযোগের সাথে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন। প্রকল্পের কাজ যথাসময়ে সম্পাদন করা হলে আর্থিক অপচয় যেমন রোধ হবে, তেমনিভাবে প্রকল্পের সুবিধাও মানুষ ভোগ করতে পারবে বলে তিনি অভিমত দেন।

বৈঠকে প্রকল্পের প্রাক্কলনে নকশার ত্রুটির কারণে প্রকল্প বাস্তবায়ন বিলম্ব হলে এর দায়ভার কার সে সম্পর্কে জানতে চান কমিটির সদস্য বেগম ওয়াসিকা আয়েশা খান। যাদের কারণে প্রকল্প বাস্তবায়ন বিলম্ব হচ্ছে, সেই দায়ী কর্মচারীর বিরুদ্ধে কোনো বিভাগীয় বা আইনগত সুযোগ গ্রহণের ব্যবস্থা আছে কিনা তিনি সে সম্পর্কেও জানতে চান তিনি।

ওই সভায় আইএমইডি'র সচিব আবু হেনা মোরশেদ জামান বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন প্রকল্পসমূহের যে তথ্য কার্যপত্রে প্রেরণ করা হয়েছে তার সাথে কার্যপত্রে উল্লিখিত প্রকল্পসমূহের আর্থিক ও বাস্তব অগ্রগতির মধ্যে গড়মিল আছে। করোনার মধ্যেও এ বিভাগের জাতীয় অগ্রগতির রিপোর্ট ছিল ৮৮ দশমিক ২৮ শতাংশ। যা খুবই ভালো দিক বলে তিনি উল্লেখ করেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম আশ্বস্ত করে বলেন, মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় চলমান প্রকল্পের অগ্রগতি ও গাফিলতির কারণে যে-সমস্ত প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং এ ধরনের কয়েকটি বিষয় চলামান আছে।

ঢাকা জোনের যে ১৪টি প্রকল্প নিয়ে কথা উঠেছে সেগুলো হচ্ছে-
* পাঁচদোনা ভাঙ্গা-ঘোড়াশাল জেলা মহাসড়ককে এক স্তর নীচু দিয়ে উভয় পাশে পৃথক সার্ভিস লেনসহ ৪ লেনে উন্নীতকরণ বাস্তবায়নকাল ২০১৭ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন আর্থিক অগ্রগতি দেখানো হয়েছে ৩৯ শতাংশ।

* নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হেতেমদী থেকে সাগরদী বাজার পর্যন্ত সংযোগ সড়ক নির্মান প্রকল্প ২০১৭ সালের মার্চ হতে ২০১৯ সালের জুন পর্যন্ত আর্থিক অগ্রগতি দেখানো হয়েছে ৫৫ শতাংশ।

* জিঞ্জিরা-কেরানীগঞ্জ-ননাবগঞ্জ-দোহার-শ্রীনগর মহাসড়ক উন্নয়ন (কদমতলী থেকে জনি টাওয়ার লিংকসহ) ২০১৭ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুন আর্থিক অগ্রগতি ৮৭ শতাংশ।

* লাঙ্গলবন্দ-কাইকারটেক-নবীগঞ্জ জেলা মহাসড়কের লাঙ্গলবান্দ হতে মিনার বাড়ি পর্যন্ত সড়ক প্রশস্তকরণ প্রকল্প ২০১৭ সালের ফেব্রুয়ারি হতে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত। আর্থিক অগ্রগতি ৪৬ শতাংশ।

* জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প ২০১৮ সালের জানু হতে ২০১৯ সালের জুন পর্যন্ত। আর্ধিক অগ্রগতি ৯১ শতাংশ।

* রাজউক পূর্বাচল ৩০০ ফিট মহাসড়ক হতে মাদানী এভিনিউ সিলেট মহাসড়ক পর্যন্ত সংযোগ সড়ক নির্মান ২০১৮ সালের জুলাই হতে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত আর্থিক অগ্রগতি দেখানো হয়েছে ৫৬ শতাংশ।

* ঢাকা-খুলনা মহাসড়কের যাত্রবাড়ী ইন্টারসেকশন থেকে ইকুরিয়া-বাবুবাজার লিংক সড়কসহ) মাওয়া পর্যন্ত এবং পাঁচ্চর-ভাঙ্গা অংশ ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেনসহ উন্নয়ন প্রকল্পের অসমাপ্ত কাজ সমান্তরলকরণ প্রকল্প ২০২০ সালের জুন হতে ২০২০ সালের ডিসেম্বর আর্থিক অগ্রগতি ১২ শতাংশ।

* যাত্রবাড়ী (মেয়র হানিফ ফ্লাইওভার) ডেমরা (সুলতানা কামাল সেতু) মহাসড়ক -৪ লেনে উন্নীতকরণ প্রকল্প ২০১৯ সালের জুন হতে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত আগ্রগতি ৪৬ শতাশং।

* ঢাকার কেরানীগঞ্জ থেকে মুন্সিগঞ্জের হাসাড়া পর্যন্ত জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প ২০২০ সালের জুন হতে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত। অগ্রগতি ৫ শতাংশ।

* ঢাকা মিরপুর উথলী পাটুরিয়া জাতীয় মহাসড়ক এর নবীনগর হতে নয়ারহাট ও পাটুরিয়া ঘাট এলাকা প্রশস্তকরণসহ আমিনবাজার হতে পাটুরিয়া ঘাট পর্যন্ত বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকা ডেডিকেটেড লেনসহ সার্ভিস লেন ও বাস বে নির্মাণ প্রকল্প ২০১৯ সালের জুলাই হতে ২০২২ সালের জুন পর্যন্ত অগ্রগতি ৪৫ শতাশং।

* চাষাড়া-খানপুর হাজীগঞ্জ গোদনাইল-আদমজী ইপিজেড সড়ক নির্মাণ প্রকল্প ২০১৯ সালের জুলাই ২০২১ সালের জুন পর্যন্ত আর্থিক অগ্রগতি ২ শতাংশ।

* ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার সালেহপুর ও নয়ারহাট নামক স্থানে ৩টি সেতু নির্মাণ প্রকল্প ২০১৯ সালের জুলাই হতে ২০২২ সালের জুন পর্যন্ত আর্থিক অগ্রগতি ১৯ শতাংশ।

* জরাজীর্ণ অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্ট বিদ্যমান বেইলী সেতু এবং আরসিসি সেতু প্রতিস্থাপন শীর্ষক প্রকল্প ২০২০ সালের জুন হতে ২০২২ জুন পর্যন্ত। অগ্রগতি ৩ শতাংশ।

* নারায়নগঞ্জ লিংক সড়ক (সাইনবোর্ড-চাষাড়া)-৬ লেনে উন্নীতকরণ প্রকল্প ২০২০ সালের জুন হতে ২০২২ সালের জুন পর্যন্ত অগ্রগতি ১১ শতাংশ।

এসএম/এএস

Header Ad
Header Ad

এই ফটো তোলোস কেন? আদালত চত্বরে শাহজাহান ওমর  

ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর। ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর আদাবর থানায় দায়েরকৃত রুবেল হত্যা মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলামের আদালত গ্রেফতার দেখানোর এ আদেশ দেন।

এদিন সকালে আসামিদের আদালতে হাজির করে উক্ত মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। পরে সে আবেদন মঞ্জুর করেন বিচারক।। সোয়া ৯ টার পর তাদের এজলাসে তোলা হয়। তিন জনের মধ্যে সামনে ছিলেন শাহজাহান ওমর।

এই সময় সাংবাদিকরা তাদের ছবি তুলতে গেলে। তখন শাহজাহান ওমর বলেন, ‘এই ফটো তোলোস কেন?’ পরে তাদের এজলাসে নিয়ে যাওয়া হয়।

সেখানে অনেকটাই স্বাভাবিক ছিলেন শাহজাহান ওমর। আইনজীবী-পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সময় পার করেন। কখনও হেসেছেন। আইনজীবীদের কাছে মামলার বিষয়ে খোঁজখবর নেন। জানতে চান তিনি এজাহারনামীয় আসামি কি না।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা সকাল ১১টার দিকে আদাবর থানাধীন রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এসময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় হত্যা মামলা করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

Header Ad
Header Ad

মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত : প্রেস সচিব  

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। ছবিঃ সংগৃহীত

মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত স্বৈরশাসক এবং গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, সংবাদ মাধ্যমটি (বিবিসি বাংলা) যখন শেখ হাসিনার বিষয়ে লেখে, তখন তার ভারতে পালিয়ে যাওয়ার পটভূটি বাদ দেয়। আওয়ামী লীগ সরকার পতনের পর উনি ভারতে চলে গেছেন এমন শব্দ ব্যবহার করতে তারা অধিকতর পছন্দ করে। বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা অসংখ্য শিশু হত্যা, নজিরবিহীন সহিংসতা, লুণ্ঠন, দুর্নীতি, বিচারবহির্ভূত হত্যা এবং তিন হাজারের বেশি মানুষকে গুম করে ভারতে পালিয়ে গেছেন।

তিনি লেখেন, গত সপ্তাহে শেখ হাসিনাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংস্থাটি বলছে, শেখ হাসিনা তার দীর্ঘ ১৫ বছরের শাসনামলে হত্যা এবং গুমের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বিবিসি বাংলার প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ অংশের কিছুই উল্লেখ ছিল না। তারা বিপ্লবের পরে গণগ্রেপ্তার নিয়ে কথা বলতে বেশি পছন্দ করে।

শফিকুল আলম লেখেন, কোনো গণগ্রেপ্তার হয়েছে? কতজনকে গত ছয় মাসে গ্রেপ্তার করা হয়েছে? আমরা জানতাম যে ২০২৩ সালের ২৮ অক্টোবর পুলিশ বিএনপির সমাবেশকে জোরপূর্বক ছত্রভঙ্গ করেছিল। তারপর কমপক্ষে ২৫ হাজার জনকে গ্রেপ্তার করেছিল।

প্রেস সচিব আরও লিখেছেন, মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনাকে একটি নিখুঁত প্ল্যাটফর্ম দিয়েছে। গতকাল তারা একটি সংবাদ প্রকাশ করেছে। সেখানে তারা বলেছে যে, হাসিনা নয়াদিল্লি থেকে ছাত্রদের সঙ্গে কথা বলবেন। প্রকৃতপক্ষে, এটি ‘বাংলার কসাইয়ের’ জন্য একটি নিখুঁত প্ল্যাটফর্ম! এটি কি কখনো নির্বাসিত বিএনপি নেতা তারেক রহমানকে একই রকম প্ল্যাটফর্ম দিয়েছে? হাসিনার স্বৈরশাসনের আমলে তারেক রহমান লন্ডনে কীভাবে সময় কাটাচ্ছিলেন সে সম্পর্কে লিখেছিল? এটি কি তার সাক্ষাৎকার নিয়েছিল?

Header Ad
Header Ad

কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন ও

পটুয়াখালীতে বাংলাভিশনের সাংবাদিককে কুপিয়ে জখম  

বাংলাভিশন টেলিভিশনের সাংবাদিক জহিরুল ইসলাম মিরন। ছবিঃ সংগৃহীত

বাংলাভিশন টেলিভিশনের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা প্রতিনিধি ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে বেধড়ক কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

মিরনের শরীরে অসংখ্য কোপের চিহ্ন রয়েছে। তার এক হাতের রগ কেটে দেওয়া হয়েছে, অন্য হাতের কব্জি ঝুলে গেছে। মাথা, কপাল ও পেটে গুরুতর আঘাতের ক্ষতচিহ্ন দেখা গেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুয়াকাটা পৌরসভায় নিজ বাসার সামনে সশস্ত্র দুর্বৃত্তরা এ হামলা চালায়।

মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মিরনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মিরনের পরিবার জানায়, তিনি ঢাকা থেকে রাতে কুয়াকাটা ফিরেছিলেন। কুয়াকাটা বাসস্ট্যান্ড থেকে বাসায় ফেরার পথে বাসার সামনে পৌঁছামাত্র দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করে। চিৎকার দিয়ে মিরন মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

মিরনের শরীরে অসংখ্য কোপের চিহ্ন রয়েছে। এক হাতে রগ কেটে দেয়া হয়েছে, অন্য হাতের কব্জি ঝুলে গেছে। মাথা, কপাল ও পেটে গুরুতর আঘাতের ক্ষতচিহ্ন দেখা গেছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এই ফটো তোলোস কেন? আদালত চত্বরে শাহজাহান ওমর  
মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত : প্রেস সচিব  
পটুয়াখালীতে বাংলাভিশনের সাংবাদিককে কুপিয়ে জখম  
উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য তেল বিক্রি বন্ধ
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ  
শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা হাসনাত আবদুল্লাহর  
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ    
সুইডেনে স্কুলে বন্দুক হামলা নিহত ১০ জন  
বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেফতার  
জাবিতে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের ঘোষণা  
মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়েছে, আওয়ামী লীগও বিলুপ্ত হবে : সলিমুল্লাহ খান
ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বীসহ ৮ বুয়েট শিক্ষার্থী আজীবন বহিষ্কার  
জীবননগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক
নগদের সাবেক চেয়ারম্যান-এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে ৬৪৫ কোটি টাকা জালিয়াতির মামলা
৮ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে নতুন মার্কিন ভিসা আবেদন প্রক্রিয়া
ক্যাম্পাসের মসজিদে কোরআন পুড়িয়েছে রাবি ছাত্র, জানা গেল পরিচয়
মার্কিন ভিসার জন্য প্রার্থনা করতে মন্দিরে ভিড় ভারতীয়দের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুরআন পোড়ানোর ঘটনায় মূল সন্দেহভাজন আটক
পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট ইস্যু ও নবায়ন
বৃহস্পতিবার থেকে রাজধানীতে ২১ কোম্পানির বাস চলবে টিকিট-কাউন্টার ভিত্তিতে