বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ঢাকা জোনের সড়কের কাজে অব্যবস্থাপনা, কমিটির ক্ষোভ

সরকারি প্রকল্পে কাজের মন্থরগতি দেখে ক্ষুব্ধ সংসদীয় কমিটি। কার অবহেলায় প্রকল্পগুলো আগাচ্ছে না তাদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন সংসদীয় কমিটির সদস্যরা। সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কয়েকটি প্রকল্প নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি। সেখানে উল্লেখ করা হয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মোট ৫৪টি প্রকল্প রয়েছে। তারমধ্যে ২৫ শতাংশের নিচে অগ্রগতি আছে ১৭টি প্রকল্পের, ৫০ শতাংশের নিচে অগ্রগতি আছে ৭ টি এবং ৫১ শতাংশ থেকে ১০০ শতাংশের মধ্যে অগ্রগতি আছে ৩০টি। তবে ঢাকা জোনের ১৪টি প্রকল্পের মধ্যে ৫টির অগ্রগতি ২৫ শতাংশের নিচে আর ৫০ শতাংশের নিচে অগ্রগতি দেখানো হয়েছে ৩টি প্রকল্পের। তার মধ্যে দুটি প্রকল্পের অগ্রগতি মাত্র ৫ শতাংশ। ঢাকা জোনের ১৪টি প্রকল্পের মধ্যে ৯টির মেয়াদ শেষ হয়েছে গত বছর। তবে এসব প্রকল্পের আর্থিক অগ্রগতি কোনটার ২ শতাংশ, কোনটার ৫৬ শতাংশ, কোনটার ৮৭ শতাংশ আবার কোনটার ৯১ শতাংশ। অধিকাংশ প্রকল্পের আর্থিক ও বাস্তব অগ্রগতি একই হওয়ায় সন্দেহ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা।

এ বিষয়ে সংসদীয় কমিটির সদস্য ও সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, “ঢাকা জোনে ১৪টি প্রকল্পের মধ্যে ০৯টি প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করা হয়নি। এছাড়া অধিকাংশ প্রকল্পের আর্থিক ও বাস্তব অগ্রগতি একই হওয়ার কথা নয়। যাদের দায়িত্ব অবহেলার কারণে প্রকল্প বাস্তবায়ন বিলম্ব হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো জবাবদিহিতা বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না এবং প্রকল্পের মেয়াদ বৃদ্ধির সাথে ব্যয় বৃদ্ধির সংশ্লিষ্টতা আছে কি না সে বিষয়ে সচিবের দৃষ্টি আকর্ষণ করেন।

তার এই বক্তব্যে একমত পোষণ করে কমিটির সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ বলেন, ঢাকা জোনের ১৪টি প্রকল্প যথাসময়ে সম্পন্ন না হওয়ার কারণ ও প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত বা বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সদস্যদের বক্তব্যের সাথে সহমত পোষণ করেন। তিনি উদ্ভূত বিরূপ পরিস্থিতি থেকে রক্ষার লক্ষ্যে কাজ শুরুর পূর্বে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও মন্ত্রণালয় কর্তৃক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্থানীয় সংসদ সদস্যের সাথে আলোচনার মাধ্যমে কার্যকর উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন। তিনি দেশের স্বার্থে সবাইকে দক্ষতা ও মনোযোগের সাথে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন। প্রকল্পের কাজ যথাসময়ে সম্পাদন করা হলে আর্থিক অপচয় যেমন রোধ হবে, তেমনিভাবে প্রকল্পের সুবিধাও মানুষ ভোগ করতে পারবে বলে তিনি অভিমত দেন।

বৈঠকে প্রকল্পের প্রাক্কলনে নকশার ত্রুটির কারণে প্রকল্প বাস্তবায়ন বিলম্ব হলে এর দায়ভার কার সে সম্পর্কে জানতে চান কমিটির সদস্য বেগম ওয়াসিকা আয়েশা খান। যাদের কারণে প্রকল্প বাস্তবায়ন বিলম্ব হচ্ছে, সেই দায়ী কর্মচারীর বিরুদ্ধে কোনো বিভাগীয় বা আইনগত সুযোগ গ্রহণের ব্যবস্থা আছে কিনা তিনি সে সম্পর্কেও জানতে চান তিনি।

ওই সভায় আইএমইডি'র সচিব আবু হেনা মোরশেদ জামান বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন প্রকল্পসমূহের যে তথ্য কার্যপত্রে প্রেরণ করা হয়েছে তার সাথে কার্যপত্রে উল্লিখিত প্রকল্পসমূহের আর্থিক ও বাস্তব অগ্রগতির মধ্যে গড়মিল আছে। করোনার মধ্যেও এ বিভাগের জাতীয় অগ্রগতির রিপোর্ট ছিল ৮৮ দশমিক ২৮ শতাংশ। যা খুবই ভালো দিক বলে তিনি উল্লেখ করেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম আশ্বস্ত করে বলেন, মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় চলমান প্রকল্পের অগ্রগতি ও গাফিলতির কারণে যে-সমস্ত প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং এ ধরনের কয়েকটি বিষয় চলামান আছে।

ঢাকা জোনের যে ১৪টি প্রকল্প নিয়ে কথা উঠেছে সেগুলো হচ্ছে-
* পাঁচদোনা ভাঙ্গা-ঘোড়াশাল জেলা মহাসড়ককে এক স্তর নীচু দিয়ে উভয় পাশে পৃথক সার্ভিস লেনসহ ৪ লেনে উন্নীতকরণ বাস্তবায়নকাল ২০১৭ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন আর্থিক অগ্রগতি দেখানো হয়েছে ৩৯ শতাংশ।

* নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হেতেমদী থেকে সাগরদী বাজার পর্যন্ত সংযোগ সড়ক নির্মান প্রকল্প ২০১৭ সালের মার্চ হতে ২০১৯ সালের জুন পর্যন্ত আর্থিক অগ্রগতি দেখানো হয়েছে ৫৫ শতাংশ।

* জিঞ্জিরা-কেরানীগঞ্জ-ননাবগঞ্জ-দোহার-শ্রীনগর মহাসড়ক উন্নয়ন (কদমতলী থেকে জনি টাওয়ার লিংকসহ) ২০১৭ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুন আর্থিক অগ্রগতি ৮৭ শতাংশ।

* লাঙ্গলবন্দ-কাইকারটেক-নবীগঞ্জ জেলা মহাসড়কের লাঙ্গলবান্দ হতে মিনার বাড়ি পর্যন্ত সড়ক প্রশস্তকরণ প্রকল্প ২০১৭ সালের ফেব্রুয়ারি হতে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত। আর্থিক অগ্রগতি ৪৬ শতাংশ।

* জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প ২০১৮ সালের জানু হতে ২০১৯ সালের জুন পর্যন্ত। আর্ধিক অগ্রগতি ৯১ শতাংশ।

* রাজউক পূর্বাচল ৩০০ ফিট মহাসড়ক হতে মাদানী এভিনিউ সিলেট মহাসড়ক পর্যন্ত সংযোগ সড়ক নির্মান ২০১৮ সালের জুলাই হতে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত আর্থিক অগ্রগতি দেখানো হয়েছে ৫৬ শতাংশ।

* ঢাকা-খুলনা মহাসড়কের যাত্রবাড়ী ইন্টারসেকশন থেকে ইকুরিয়া-বাবুবাজার লিংক সড়কসহ) মাওয়া পর্যন্ত এবং পাঁচ্চর-ভাঙ্গা অংশ ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেনসহ উন্নয়ন প্রকল্পের অসমাপ্ত কাজ সমান্তরলকরণ প্রকল্প ২০২০ সালের জুন হতে ২০২০ সালের ডিসেম্বর আর্থিক অগ্রগতি ১২ শতাংশ।

* যাত্রবাড়ী (মেয়র হানিফ ফ্লাইওভার) ডেমরা (সুলতানা কামাল সেতু) মহাসড়ক -৪ লেনে উন্নীতকরণ প্রকল্প ২০১৯ সালের জুন হতে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত আগ্রগতি ৪৬ শতাশং।

* ঢাকার কেরানীগঞ্জ থেকে মুন্সিগঞ্জের হাসাড়া পর্যন্ত জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প ২০২০ সালের জুন হতে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত। অগ্রগতি ৫ শতাংশ।

* ঢাকা মিরপুর উথলী পাটুরিয়া জাতীয় মহাসড়ক এর নবীনগর হতে নয়ারহাট ও পাটুরিয়া ঘাট এলাকা প্রশস্তকরণসহ আমিনবাজার হতে পাটুরিয়া ঘাট পর্যন্ত বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকা ডেডিকেটেড লেনসহ সার্ভিস লেন ও বাস বে নির্মাণ প্রকল্প ২০১৯ সালের জুলাই হতে ২০২২ সালের জুন পর্যন্ত অগ্রগতি ৪৫ শতাশং।

* চাষাড়া-খানপুর হাজীগঞ্জ গোদনাইল-আদমজী ইপিজেড সড়ক নির্মাণ প্রকল্প ২০১৯ সালের জুলাই ২০২১ সালের জুন পর্যন্ত আর্থিক অগ্রগতি ২ শতাংশ।

* ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার সালেহপুর ও নয়ারহাট নামক স্থানে ৩টি সেতু নির্মাণ প্রকল্প ২০১৯ সালের জুলাই হতে ২০২২ সালের জুন পর্যন্ত আর্থিক অগ্রগতি ১৯ শতাংশ।

* জরাজীর্ণ অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্ট বিদ্যমান বেইলী সেতু এবং আরসিসি সেতু প্রতিস্থাপন শীর্ষক প্রকল্প ২০২০ সালের জুন হতে ২০২২ জুন পর্যন্ত। অগ্রগতি ৩ শতাংশ।

* নারায়নগঞ্জ লিংক সড়ক (সাইনবোর্ড-চাষাড়া)-৬ লেনে উন্নীতকরণ প্রকল্প ২০২০ সালের জুন হতে ২০২২ সালের জুন পর্যন্ত অগ্রগতি ১১ শতাংশ।

এসএম/এএস

Header Ad

খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন মাহফুজ-আসিফ-নাহিদ

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেছেন উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে তাদের এ কুশল বিনিময় হয়।

সেনাকুঞ্জে খালেদা জিয়া পৌঁছালে উপস্থিত সবাই তাকে স্বাগত জানান। অনুষ্ঠানের এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক ও সরকারের উপদেষ্টা তার পাশে এসে দাঁড়ান এবং শারীরিক খোঁজখবর নেন। এ সময় খালেদা জিয়া তাদের অভিনন্দন জানান এবং দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।

এ সময় এই ৩ উপদেষ্টা বিএনপি চেয়ারপারসনের কাছে দোয়া চান এবং সরকারের সংস্কার কাজে তার সর্বাত্মক সহযোগিতা চান।

এদিকে সেনাকুঞ্জে গেলে খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া এখানে এসেছেন। একযুগ তিনি আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনার আশু রোগমুক্তি কামনা করছি।

Header Ad

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আজকেও ছিল এক লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। শুক্রবার (২২ নভেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫৮৬ টাকায়।

এর আগে, সবশেষ গত ১৯ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় টানা চার দফা কমার পর ভরিতে ২ হাজার ৯৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩১ হাজার ১৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১২ হাজার ৪৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯২ হাজার ২৮৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছে গত ২০ নভেম্বর থেকে।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৫১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ৩০ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ২১ বার।

Header Ad

‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন। কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব তিনি। কথা বলেন নানা ইস্যু নিয়ে। সেই ধারাবাহিকতায় সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার গঠনেও বিভিন্ন সময় নিজের আকাঙ্ক্ষা, প্রত্যাশার কথা জানিয়েছেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যেও বিভিন্ন বার্তা দিয়েছেন। এবার এমনি একটি বার্তায় দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি জনগনের আস্থার বিষয়ে আক্ষেপ জানালেন এই নির্মাতা।

বুধবার (২০ নভেম্বর) আশফাক নিপুন তার ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, জুলাই গণ-অভ্যুত্থানে সর্বস্তরের ছাত্র এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল, বাসায় বসে বসে দোয়া করেছিল, যার যা সামর্থ্য দিয়ে সহায়তা করেছিল। কারণ, তারা দেখেছিল লড়াইটা আওয়ামী ফ্যাসিস্ট শাসক বনাম সাধারণ ছাত্র-জনতার। এটাও অস্বীকার করার কোনো উপায় নাই যে এই আন্দোলন বেগবান করতে বিরোধী সকল দলের কর্মীদের ভূমিকা অনস্বীকার্য। তাদের সংগ্রামও গত দেড় দশকের। কিন্তু এটা যদি শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যকার লড়াই হতো তাহলে সাধারণ মানুষ এই লড়াই থেকে দূরে থাকত। সেই প্রমাণ বিগত ১৫ বছরে আছে।

‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’

কারণ হিসেবে তিনি বলেন, দেশের সাধারণ মানুষ এখনো দেশের কোনো রাজনৈতিক দলকেই পুরোপুরি বিশ্বাস করতে পারে না। এটাই বাস্তবতা। এই বাস্তবতা মেনে সকল রাজনৈতিক দলগুলোর উচিত কীভাবে সাধারণ জনগণের ভেতর নিজের দলের প্রতি আস্থা তৈরি করা যায় সেই বিষয়ে নিরলস কাজ করা। এই আস্থা ক্ষমতায় গিয়ে অর্জন করা সম্ভব না। কারণ, সাধারণ মানুষ আজীবন এস্টাবলিশমেন্টের বিপক্ষে। এই আস্থা অর্জন করতে হয় ক্ষমতা বলয়ের বাইরে থেকেই।

নিপুন আরও লিখেন, অরাজনৈতিক সরকার দিয়ে দীর্ঘদিন দেশ চালানো যেমন কাজের কথা না ঠিক তেমনি রাজনৈতিক সরকার হতে চাওয়া সকল রাজনৈতিক দলগুলোর বোঝা উচিত মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে সকল প্রকার পূর্বানুমান (যেমন- বর্ষাকালে আন্দোলন হয় না, নির্বাচনের আগেই কেবল জোরেশোরে আন্দোলন হয়, ঘোষণা দিয়ে বিরোধী সকল পক্ষ আন্দোলনে শামিল না হলে সফল হয় না) অগ্রাহ্য করেই। সেটা সম্ভব হয়েছে সাধারণ মানুষের ন্যায্যতার আকাঙ্ক্ষা থেকেই।

সবশেষ এই নির্মাতা লিখেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সাধারণ মানুষের এই আকাঙ্ক্ষার দুই পয়সার দাম দেন নাই। সাধারণ মানুষের এই আকাঙ্ক্ষা, ইচ্ছা আর দেশপ্রেমকে পুঁজি করে অরাজনৈতিক এবং রাজনৈতিক যারাই রাজনীতি রাজনীতি খেলতে চাইবে, তাদের দশাও কোন একসময় যেন পলাতক শেখ হাসিনার মতো না হয়, সেই বিষয় নিশ্চিত করতে হবে তাদেরকেই।

Header Ad

সর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন মাহফুজ-আসিফ-নাহিদ
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’
‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা
নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু
২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ৫ জনকে রোবটিক হাত উপহার
সেনাকুঞ্জের পথে খালেদা জিয়া
সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে মামলায় লড়ব: জেড আই খান পান্না
নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন
ডিএনএ টেস্টের ফলাফল: ভিনিসিয়ুসের পূর্বপুরুষ ছিলেন ক্যামেরুনের
জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা সেই শাহজাহান ওমর গ্রেপ্তার
মিরপুর ও মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া
‘শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী’, এমন কথা বলেননি ট্রাম্প
লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ২৪ বাংলাদেশি কিশোর-কিশোরী
ঢাকার বিভিন্ন পয়েন্টে অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ
গাজায় ইসরায়েলের হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত