বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ | ২৭ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ঢাকা জোনের সড়কের কাজে অব্যবস্থাপনা, কমিটির ক্ষোভ

সরকারি প্রকল্পে কাজের মন্থরগতি দেখে ক্ষুব্ধ সংসদীয় কমিটি। কার অবহেলায় প্রকল্পগুলো আগাচ্ছে না তাদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন সংসদীয় কমিটির সদস্যরা। সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কয়েকটি প্রকল্প নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি। সেখানে উল্লেখ করা হয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মোট ৫৪টি প্রকল্প রয়েছে। তারমধ্যে ২৫ শতাংশের নিচে অগ্রগতি আছে ১৭টি প্রকল্পের, ৫০ শতাংশের নিচে অগ্রগতি আছে ৭ টি এবং ৫১ শতাংশ থেকে ১০০ শতাংশের মধ্যে অগ্রগতি আছে ৩০টি। তবে ঢাকা জোনের ১৪টি প্রকল্পের মধ্যে ৫টির অগ্রগতি ২৫ শতাংশের নিচে আর ৫০ শতাংশের নিচে অগ্রগতি দেখানো হয়েছে ৩টি প্রকল্পের। তার মধ্যে দুটি প্রকল্পের অগ্রগতি মাত্র ৫ শতাংশ। ঢাকা জোনের ১৪টি প্রকল্পের মধ্যে ৯টির মেয়াদ শেষ হয়েছে গত বছর। তবে এসব প্রকল্পের আর্থিক অগ্রগতি কোনটার ২ শতাংশ, কোনটার ৫৬ শতাংশ, কোনটার ৮৭ শতাংশ আবার কোনটার ৯১ শতাংশ। অধিকাংশ প্রকল্পের আর্থিক ও বাস্তব অগ্রগতি একই হওয়ায় সন্দেহ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা।

এ বিষয়ে সংসদীয় কমিটির সদস্য ও সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, “ঢাকা জোনে ১৪টি প্রকল্পের মধ্যে ০৯টি প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করা হয়নি। এছাড়া অধিকাংশ প্রকল্পের আর্থিক ও বাস্তব অগ্রগতি একই হওয়ার কথা নয়। যাদের দায়িত্ব অবহেলার কারণে প্রকল্প বাস্তবায়ন বিলম্ব হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো জবাবদিহিতা বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না এবং প্রকল্পের মেয়াদ বৃদ্ধির সাথে ব্যয় বৃদ্ধির সংশ্লিষ্টতা আছে কি না সে বিষয়ে সচিবের দৃষ্টি আকর্ষণ করেন।

তার এই বক্তব্যে একমত পোষণ করে কমিটির সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ বলেন, ঢাকা জোনের ১৪টি প্রকল্প যথাসময়ে সম্পন্ন না হওয়ার কারণ ও প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত বা বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সদস্যদের বক্তব্যের সাথে সহমত পোষণ করেন। তিনি উদ্ভূত বিরূপ পরিস্থিতি থেকে রক্ষার লক্ষ্যে কাজ শুরুর পূর্বে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও মন্ত্রণালয় কর্তৃক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্থানীয় সংসদ সদস্যের সাথে আলোচনার মাধ্যমে কার্যকর উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন। তিনি দেশের স্বার্থে সবাইকে দক্ষতা ও মনোযোগের সাথে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন। প্রকল্পের কাজ যথাসময়ে সম্পাদন করা হলে আর্থিক অপচয় যেমন রোধ হবে, তেমনিভাবে প্রকল্পের সুবিধাও মানুষ ভোগ করতে পারবে বলে তিনি অভিমত দেন।

বৈঠকে প্রকল্পের প্রাক্কলনে নকশার ত্রুটির কারণে প্রকল্প বাস্তবায়ন বিলম্ব হলে এর দায়ভার কার সে সম্পর্কে জানতে চান কমিটির সদস্য বেগম ওয়াসিকা আয়েশা খান। যাদের কারণে প্রকল্প বাস্তবায়ন বিলম্ব হচ্ছে, সেই দায়ী কর্মচারীর বিরুদ্ধে কোনো বিভাগীয় বা আইনগত সুযোগ গ্রহণের ব্যবস্থা আছে কিনা তিনি সে সম্পর্কেও জানতে চান তিনি।

ওই সভায় আইএমইডি'র সচিব আবু হেনা মোরশেদ জামান বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন প্রকল্পসমূহের যে তথ্য কার্যপত্রে প্রেরণ করা হয়েছে তার সাথে কার্যপত্রে উল্লিখিত প্রকল্পসমূহের আর্থিক ও বাস্তব অগ্রগতির মধ্যে গড়মিল আছে। করোনার মধ্যেও এ বিভাগের জাতীয় অগ্রগতির রিপোর্ট ছিল ৮৮ দশমিক ২৮ শতাংশ। যা খুবই ভালো দিক বলে তিনি উল্লেখ করেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম আশ্বস্ত করে বলেন, মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় চলমান প্রকল্পের অগ্রগতি ও গাফিলতির কারণে যে-সমস্ত প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং এ ধরনের কয়েকটি বিষয় চলামান আছে।

ঢাকা জোনের যে ১৪টি প্রকল্প নিয়ে কথা উঠেছে সেগুলো হচ্ছে-
* পাঁচদোনা ভাঙ্গা-ঘোড়াশাল জেলা মহাসড়ককে এক স্তর নীচু দিয়ে উভয় পাশে পৃথক সার্ভিস লেনসহ ৪ লেনে উন্নীতকরণ বাস্তবায়নকাল ২০১৭ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন আর্থিক অগ্রগতি দেখানো হয়েছে ৩৯ শতাংশ।

* নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হেতেমদী থেকে সাগরদী বাজার পর্যন্ত সংযোগ সড়ক নির্মান প্রকল্প ২০১৭ সালের মার্চ হতে ২০১৯ সালের জুন পর্যন্ত আর্থিক অগ্রগতি দেখানো হয়েছে ৫৫ শতাংশ।

* জিঞ্জিরা-কেরানীগঞ্জ-ননাবগঞ্জ-দোহার-শ্রীনগর মহাসড়ক উন্নয়ন (কদমতলী থেকে জনি টাওয়ার লিংকসহ) ২০১৭ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুন আর্থিক অগ্রগতি ৮৭ শতাংশ।

* লাঙ্গলবন্দ-কাইকারটেক-নবীগঞ্জ জেলা মহাসড়কের লাঙ্গলবান্দ হতে মিনার বাড়ি পর্যন্ত সড়ক প্রশস্তকরণ প্রকল্প ২০১৭ সালের ফেব্রুয়ারি হতে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত। আর্থিক অগ্রগতি ৪৬ শতাংশ।

* জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প ২০১৮ সালের জানু হতে ২০১৯ সালের জুন পর্যন্ত। আর্ধিক অগ্রগতি ৯১ শতাংশ।

* রাজউক পূর্বাচল ৩০০ ফিট মহাসড়ক হতে মাদানী এভিনিউ সিলেট মহাসড়ক পর্যন্ত সংযোগ সড়ক নির্মান ২০১৮ সালের জুলাই হতে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত আর্থিক অগ্রগতি দেখানো হয়েছে ৫৬ শতাংশ।

* ঢাকা-খুলনা মহাসড়কের যাত্রবাড়ী ইন্টারসেকশন থেকে ইকুরিয়া-বাবুবাজার লিংক সড়কসহ) মাওয়া পর্যন্ত এবং পাঁচ্চর-ভাঙ্গা অংশ ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেনসহ উন্নয়ন প্রকল্পের অসমাপ্ত কাজ সমান্তরলকরণ প্রকল্প ২০২০ সালের জুন হতে ২০২০ সালের ডিসেম্বর আর্থিক অগ্রগতি ১২ শতাংশ।

* যাত্রবাড়ী (মেয়র হানিফ ফ্লাইওভার) ডেমরা (সুলতানা কামাল সেতু) মহাসড়ক -৪ লেনে উন্নীতকরণ প্রকল্প ২০১৯ সালের জুন হতে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত আগ্রগতি ৪৬ শতাশং।

* ঢাকার কেরানীগঞ্জ থেকে মুন্সিগঞ্জের হাসাড়া পর্যন্ত জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প ২০২০ সালের জুন হতে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত। অগ্রগতি ৫ শতাংশ।

* ঢাকা মিরপুর উথলী পাটুরিয়া জাতীয় মহাসড়ক এর নবীনগর হতে নয়ারহাট ও পাটুরিয়া ঘাট এলাকা প্রশস্তকরণসহ আমিনবাজার হতে পাটুরিয়া ঘাট পর্যন্ত বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকা ডেডিকেটেড লেনসহ সার্ভিস লেন ও বাস বে নির্মাণ প্রকল্প ২০১৯ সালের জুলাই হতে ২০২২ সালের জুন পর্যন্ত অগ্রগতি ৪৫ শতাশং।

* চাষাড়া-খানপুর হাজীগঞ্জ গোদনাইল-আদমজী ইপিজেড সড়ক নির্মাণ প্রকল্প ২০১৯ সালের জুলাই ২০২১ সালের জুন পর্যন্ত আর্থিক অগ্রগতি ২ শতাংশ।

* ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার সালেহপুর ও নয়ারহাট নামক স্থানে ৩টি সেতু নির্মাণ প্রকল্প ২০১৯ সালের জুলাই হতে ২০২২ সালের জুন পর্যন্ত আর্থিক অগ্রগতি ১৯ শতাংশ।

* জরাজীর্ণ অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্ট বিদ্যমান বেইলী সেতু এবং আরসিসি সেতু প্রতিস্থাপন শীর্ষক প্রকল্প ২০২০ সালের জুন হতে ২০২২ জুন পর্যন্ত। অগ্রগতি ৩ শতাংশ।

* নারায়নগঞ্জ লিংক সড়ক (সাইনবোর্ড-চাষাড়া)-৬ লেনে উন্নীতকরণ প্রকল্প ২০২০ সালের জুন হতে ২০২২ সালের জুন পর্যন্ত অগ্রগতি ১১ শতাংশ।

এসএম/এএস

Header Ad
Header Ad

জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস (ভিডিও)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর হামলার মতো এমন অপকর্মের সাহস পেত না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে ইসরায়েলি হামলার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপির আয়োজিত র‌্যালিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ইসরায়েল কেবল ফিলিস্তিন নয়, সারা বিশ্বের মুসলমানদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে। একে যদি এখনই প্রতিহত করা না যায়, তাহলে একে একে সব মুসলিম রাষ্ট্রকে তারা ধ্বংস করবে। পার্শ্ববর্তী দেশগুলোতেও মুসলমানদের ওপর নিপীড়ন বাড়ছে, আমরাও তা প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছি।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিবাদ দেখা যায়নি। এমনকি সুশীল সমাজ থেকেও কোনো প্রতিক্রিয়া আসেনি, যা অত্যন্ত হতাশাজনক।

তিনি বলেন, বিএনপি সবসময় মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আমরা মুসলমান, আমরা মানবিক—এই ন্যূনতম দায়বদ্ধতা থেকেও ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো উচিত।

এসময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপি সবসময় ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে। ফিলিস্তিন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের এখনও আলাপ পাইনি। অনেক সুশীল রয়েছে, তাদের সাড়া মিলছে না।’

মুসলিম বিশ্বের দ্বিধাবিভক্তির কারণে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চলছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘ভারতের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গেও রয়েছে।’

বিএনপির ক্ষমতায় যাওয়া ঠেকাতে সবাই ব্যস্ত, কিন্তু ফিলিস্তিনের পক্ষে ব্যস্ত নয় বলে মন্তব্য করেন গয়েশ্বর।

Header Ad
Header Ad

নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ১০জন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দননগর এলাকার বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন - বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকার মৃত ওছির আলীর ছেলে শরিফুল ইসলাম (৫৫) এবং একই এলাকার মৃত আফসের আলীর ছেলে আজিজুল হক (৫৫)।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম ও লালচানের বুধরিয়া এলাকায় পাশাপাশি জমি রয়েছে। সাইফুল ইসলামের বাবা তাদের জায়গাতে গাছ লাগালে জমিজমা মাপজোক করে গাছটি লালচানদের মধ্যে পড়ে। গাছ সাইফুলের বাবা লাগানোর সুবাদে উভয়পক্ষের সম্মতিতে সাইফুল গতকাল বুধবার মেহগনি গাছ কাটলে উভয়পক্ষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। আজ সকালে সাইফুল ইসলামকে দেখতে পেয়ে লালচান তার অংশ বেড়া দিয়ে ঘিরে নিতে বললে সাইফুল ব্যস্ত আছে জানালে লালচান, কাশেম হাজীসহ ২০-২২ জন রামদা, কুড়াল, হাসুয়া দিয়ে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলামের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয় আরও ৮-১০ জন। আহতদের মধ্যে আজিজুল ইসলামকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Header Ad
Header Ad

বাংলাদেশ রেলওয়ের দুই কর্মকর্তাকে পদায়ন ও বদলি

আহম্মদ হোসেন মাসুম (বামে) এবং মো. আসাদুল হক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের দুই কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে রেলপথ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১০ এপ্রিল) মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের প্রশাসন-৫ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব কামরুল হাসান।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক (পশ্চিম) আহম্মদ হোসেন মাসুমকে পদায়ন করা হয়েছে রেলওয়ে (পশ্চিম)-এর প্রধান প্রকৌশলী হিসেবে। অন্যদিকে প্রধান প্রকৌশলী (পশ্চিম) মো. আসাদুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ রেলওয়ের যুগ্ম-মহাপরিচালক (প্রকৌশল) হিসেবে।

এছাড়া প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আহম্মদ হোসেন মাসুম রেলপথ মন্ত্রণালয়ের উন্নয়ন-২ শাখার ২০ নভেম্বর ২০২৪ সালের প্রজ্ঞাপন অনুযায়ী খুলনা থেকে মংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ (তৃতীয় সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালকের অতিরিক্ত দায়িত্বে যেভাবে নিযুক্ত ছিলেন, সেই দায়িত্ব আগের মতোই বহাল থাকবে।

একইভাবে, মো. আসাদুল হকও রেলপথ মন্ত্রণালয়ের পূর্ববর্তী ২৪ জানুয়ারি ২০২৩ সালের প্রজ্ঞাপন অনুযায়ী মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন, সেটিও বহাল থাকবে।

জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস (ভিডিও)
নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
বাংলাদেশ রেলওয়ের দুই কর্মকর্তাকে পদায়ন ও বদলি
২০ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি
কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে চিঠি
সিলেটে থানায় লালগালিচা দেখে ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা
দিল্লিতে লিঙ্গ পরিবর্তনের চিকিৎসা নিতে এসে গ্রেপ্তার ৫ বাংলাদেশি
রবিবার ৩ জেলায় সাধারণ ছুটি, সবমিলিয়ে টানা ৪ দিনের অবকাশ
এসএসসির ফল ৬০ দিনে প্রকাশের চেষ্টা করা হবে: শিক্ষা উপদেষ্টা
পূর্বাচলে প্লট দুর্নীতি: শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
যমুনা নদী বাঁধ দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে কারাদন্ড
ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় ৪ বাংলাদেশি পণ্যবাহী ট্রাক পেট্রাপোল বন্দর থেকে ফেরত
মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে অসুস্থ হয়ে বাবার মৃত্যু, পরীক্ষার হলে মেয়ে জানে না মৃত্যুর খবর
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নয়, ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ নাম চায় ইসলামী আন্দোলন
৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সন্ত্রাসী সাজ্জাদকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ছাড়াতে চাওয়া স্ত্রী তামান্না
নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীসহ মেয়ের মৃত্যু
ভারতের মত অন্য কোনও দেশ বাংলাদেশের এতটা মঙ্গল চায় না: জয়শঙ্কর
মেসির জোড়া গোলে সেমিফাইনালে ইন্টার মায়ামি
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স
গাজায় গণহত্যার প্রতিবাদে আজ বিএনপির র‌্যালি, রাজধানীতে ব্যাপক প্রস্তুতি