বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ | ২৭ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

যুবদলে অনিশ্চিয়তা

পূর্ণাঙ্গ নাকি নতুন কমিটি

রাজপথ আন্দোলন-সংগ্রামের ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর পরিবর্তে ‘মাইম্যান’ বলয় তৈরিতে সময় অতিবাহিত করছে যুবদল। সংগঠন গোছাতে নেতৃত্ব নির্বাচন সংগঠনটির ‘পকেট’ কমিটিতে পরিণত। আঞ্চলিকতার ‘ইজম’ তৈরিতে সভাপতি-সাধারণ সম্পাদক উভয় নেতা যতটা সক্রিয় সংগঠনের কার্যক্রম উত্তোরণে ততটাই নিষ্ক্রিয়। কেন্দ্রীয় কমিটি কবে কখন পূর্ণাঙ্গ হবে নাকি নতুন কমিটি হবে সে ব্যাপারে কিছুই জানেন না সংগঠনটির শীর্ষ নেতৃত্ব। তাদের ভাষ্য-মাঠে কমিটি গঠন ঘিরে আলোচনা আছে, কিন্তু বিএনপির হাইকমান্ড থেকে এখনো সুনিদিষ্ট কোনো বার্তা নেই। তাই কমিটি হচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্র মতে, যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনে রাজী নয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেজন্য সাবেক ছাত্র-নেতাদের অগ্রাধিকার দিয়ে যোগ্য, ত্যাগীদের সমন্বয় করে যুবদলের কমিটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে সংগঠনটির স্বার্থে সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে বাদ দেওয়ার মতো সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

২০১৭ সালে ১৬ জানুয়ারি খালেদা জিয়ার নির্দেশনায় প্রেস বিজ্ঞপ্তি সাইফুল আলম নিরবকে সভাপতি ও সুলতান সালাহউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক ঘোষণা করে (০৩) বছরের জন্য ‘সুপার-ফাইভ’ কমিটির অনুমোদন হয়। কমিটির অন্য সদস্যরা ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোর্ত্তাজুল করিম বাদরু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান।

এদিকে যুবদলের বর্তমান কমিটির নেতারা নির্ধারিত তিন বছরের জায়গায় পাঁচ বছর অতিক্রম করছেন। কিন্তু কমিটির মেয়াদ শেষ হওয়ার একমাস পূর্বে ২০১৯ সালের ডিসেম্বর মাসে ২৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি দলীয় ফোরামে জমা দেন। কিন্তু যাচাই-বাছাই করে কমিটির মেয়াদ শেষ হওয়ার পর ২০২০ সালে ৭ ফেব্রুয়ারি ১৪৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা হয়। ১১ ফেব্রুয়ারি ১১টি সাংগঠনিক টিম গঠন করেছে। তবে পূর্ণাঙ্গ কমিটির মুখ দেখেনি যুবদল।

অভিযোগ রয়েছে, ছাত্রদলের সভাপতি থাকাবস্থায় গড়ে তোলা ‘নিজস্ব বলয়’ থেকে ছাত্র-নেতাদের যুবদলে নিয়ে আসতে চাচ্ছেন টুকু। তিনি বড় ভাই আব্দুস সালাম পিন্টুর রাজনৈতিক অর্জনকে পুঁজি বানিয়ে পদ ধরে রেখেছেন। আর যুবদলের সাধারণ সম্পাদক থাকাবস্থায় যে ‘নিজস্ব বলয়’ গড়ে তুলে ছিল তাদেরকে কমিটিতে নিয়ে আসতে চাচ্ছেন নিবর। যদিও ইতোমধ্যে আংশিক কমিটিতে তার বলয়ের অধিকাংশ নেতাদের অন্তর্ভূক্ত করেছেন। তারপরও তিনি সভাপতির পদ ধরে রাখতে চাচ্ছেন পূর্ণাঙ্গ কমিটি। দলে তার রাজনীতির মূলশক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের সঙ্গে ঘনিষ্টসম্পর্কতা। অপরদিকে টুকু সভাপতির পদে যেতে চাচ্ছেন নতুন কমিটি। পূর্ণাঙ্গ ও নতুন কমিটি এই দুইয়ে আটকে রয়েছে যুবদলের ভবিষ্যত নেতৃত্ব। আর কমিটি গঠন বিলম্ব হওয়ায় দিনদিন বাণিজ্যিক দোকান হয়ে উঠছে যুবদল।

যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ঢাকাপ্রকাশকে বলেন, ‘কমিটি পূর্ণাঙ্গ হবে নাকি নতুন করে কমিটি গঠন করা হবে সেই সিদ্ধান্ত বিএনপির হাইকামন্ড নিবেন। আমরা সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছি, তাই যে কোনো সময় কমিটি ঘোষণা করা হতে পারে।’

তিনি বলেন, ‘আমাদের কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই তারপরও আমরা সরকারের নানা প্রতিবন্ধকতার সম্মুখে থেকে প্রায় সকল জেলা কমিটি এবং উপজেলা পর্যায়ে ৮০% কমিটির কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আশা করছি খুব দ্রুত যুবদল তাদের কমিটি পাবে।’

বিএনপির একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে- ‘যুবদলের কমিটিকে নিয়ে দুই কৌশলে এগুচ্ছে বিএনপির হাইকমান্ড। একদিকে নিবরকে বিএনপির গুরুত্বপূর্ণ পদে নিয়ে যাওয়া, টুকুকে সভাপতি পদে নিয়ে আসা। অন্যদিকে নিরব-টুকুকে সরিয়ে যুবদল থেকেই যুবদলের নতুন নেতৃত্ব নির্বাচিত করা। সাবেক ছাত্র-নেতাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা। সেক্ষেত্রে এস এম জাহাঙ্গীর হোসেন, নুরুল ইসলাম নয়ন, মামুন হাসান এদের মধ্যে থেকে সভাপতি এবং ছাত্রদলের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক রাজীব আহসান বা আকরামুল হাসান মিন্টুকে সাধারণ সম্পাদক পদে নিয়ে আসা হতে পারে। তবে পূর্ণাঙ্গ কমিটির সম্ভাবনা যেমন আছে তেমনি আছে নতুন কমিটির সম্ভাবনা। চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন তারেক রহমান। সেই লক্ষ্যে তিনি যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে মতামত নিচ্ছেন। আশা করছি স্বল্পসময়ের মধ্যে যুবদলের কমিটি নিয়ে সৃষ্ট অনিশ্চিয়তার অবসান হবে।

যুবদলের দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল ঢাকাপ্রকাশকে বলেন, ‘কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেকদিন হলো। কমিটি গঠন নিয়ে একবার শুনি পূর্ণাঙ্গ হবে, আবার শুনি বিলুপ্ত করে নতুন কমিটি হবে। বিচ্ছিন্নভাবে এ সব শোনা যায় কমিটি গঠন হবে। আসলে এর কোনো ভিত্তি নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন চাইবেন তখন কমিটি হবে সেটা যে কমিটিই ঘোষণা করা হোক।’

তিনি বলেন, ‘রাজনীতি করি সংগঠনের জন্য কাজ করছি। যদি নতুন কমিটি ঘোষণা করা হয় সেক্ষেত্রে আমি যুবদলের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী। আশা করছি হাইকমান্ডের মাধ্যমে কাজের মূল্যায়ণ করা হবে।

নাম প্রকাশে অনিইচ্ছুক যুবদলের একজন সহ-সভাপতি ঢাকাপ্রকাশকে বলেন, ‘নিরব-টুকু ব্যক্তি স্বার্থে সংগঠন পরিচালনা করছেন। অভ্যন্তরীণ কোন্দল থাকলেও কমিটি গঠনে উভয় নেতার বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছে। তাই পূর্ণাঙ্গ নয়, নতুন কমিটির নেতৃত্ব ছাড়া স্বকীয়তায় ফিরবে না যুবদল। এদের রেখে সিদ্ধান্ত হবে আত্মঘাতী। বুমেরাং হওয়ার শঙ্কা নিয়েও ভাবতে হবে।

তিনি বলেন, ‘নিরব-টুকু ক্ষমতাসীনদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে অনেকটাই রাজারহালে জীবনযাপন করছেন। তারা পদ ধরে রাখতে যতটা সক্রিয়, ভবিষ্যত নেতৃত্ব তৈরিতে সংগঠনে ততটাই নিষ্ক্রিয়। সংগঠনের অভ্যন্তরে অসন্তোষ চরম আকার ধারণ করছে, নিদিষ্ট সময়ের মধ্যে কমিটি হচ্ছে না বলে কর্মীরা দিনদিন বিছিন্ন হয়ে পড়ছেন। প্রতিনিয়ত সংগঠন সাংগঠনিকভাবে ঐক্য হারাচ্ছে।’

যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ঢাকাপ্রকাশকে বলেন, কমিটি যতদ্রুত হবে সংগঠন ততদ্রুত সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হবে। নেতৃত্ব তৈরি করে সংগঠনকে গতিশীল রাখতে কমিটির প্রয়োজনীয়তা আছে। কার্যকর কমিটি একটি সংগঠনকে অধিকার আদায়ে রাজপথ আন্দোলন-সংগ্রামে সঠিক পথ দেখায়, সাফল্য এনে দেয়। পূর্ণাঙ্গ কমিটি নাকি নতুন কমিটি করা হবে সেই সিদ্ধান্ত হাইকমান্ড নিবেন।

তিনি বলেন, ‘পদ প্রত্যাশা সবার থাকে আমারও আছে। যদি সংগঠনে আমার চেয়ে সিনিয়র কাউকে নেতৃত্বে না আনা হয় তাহলে আমি শীর্ষপদ (সভাপতি) প্রত্যাশা করছি।’

যুবদলের নেতৃত্বে যেতে দৌঁড়ঝাপ শুরু করেছেন যারা

যুবদলের সভাপতি পদে আলোচনায় রয়েছেন মোর্ত্তাজুল করিম বাদরু, সুলতান সালাহউদ্দিন টুকু, এস এম জাহাঙ্গীর হোসেন, নুরুল ইসলাম নয়ন, মামুন হাসান, সাধারণ সম্পাদক পদে যুবদলের দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল, ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, যুবদল নেতা শরিফ উদ্দিন জুয়েল, সাংগঠনিক সম্পাদক পদে ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মহিদুল ইসলাম হিরো নাম আলোচনায় রয়েছে।

প্রসঙ্গত, প্রতিষ্ঠার চার দশক পেরিয়ে গেলেও এপর্যন্ত কমিটি হয়েছে মাত্র ৬টি। সম্মেলনের মাধ্যমে কমিটি হয়েছে ৩টি। বাকিগুলো প্রেস রিলিজের মাধ্যমে করা হয়েছে।

 

এমএইচ/

Header Ad
Header Ad

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন

টাঙ্গাইলের ভূঞাপুরে গাজায় গণহত্যার প্রতিবাদে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন। ছবি: ঢাকাপ্রকাশ

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর চলমান নৃশংসতায় শিশুসহ গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন করেছে উপজেলা সনাতন ধর্মাবলম্বী লোকজন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ্ আলম প্রামাণিক, উপজেলা সুজনের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, উপজেলা সনাতন ধর্মাবলম্বী সংঘের সাধারণ সম্পাদক অভিজিৎ ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক তাপস নারায়ণ দে সরকার প্রমুখ।

এ সময় ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, শিক্ষিকা তাপসী বসাক, সাংবাদিক আব্দুর রশিদ, মাসুদ, ফরমান শেখ, তৌফিকুর রহমান, মাহমুদুল হাসান প্রমুখসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও হিন্দু ধর্মাবলম্বীরা ছাড়াও নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।



Header Ad
Header Ad

জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস (ভিডিও)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর হামলার মতো এমন অপকর্মের সাহস পেত না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে ইসরায়েলি হামলার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপির আয়োজিত র‌্যালিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ইসরায়েল কেবল ফিলিস্তিন নয়, সারা বিশ্বের মুসলমানদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে। একে যদি এখনই প্রতিহত করা না যায়, তাহলে একে একে সব মুসলিম রাষ্ট্রকে তারা ধ্বংস করবে। পার্শ্ববর্তী দেশগুলোতেও মুসলমানদের ওপর নিপীড়ন বাড়ছে, আমরাও তা প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছি।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিবাদ দেখা যায়নি। এমনকি সুশীল সমাজ থেকেও কোনো প্রতিক্রিয়া আসেনি, যা অত্যন্ত হতাশাজনক।

তিনি বলেন, বিএনপি সবসময় মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আমরা মুসলমান, আমরা মানবিক—এই ন্যূনতম দায়বদ্ধতা থেকেও ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো উচিত।

এসময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপি সবসময় ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে। ফিলিস্তিন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের এখনও আলাপ পাইনি। অনেক সুশীল রয়েছে, তাদের সাড়া মিলছে না।’

মুসলিম বিশ্বের দ্বিধাবিভক্তির কারণে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চলছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘ভারতের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গেও রয়েছে।’

বিএনপির ক্ষমতায় যাওয়া ঠেকাতে সবাই ব্যস্ত, কিন্তু ফিলিস্তিনের পক্ষে ব্যস্ত নয় বলে মন্তব্য করেন গয়েশ্বর।

Header Ad
Header Ad

নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ১০জন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দননগর এলাকার বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন - বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকার মৃত ওছির আলীর ছেলে শরিফুল ইসলাম (৫৫) এবং একই এলাকার মৃত আফসের আলীর ছেলে আজিজুল হক (৫৫)।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম ও লালচানের বুধরিয়া এলাকায় পাশাপাশি জমি রয়েছে। সাইফুল ইসলামের বাবা তাদের জায়গাতে গাছ লাগালে জমিজমা মাপজোক করে গাছটি লালচানদের মধ্যে পড়ে। গাছ সাইফুলের বাবা লাগানোর সুবাদে উভয়পক্ষের সম্মতিতে সাইফুল গতকাল বুধবার মেহগনি গাছ কাটলে উভয়পক্ষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। আজ সকালে সাইফুল ইসলামকে দেখতে পেয়ে লালচান তার অংশ বেড়া দিয়ে ঘিরে নিতে বললে সাইফুল ব্যস্ত আছে জানালে লালচান, কাশেম হাজীসহ ২০-২২ জন রামদা, কুড়াল, হাসুয়া দিয়ে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলামের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয় আরও ৮-১০ জন। আহতদের মধ্যে আজিজুল ইসলামকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন
জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস (ভিডিও)
নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
বাংলাদেশ রেলওয়ের দুই কর্মকর্তাকে পদায়ন ও বদলি
২০ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি
কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে চিঠি
সিলেটে থানায় লালগালিচা দেখে ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা
দিল্লিতে লিঙ্গ পরিবর্তনের চিকিৎসা নিতে এসে গ্রেপ্তার ৫ বাংলাদেশি
রবিবার ৩ জেলায় সাধারণ ছুটি, সবমিলিয়ে টানা ৪ দিনের অবকাশ
এসএসসির ফল ৬০ দিনে প্রকাশের চেষ্টা করা হবে: শিক্ষা উপদেষ্টা
পূর্বাচলে প্লট দুর্নীতি: শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
যমুনা নদী বাঁধ দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে কারাদন্ড
ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় ৪ বাংলাদেশি পণ্যবাহী ট্রাক পেট্রাপোল বন্দর থেকে ফেরত
মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে অসুস্থ হয়ে বাবার মৃত্যু, পরীক্ষার হলে মেয়ে জানে না মৃত্যুর খবর
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নয়, ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ নাম চায় ইসলামী আন্দোলন
৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সন্ত্রাসী সাজ্জাদকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ছাড়াতে চাওয়া স্ত্রী তামান্না
নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীসহ মেয়ের মৃত্যু
ভারতের মত অন্য কোনও দেশ বাংলাদেশের এতটা মঙ্গল চায় না: জয়শঙ্কর
মেসির জোড়া গোলে সেমিফাইনালে ইন্টার মায়ামি
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স