মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ | ২৬ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

কারওয়ান বাজারের আতঙ্ক ‘পিচ্চি’ গ্রুপ

সাত-আটজনের একটি দল। বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। সবাই মাদকসেবী। রাতের বেলায় তারা দল বেঁধে ঘুরে বেড়ায়। সড়কের নিরিবিলি অংশে কাউকে পেলেই হামলে পড়ে। মারধর করে সর্বস্ব কেড়ে নেয়। কেউ ছিনতাইয়ে বাধা দিলে বেড়ে যায় নির্যাতনের মাত্রা। তরুণ অপরাধীদের এই চক্রটির হোতা সুমন হোসেন ওরফে পিচ্চি শুভ।

সম্প্রতি এক রাতে পরপর দু’টি ছিনতাই করে পালানোর পথে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে একাধিক চক্রের অপকর্মের নানা তথ্য। এরমধ্যে রয়েছে মুরগি, সবজি ও মাছ চুরির আলাদা আলাদা চক্র। চক্রের সদস্যরা রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারওয়ানবাজার এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। পুলিশের দাবি, বিভিন্ন সময়ে অন্তত ৪৩ শিশুকে আটক করে সংশোধাগারে পাঠানো হয়েছে। এছাড়া অপকর্মে যুক্ত আরও একাধিক শিশুকে আটকের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে।

তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন, সম্প্রতি ফার্মগেট ও কারওয়ান বাজারের মাঝামাঝি অংশে ছিনতাইকারীর কবলে পড়েন এক সংবাদকর্মী। তার অভিযোগের ভিত্তিতে ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। এর মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ এক ছিনতাইকারী ও চোরাই মোবাইল ফোনের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
 
তিনি বলেন, ছিনতাইয়ের জড়িত এসব পথশিশুরা দিনের বেলায় বিভিন্ন ঝুপড়ি ঘরে ঘুমিয়ে থাকে। রাতে তারা বের হয়ে খামারবাড়ি থেকে শুরু করে কারওয়ানবাজার পর্যন্ত সক্রিয় থাকে। এ ধরনের কাজে জড়িত একাধিক শিশুকে আটক করে সংশোধানাগারে পাঠানো হয়েছে। অপকর্মে যুক্ত আরো একাধিক শিশুর সন্ধান করা হচ্ছে।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, কারওয়ানবাজার কেন্দ্রিক অন্তত শতাধিক পথশিশু বিভিন্ন অপকর্মে জড়িত। তারা নেশার টাকা জোগাড় করতে এ ধরনের পথে পা দিয়েছে। আবার অনেকের অবিভাবক না থাকার কারনে থাকা ও খাওয়ার টাকা জোগাড় করতে অপরাধে নাম লিখিয়েছেন। আবার অনেকের বাবা না থাকার কারনে মা ও ছোট ভাইবোনের খরচ জোগাতেও খারাপ পথে পা বাড়িয়েছেন।

পুলিশের ভাষ্যমতে, রাতে এসব শিশুরা দলে দলে বিভক্ত হয়ে কারওয়ানবাজার ফার্মগেট ও খামার বাড়ি এলাকায় অবস্থান নেয়। মাছ-সবজি ও মুরগীর গাড়ি যানজটে পড়লেই চক্রের এক সদস্য লাফিয়ে চলন্ত গাড়িতে উঠে পড়ে। এরপর ধারালো কার্টার দিয়ে সবজির বস্তা কেটে দেয়। এতে সবজি রাস্তায় পড়লেই চক্রের অন্য সদস্যরা তা নিয়ে পালিয়ে যায়। একই ভাবে তারা মাছ ও মুরগির চলন্ত গাড়িতে উঠে পড়ে মালামাল লুট করে চলে যায়। একইভাবে চলন্ত সিএনজি অটোরিক্সার পেছতে উঠে কার্টার দিয়ে সিএনজির প্লাস্টিকের ছাউনি কেটে যাত্রীদের মোবাইল ফোন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যাচ্ছে। পাশাপাশি বাস অথবা অন্য যানবাহনের জানালা দিয়েও ছো মেরে মোবাইল ও ঘড়ি নিয়ে পালিয়ে যায়। তবে এসব চক্রের বাইরে সরাসরি ছিনতাই করে একটি গ্রুপ। এই গ্রুপের সদস্যরা বেশি ভয়ঙ্কর।

সম্প্রতি ছিনতাইকারীর কবলে পড়া ফিরোজ আহমেদ নামে এক সংবাদকর্মী জানান, পেশাগত দায়িত্ব পালন শেষে রোববার রাত সাড়ে ১২টার দিকে তিনি বাসায় ফিরছিলেন। পথে ডেইলি স্টার ভবন সংলগ্ন ফুটওভারব্রিজে ওঠার পর সাত-আটজন তাকে ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই তাকে মারধর শুরু করে দুর্বৃত্তরা। তারা ইট দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে তারা ছুরিকাঘাত করতে উদ্যত হলে তিনি প্রাণভিক্ষা চান এবং সঙ্গে থাকা টাকা-মোবাইল ফোন নিয়ে নিতে বলেন। এরপর তার ৪০ হাজার টাকা দামের ফোন, কিছু নগদ টাকা ও পরিচয়পত্রসহ অন্যান্য কাগজপত্র কেড়ে নিয়ে পালিয়ে যায়। আহত ফিরোজ তেজগাঁও থানায় গিয়ে বিষয়টি জানান। তার অভিযোগ লিখে নিয়ে পুলিশের একটি দল তাকে সঙ্গে নিয়েই ছিনতাইকারীদের গ্রেপ্তারে বের হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই আমিনুল ইসলাম বলেন, ওই রাতে আমি হাতিরঝিল সংলগ্ন রেইনবো ক্রসিং এলাকায় টহল দায়িত্বে ছিলাম। সেখানে চার তরুণের একটি দল দাঁড়িয়েছিল। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় আমি পুলিশ ভ্যান থেকে নেমে এগিয়ে যাই। আমাকে দেখে তারা একেকজন একেক দিকে দৌঁড় দেয়। শেষপর্যন্ত ধাওয়া করে একজনকে ধরে ফেলি। প্রথমে সে কিছুই স্বীকার করেনি। তবে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, সে কারওয়ান বাজার কেন্দ্রিক ছিনতাইকারী চক্রের হোতা পিচ্চি শুভ। তার কাছে লুণ্ঠিত একটি মোবাইল ফোন পাওয়া যায়।

পরে জানা যায়, সেটি এক সংবাদকর্মীর। এটি ছিনতাইয়ের আগে ওই রাতেই ৩৫ হাজার টাকা দামের আরেকটি মোবাইল ফোন ছিনতাই করে তারা। সেটি কারওয়ান বাজারের একটি দোকানে বিক্রি করে পাঁচ হাজার টাকা পায়। সেই টাকা নিয়ে তারা মগবাজার এলাকার একটি বারে গিয়ে মদ পান করে। এরপর আবার ছিনতাইয়ে নামে। দ্বিতীয় দফায় তারা সংবাদকর্মীর ফোনটি ছিনতাই করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার চোরাই মোবাইল ফোনের ক্রেতা সাইফুদ্দিনকে কারওয়ান বাজার থেকে গ্রেপ্তার করা হয়। সেখানে তার মোবাইল ফোন সার্ভিসিংয়ের দোকান রয়েছে। সে এই চক্রটিকে চুরি-ছিনতাইয়ে উৎসাহ দেয়, যাতে সস্তায় দামি ফোন কিনতে পারে। ঘটনাস্থল তেজগাঁও থানার আওতাধীন হওয়ায় পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলেও জানান এসআই আমিনুল ইসলাম।

তেজগাঁও থানার এসআই সুমন চন্দ্র শীল বলেন, চোরাই মোবাইল ফোন কেনাবেচার অভিযোগে সাইফুদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার পিচ্চি শুভ ছোটবেলা থেকেই নানারকম অপরাধে জড়িত। তার মা কারওয়ান বাজারে ট্রাক থেকে পড়ে যাওয়া সবজি কুড়িয়ে বিক্রি করেন। অনেক আগেই তার মা-বাবার বিচ্ছেদ হয়েছে। এই চক্রের অপর সদস্যরাও ভাসমান। তারা ফুটপাত বা ফুটওভারব্রিজে থাকে। মূলত মাদকের টাকা যোগাতেই তারা ছিনতাই করে।


এনএইচ/

Header Ad
Header Ad

রাজিবপুর মহিলা কলেজে বিশেষ ক্লাসের নামে অতিরিক্ত টাকা আদায়

রাজিবপুর মহিলা কলেজ। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজিবপুর মহিলা কলেজের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে বিশেষ ক্লাসের নামে জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। রবিবার (৯ মার্চ) সকাল ১১টায় সরেজমিনে গিয়ে বিষয়টির সত্যতাও পাওয়া গেছে।

শিক্ষার্থী ও কলেজ সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপ ফি নির্ধারণ করা হয়েছে মানবিক শাখার জন্য ২,৮০০ টাকা এবং বিজ্ঞান বিভাগের জন্য ৩,০০০ টাকা। তবে এই নির্ধারিত ফি ছাড়াও বিশেষ ক্লাসের নামে প্রতিজনের কাছ থেকে আরও ২,০০০ টাকা করে আদায় করা হচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ, এই অতিরিক্ত টাকা না দিলে ফরম ফিলাপ সম্পন্ন হবে না বলে শিক্ষকেরা চাপ প্রয়োগ করছেন।

এইচএসসি পরীক্ষার্থী ইভা খাতুন ও রুমকি জানান, ‘ফরম ফিলাপ ফি বাবদ ২,৮০০ টাকা নেওয়া হয়েছে। তবে কোচিংয়ের জন্য আবার ২,০০০ টাকা দিতে বাধ্য করা হয়েছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, ‘কোচিং ফি না দিলে ফরম ফিলাপ হবে না বলে স্যাররা চাপ দেন। আমাদের অনেকের বাবা কৃষিকাজ করেন, কেউ দিনমজুরি করেন, এমনকি কেউ কেউ নৌকা চালিয়ে সংসার চালান। যেখানে ফরম ফিলাপের টাকা জোগাড় করাই কষ্টকর, সেখানে অতিরিক্ত ২,০০০ টাকা দেওয়া আমাদের পক্ষে অসম্ভব।’

একজন ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘ইংরেজি শিক্ষক রেজাউল করিমের কাছে আমি শুধু বলেছিলাম, স্যার! আমাদের অর্থনীতি অপশনাল, এটি তো কঠিন। সপ্তাহে দুইদিন যদি ইংরেজি-আইসিটির পাশাপাশি অর্থনীতির ক্লাসও নিতে পারেন। এই কথা বলার পর স্যার আমার ওপর রাগান্বিত হয়ে আমাকে বাবা-মা তুলে গালিগালাজ করেন। সেদিন বাসায় গিয়ে সারাদিন কেঁদেছি। আম্মা কলেজে আসারও চিন্তা করেছিলেন।’

তবে এসব অভিযোগের বিষয়ে ইংরেজি প্রভাষক মুহা. রেজাউল করিম বলেন, ‘আমি পড়াশোনা সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের শাসন করি। তবে টাকার বিষয়ে আমি তাদের সঙ্গে কোনো কথা বলি না। বরং আমি অনেক শিক্ষার্থীকে বই কিনে দিয়ে সহায়তা করেছি। আমরা চাই আমাদের প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাক, আর সেটা ভালো রেজাল্টের মাধ্যমেই সম্ভব।’

এদিকে, কলেজের কয়েকজন অভিভাবকও অভিযোগ করেন যে, ফরম ফিলাপের জন্য নির্ধারিত টাকার বাইরে বাড়তি ২,০০০ টাকা আদায় করা হচ্ছে। কেউ ২,০০০ টাকা, কেউ ২,৫০০ টাকা আবার কেউ কেউ পুরো টাকাই দিচ্ছেন। তাদের অভিযোগ, এখানে স্বজনপ্রীতির মাধ্যমে অর্থ আদায় করা হচ্ছে।

বাংলা প্রভাষক মো. আমিনুল ইসলাম বলেন, ‘এটা কোচিং নয়, বিশেষ ক্লাসের জন্য প্রতিজনের কাছ থেকে ২,০০০ টাকা নেওয়া হচ্ছে। যারা অকৃতকার্য হয়েছে এবং নিয়মিত ক্লাসে আসে না তাদেরকে বিশেষ বিবেচনায় ফরম ফিলাপের সুযোগ দেওয়া হচ্ছে। অর্থের বিনিময়ে ক্লাস করানো হচ্ছে যাতে শিক্ষার্থীরা ক্লাসে অংশগ্রহণ করে। তবে কাউকে চাপ প্রয়োগ করা হয়নি, যে যা দিতে পারে তাই দিচ্ছে।’

অভিযোগের বিষয়ে রাজিবপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান মুঠোফোনে বলেন, ‘বিশেষ ক্লাসের আয়োজন শিক্ষার্থীদের অনুরোধেই করা হয়েছে। অনেক শিক্ষার্থী আছে যাদের ফোন দিয়েও ক্লাসে আনা সম্ভব হয়নি। যদি শিক্ষার্থীরা বলে তারা বিশেষ ক্লাস করতে চায় না, তাহলে তাদের টাকা ফেরত দেওয়া হবে।’

বিষয়টি নিয়ে রাজিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসাইন বলেন, ‘ফরম ফিলাপ ফি সাধারণত ২,২০০ টাকার আশেপাশে। কোচিং বা বিশেষ ক্লাসের জন্য অতিরিক্ত টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। আমি অধ্যক্ষকে বলে দিয়েছি, তারা যেন এই অর্থ আর না নেয়। তবে ব্যবস্থা নেওয়া আমার এখতিয়ারে নেই, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়িত্ব।’

Header Ad
Header Ad

দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে: উপদেষ্টা মাহফুজ

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ছবি: সংগৃহীত

দেশে বর্তমানে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে জানিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, সেই যুদ্ধের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়তে হবে।

‘গণ-অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি একটি ছদ্ম-যুদ্ধ চালাচ্ছে’ শিরোনামে সোমবার (১০ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।

গণ-অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি একটি ছদ্ম-যুদ্ধ চালাচ্ছে এমনটা জানিয়ে পোস্টে তিনি লিখেন, গতকাল মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি পর্যালোচনা সভায় নারী ও শিশুর বিরুদ্ধে নিপীড়ন ও সহিংসতা নিরোধে ব্যবস্থা গ্রহণ, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে আলোচনা হয়েছিল। আমরা সংবাদ সম্মেলনে বলেছিলাম, সরকার কঠোর অবস্থানে যাবে। গতকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় অপরাধীদের গ্রেফতার চলমান এবং বিচারের কাজ দ্রুত ও সুষ্ঠু করার লক্ষ্যে ও সরকার তৎপর।

তিনি বলেন, ছাত্র-যুবকদের জন্য লক্ষাধিক চাকরির ব্যবস্থা ও তরুণদের জন্য জাতীয় কর্মসূচি গ্রহণের বিষয় ও গতকালের আলোচনায় উত্থাপিত হয়েছে। শীঘ্রই এ বিষয়ে দৃশ্যমান পদেক্ষেপ নেয়া হবে। সরকার জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে এবং সে লক্ষ্যে সমন্বিত তৎপরতা ইতোমধ্যে শুরু হয়েছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার, প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা, জুলাই শহিদ ও আহতদের জন্য ইতিবাচক উদ্যোগ গ্রহণ থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে সরকার সক্রিয় ও সফল। কিন্তু, সামরিক-বেসামরিক আমলাতন্ত্র, ব্যবসায়ী শ্রেণি ও মিডিয়ার মধ্যকার গণ-অভ্যুত্থানের শক্তিগুলোর বিরোধ, স্বার্থান্বেষা ও মতান্ধতা, অন্যদিকে গণ- অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তির ঐক্যবদ্ধ হয়ে ক্রমশ উত্থান সরকারকে বেকায়দায় ফেলছে।

সরকার গণ-অভ্যুত্থানে পরাজিত একটি শক্তিশালী দেশি- বিদেশি জোটের বিরুদ্ধে যুদ্ধ লড়ছে উল্লেখ করে তিনি বলেন, স্বার্থান্বেষী মহল জনগণের মধ্যকার অভ্যুত্থানের ঐক্যকে নস্যাত করতে উঠে পড়ে লেগেছে। সফলও হচ্ছে। সেনাবাহিনী, রাজনৈতিক দল ও অভ্যুত্থানের বিভিন্ন শক্তিকে মুখোমুখী না করাই আমাদের জন্য আখেরে ভালো হবে।

আমাদের মনে রাখতে হবে, দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সে যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছে। একটা কন্ট্রোল রুম থেকে সে যুদ্ধের প্রতি সপ্তাহ ও দিনের কর্মসূচি চালু করা হয় ও মনিটর করা হয়। আমাদের সে যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়তে হবে।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্র সংস্কার, গণহত্যা ও লুটপাটের বিচার, প্রতিষ্ঠানসমূহের পুনরুজ্জীবন ও গণতান্ত্রিক রূপান্তরসহ নানা বিষয় আমাদের লক্ষ্য থেকে হারিয়ে যাচ্ছে। এ সরকারের আমলে এ দেশকে গড়ে তোলার সুযোগ ও সক্ষমতা তৈরি হয়েছে বলেই ভিনদেশ থেকে দ্রুততার সাথে সরকার পরিবর্তনের প্রেস্ক্রিপশন আসছে। কিন্তু, নির্বাচন যথাসময়েই হবে এবং জুলাই সনদের ভিত্তিতে এ দেশে নির্বাচনের আগেই রাষ্ট্র সংস্কারের দৃশ্যমান অগ্রগতি ঘটবে এবং খুনী, ধর্ষক ও লুটেরাদের বিচার হবে।

Header Ad
Header Ad

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে গ্রেপ্তার

রদ্রিগো দুতার্তে। ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) নির্দেশে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দেশটির রাজধানী ম্যানিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে মঙ্গলবার ম্যানিলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত মাদকবিরোধী যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে এবং এরপরই তাকে আজ গ্রেপ্তার করা হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এই যুদ্ধে হাজার হাজার ফিলিপিনোকে বিনাবিচারে হত্যা করা হয়েছে।

এদিকে ফিলিপাইন সরকার জানিয়েছে, হংকং থেকে ফিরে আসার পর রদ্রিগো দুতার্তেকে ম্যানিলার বিমানবন্দরে আটক করা হয়।

অন্যদিকে পৃথক এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ম্যানিলা বিমানবন্দরে পৌঁছানোর পর ফিলিপাইনের পুলিশ রদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করে। সাবেক এই প্রেসিডেন্ট এখন (পুলিশ) হেফাজতে রয়েছেন বলে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ৭৯ বছর বয়সী রদ্রিগো দুতার্তে ২০২২ সালে প্রেসিডেন্টের ক্ষমতা ছেড়ে দেন এবং তিনি ফিলিপাইনের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদদের একজন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ থাকা সত্ত্বেও তিনি এতোদিন আপেক্ষিক দায়মুক্তি ভোগ করেছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রাজিবপুর মহিলা কলেজে বিশেষ ক্লাসের নামে অতিরিক্ত টাকা আদায়
দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে: উপদেষ্টা মাহফুজ
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে গ্রেপ্তার
মধ্যরাতে পল্লবী থানায় ঢুকে যুবকের অতর্কিত হামলা, ওসিসহ আহত ৩
সাভারের পাওয়ার গ্রিডের আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
সীমান্তে দশ বছরে ৩০৫ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ: এইচআরএসএস
হাসিনার সময়ে মানুষের নামাজ পড়ারও অধিকার ছিল না: আব্দুস সালাম পিন্টু
বিএনপির সাবেক এমপি নাজিম উদ্দিন মারা গেছেন
এমবিবিএস-বিডিএস ছাড়া ডাক্তার পদবি নয়: এনডিএফ
সাভারে পাওয়ার গ্রিডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
সালমান এফ রহমানের লন্ডনের সম্পদ জব্দ, দুটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ
পাগল বেশে নারীদের উত্ত্যক্ত করা সেই কন্টেন্ট ক্রিয়েটর খালিদ গ্রেপ্তার
একাকিত্বের কষ্টে ভুগছেন পরীমণি, জানালেন আবেগঘন অনুভূতির কথা
বিসিবির কেন্দ্রীয় চুক্তি ঘোষণা: কে কত বেতন পাবেন
ভারতকে ব্যবহার করে শেখ হাসিনার প্রচারণা চালানো বিপজ্জনক: গার্ডিয়ানকে ড. ইউনূস
বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে গাড়ি চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নির্বাচন বিলম্বিত করার চেষ্টা মানে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের সহযোগিতা করা: টুকু
বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার রিয়াদের
আগামী ৮ বছর বিশ্বকে শাসন করতে প্রস্তুত ভারত: কোহলি
এনআইডিতে ডাকনাম-একাধিক স্ত্রীর নাম যুক্তের নীতিগত সিদ্ধান্ত