বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ | ২৭ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

মেগাপ্রকল্প বাস্তবায়নের শীর্ষে পদ্মা সেতু

আওয়ামী লীগ ২০০৯ সালে সরকার গঠন করেই শেখ হাসিনার নেতৃত্বে পিছিয়ে পড়া বাংলাদেশকে এগিয়ে নিতে বড় বড় ১০টি প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে। যা ফাস্ট-ট্র্যাক (মেগা প্রকল্প) নামে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তদারকি করা হচ্ছে। দ্রুত বাস্তবায়নে প্রতি অর্থবছর অনেক অর্থও বরাদ্দ দেওয়া হচ্ছে। এসব প্রকল্প অধিকাংশ বর্তমানে দৃশ্যমান।

বাস্তবায়নের শীর্ষে পদ্মা সেতু। ডিসেম্বর পর্যন্ত সাড়ে ৮৯ শতাংশ বাস্তবায়ন হয়েছে। এরপরই পায়রা গভীর সমুদ্রবন্দর, ৮৩ শতাংশ। তারপর এগিয়ে রয়েছে ঢাকা মেট্রো রেল-৬ এর কাজ। প্রায় শেষের পথে, ডিসেম্বর পর্যন্ত অগ্রগতি হয়েছে ৭৪ শতাংশ। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

বিশ্বব্যাংককে জবাব দিয়ে শীর্ষে পদ্মা সেতু: বাংলাদেশের উন্নয়ন কাজে এক সময়ে বিদেশি অর্থের দিকে তাকিয়ে থাকতে হয়। পদ্মা সেতু নির্মাণের আগে বিশ্বব্যাংকের দুর্নীতির অপবাদ সরকারকে চরমভাবে ক্ষত-বিক্ষত করে। কারণ, বিশ্বব্যাংক দুর্নীতির অজুহাতে মুখ ফিরিয়ে নিলে এডিবিসহ অন্যান্য আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাও সরে যায়। তারা মুখ ফিরিয়ে নিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নেন, যেভাবেই হোক নিজস্ব অর্থেই করা হবে এটা। এর কাজও শুরু হয় ২০১৪ সালে। সাত বছরের ব্যবধানে সবাইকে তাক লাগিয়ে বর্তমানে দৃশ্যমান হয়ে গেছে স্বপ্নের পদ্মা সেতু। ডিসেম্বর পর্যন্ত সার্বিক অগ্রগতি প্রায় ৮৯ দশমিক ৫০ শতাংশ।

৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণে ২০০৭ সালের আগস্টে সরকার অনুমোদন দেয়। তখন প্রকল্পের খরচ ধরা হয়েছিল ১০ হাজার ১৬২ কোটি টাকা। বিভিন্ন কারণে এর ভৌত কাজ শুরু হয় ২০১৪ সালে। সাত বছরের ব্যবধানে সবাইকে তাক লাগিয়ে বর্তমানে দৃশ্যমান হয়ে গেছে স্বপ্নের পদ্মা সেতু। তবে সাড়ে ১০ হাজার কোটি টাকার পদ্মা সেতু প্রকল্পের ব্যয় বেড়ে ৩০ হাজার ১৯৩ কোটি টাকায় পৌঁছেছে। গত ডিসেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে ২৬ হাজার ৬৫৮ কোটি টাকা বা ৮৮ দশমিক ২৯ শতাংশ।

বাস্তবায়নকাল ২০০৯ সালের জানুয়ারি থেকে কয়েক দফা সংশোধন করে বাড়ানো হয়েছে। গত জুনে শেষ করার কথা ছিল। কিন্তু আবারও এক বছর সময় বাড়ানো হয়েছে। আগামী জুনে এটি সবার জন্য উন্মুক্ত হবে। কাজকে এগিয়ে নিতে চলতি অর্থবছরে বাজেটে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

পায়রা গভীর বন্দর: বাংলাদেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা গভীর বন্দরের ভৌত কাজের অগ্রগতি দাঁড়িয়েছে ৮৩ শতাংশ। পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত বন্দরটির কাজ ২০১৫ সালে শুরু হয়ে ২০২২ সালের জুনে শেষ হবে। ডিসেম্বর পর্যন্ত আর্থিক অগ্রগতি হয়েছে তিন হাজার ২৬৬ কোটি টাকা বা ৭৪ দশমিক ৬৬ শতাংশ। কাজকে দ্রুত এগিয়ে নিতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে ২৭০ কোটি টাকা।

মেট্রোরেল-৬: হাটিহাটি পা পা করে নতুন প্রযুক্তির মেট্রোরেল প্রকল্পের কাজও এগিয়ে চলছে। গত ডিসেম্বর পর্যন্ত এমআরটি লাইন-৬ এর নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি দাঁড়িয়েছে ৭৪ দশমিক ০৪ শতাংশ। আর আর্থিক অগ্রগতি প্রায় ১৭ হাজার কোটি টাকা বা ৭৭ দশমিক ২৬ শতাংশ। প্রথম পর্যায়ে চালুর জন্য উত্তরা হতে আগারগাঁও পর্যন্ত ধরা হয়েছে। তবে আগারগাঁও হতে মতিঝিল অংশের কাজও দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসনকে আমলে নিয়ে মতিঝিল থেকে কমলাপুর অংশে ভূমি অধিগ্রহণ ও ডিটেইল ডিজাইনসহ প্রাথমিক কার্যক্রম চলমান রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

২০১২ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুনে বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে। প্রায় সাড়ে ২৩ হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি আগামী ডিসেম্বরে প্রথম অংশ চালু হবে স্বপ্নের এ প্রকল্প। কাজ শেষ করতে চলতি অর্থবছরে বরাদ্দ দেওয়া হয়েছে তিন হাজার ৪৭০ কোটি টাকা।

রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট: আরেকটি ফাস্ট-ট্র্যাক প্রকল্প হচ্ছে-রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট। ডিসেম্বর পর্যন্ত এর ভৌত অগ্রগতি হয়েছে ৭৪ শতাংশ এবং আর্থিক অগ্রগতি হয়েছে ১১ হাজার ৮০৩ কোটি টাকা প্রায় ৭৪ শতাংশ। প্রকল্পটির আওতায় বাগেরহাটের রামপালে একটি এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ চলছে।

মাতারবাড়ি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র: মহেশখালীর মাতারবাড়িতে এক হাজার ২০০ মেগাওয়াটের আরেকটি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। ৩৫ হাজার ৯৮৪ কোটি টাকার প্রকল্পটির মোট ভৌত ও আর্থিক অগ্রগতি ৫২ দশমিক ২৯ শতাংশ। আর্থিক অগ্রগতি হয়েছে ১৯ হাজার ৭৯৫ কোটি টাকা। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে এ প্রকল্প শুরু হয়েছিল ২০১৪ সালে। যা ২০২৩ সালের জুনে শেষ হওয়ার কথা।

দোহাজারী থেকে কক্সবাজার-রামু-ঘুমধুম পর্যন্ত ডুয়েল গেজ রেললাইন নির্মাণ প্রকল্পটির ডিসেম্বর পর্যন্ত অগ্রগতি হয়েছে ৬৬ শতাংশ। আর্থিক অগ্রগতি হয়েছে ছয় হাজার ২৩০ কোটি টাকা বা প্রায় ৩৫ শতাংশ। চীনের ঋণে ১৮ হাজার ৩৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি ২০১০ সালে জুলাই শুরু হয়েছে। সংশোধন করে সময় বাড়িয়ে তা শেষ হবে ২০২২ সালের জুনে প্রকল্পটি সম্পন্ন করার কথা রয়েছে। কাজ দ্রুত এগিয়ে নিতে চলতি অর্থবছরে বাজেটে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প: এটি ২০১৬ সালের জানুয়ারিতে শুরু হয়েছে। ২০২২ সালের জুনে তা শেষ করতে বলা হয়েছে। ৩৯ হাজার ৩৪৭ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। প্রতি অর্থবছরে বাজেটে বেশি করে বরাদ্দও দিচ্ছে সরকার। এবারও তিন হাজার ৬৮৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ডিসেম্বর পর্যন্ত অগ্রগতি হয়েছে ৫০ দশমিক ৫০ শতাংশ। আর আর্থিক অগ্রগতি হয়েছে ২০ হাজার ৩৩৯ কোটি টাকা বা ৫১ দশমিক ৮২ শতাংশ।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: রাশিয়া সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজের ২০১৬ সালের জুলাইতে শুরু হয়েছে। ডিসেম্বর পর্যন্ত ৪৩ দশমিক ১২ শতাংশ অগ্রগতি হয়েছে। আর আর্থিক অগ্রগতি হয়েছে ৪৬ হাজার ৭৪৮ কোটি টাকা বা ৪১ দশমিক ৩৪ শতাংশ। সরকার চলতি অর্থবছরে এডিপিতে প্রকল্পটি বাস্তবায়নে ১৫ হাজার ৬১৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এক লাখ ১৩ হাজার ৯৩ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির মেয়াদ ২০২৫ সালে শেষ হবে।

কর্ণফুলি ট্যানেলের কাজও এগিয়ে যাচ্ছে: ৩ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ কর্ণফুলি ট্যানেলের কাজও এগিয়ে যাচ্ছে। ২০০৮ সালে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল নির্মাণের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন প্রক্রিয়া শেষ করে ২০১৫ সালের নভেম্বরে শুরু করেছে। শেষ হবে ২২ সালের ডিসেম্বরে। ২০১৯ সালে ২৪ ফেব্রুয়ারি খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এটি বাংলাদেশ ও চীন সরকারের (জি টু জি) যৌথ অর্থায়নে সেতু কর্তৃপক্ষের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে। কাজ দ্রুত শেষ করতে ৭৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ১০ হাজার ৩৭৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটিতে অর্থায়ন করছে চীন সরকার।

জেডএ/এমএসপি

Header Ad
Header Ad

জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস (ভিডিও)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর হামলার মতো এমন অপকর্মের সাহস পেত না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে ইসরায়েলি হামলার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপির আয়োজিত র‌্যালিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ইসরায়েল কেবল ফিলিস্তিন নয়, সারা বিশ্বের মুসলমানদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে। একে যদি এখনই প্রতিহত করা না যায়, তাহলে একে একে সব মুসলিম রাষ্ট্রকে তারা ধ্বংস করবে। পার্শ্ববর্তী দেশগুলোতেও মুসলমানদের ওপর নিপীড়ন বাড়ছে, আমরাও তা প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছি।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিবাদ দেখা যায়নি। এমনকি সুশীল সমাজ থেকেও কোনো প্রতিক্রিয়া আসেনি, যা অত্যন্ত হতাশাজনক।

তিনি বলেন, বিএনপি সবসময় মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আমরা মুসলমান, আমরা মানবিক—এই ন্যূনতম দায়বদ্ধতা থেকেও ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো উচিত।

এসময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপি সবসময় ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে। ফিলিস্তিন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের এখনও আলাপ পাইনি। অনেক সুশীল রয়েছে, তাদের সাড়া মিলছে না।’

মুসলিম বিশ্বের দ্বিধাবিভক্তির কারণে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চলছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘ভারতের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গেও রয়েছে।’

বিএনপির ক্ষমতায় যাওয়া ঠেকাতে সবাই ব্যস্ত, কিন্তু ফিলিস্তিনের পক্ষে ব্যস্ত নয় বলে মন্তব্য করেন গয়েশ্বর।

Header Ad
Header Ad

নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ১০জন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দননগর এলাকার বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন - বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকার মৃত ওছির আলীর ছেলে শরিফুল ইসলাম (৫৫) এবং একই এলাকার মৃত আফসের আলীর ছেলে আজিজুল হক (৫৫)।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম ও লালচানের বুধরিয়া এলাকায় পাশাপাশি জমি রয়েছে। সাইফুল ইসলামের বাবা তাদের জায়গাতে গাছ লাগালে জমিজমা মাপজোক করে গাছটি লালচানদের মধ্যে পড়ে। গাছ সাইফুলের বাবা লাগানোর সুবাদে উভয়পক্ষের সম্মতিতে সাইফুল গতকাল বুধবার মেহগনি গাছ কাটলে উভয়পক্ষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। আজ সকালে সাইফুল ইসলামকে দেখতে পেয়ে লালচান তার অংশ বেড়া দিয়ে ঘিরে নিতে বললে সাইফুল ব্যস্ত আছে জানালে লালচান, কাশেম হাজীসহ ২০-২২ জন রামদা, কুড়াল, হাসুয়া দিয়ে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলামের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয় আরও ৮-১০ জন। আহতদের মধ্যে আজিজুল ইসলামকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Header Ad
Header Ad

বাংলাদেশ রেলওয়ের দুই কর্মকর্তাকে পদায়ন ও বদলি

আহম্মদ হোসেন মাসুম (বামে) এবং মো. আসাদুল হক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের দুই কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে রেলপথ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১০ এপ্রিল) মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের প্রশাসন-৫ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব কামরুল হাসান।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক (পশ্চিম) আহম্মদ হোসেন মাসুমকে পদায়ন করা হয়েছে রেলওয়ে (পশ্চিম)-এর প্রধান প্রকৌশলী হিসেবে। অন্যদিকে প্রধান প্রকৌশলী (পশ্চিম) মো. আসাদুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ রেলওয়ের যুগ্ম-মহাপরিচালক (প্রকৌশল) হিসেবে।

এছাড়া প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আহম্মদ হোসেন মাসুম রেলপথ মন্ত্রণালয়ের উন্নয়ন-২ শাখার ২০ নভেম্বর ২০২৪ সালের প্রজ্ঞাপন অনুযায়ী খুলনা থেকে মংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ (তৃতীয় সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালকের অতিরিক্ত দায়িত্বে যেভাবে নিযুক্ত ছিলেন, সেই দায়িত্ব আগের মতোই বহাল থাকবে।

একইভাবে, মো. আসাদুল হকও রেলপথ মন্ত্রণালয়ের পূর্ববর্তী ২৪ জানুয়ারি ২০২৩ সালের প্রজ্ঞাপন অনুযায়ী মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন, সেটিও বহাল থাকবে।

জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস (ভিডিও)
নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
বাংলাদেশ রেলওয়ের দুই কর্মকর্তাকে পদায়ন ও বদলি
২০ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি
কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে চিঠি
সিলেটে থানায় লালগালিচা দেখে ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা
দিল্লিতে লিঙ্গ পরিবর্তনের চিকিৎসা নিতে এসে গ্রেপ্তার ৫ বাংলাদেশি
রবিবার ৩ জেলায় সাধারণ ছুটি, সবমিলিয়ে টানা ৪ দিনের অবকাশ
এসএসসির ফল ৬০ দিনে প্রকাশের চেষ্টা করা হবে: শিক্ষা উপদেষ্টা
পূর্বাচলে প্লট দুর্নীতি: শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
যমুনা নদী বাঁধ দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে কারাদন্ড
ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় ৪ বাংলাদেশি পণ্যবাহী ট্রাক পেট্রাপোল বন্দর থেকে ফেরত
মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে অসুস্থ হয়ে বাবার মৃত্যু, পরীক্ষার হলে মেয়ে জানে না মৃত্যুর খবর
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নয়, ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ নাম চায় ইসলামী আন্দোলন
৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সন্ত্রাসী সাজ্জাদকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ছাড়াতে চাওয়া স্ত্রী তামান্না
নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীসহ মেয়ের মৃত্যু
ভারতের মত অন্য কোনও দেশ বাংলাদেশের এতটা মঙ্গল চায় না: জয়শঙ্কর
মেসির জোড়া গোলে সেমিফাইনালে ইন্টার মায়ামি
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স
গাজায় গণহত্যার প্রতিবাদে আজ বিএনপির র‌্যালি, রাজধানীতে ব্যাপক প্রস্তুতি