বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ | ২৭ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

তিন স্তর ঋণে কমানো হবে খেলাপী

করোনায় সব কিছু এলোমেলো হলেও কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে টিকে আছে বাংলাদেশের অর্থনীতি। এজন্য কৃষককে কন্ট্রাক্ট ফার্মিং ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য তিন স্তরে ঋণ দেওয়াসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে রূপালী ব্যাংক। এতে খেলাপী ঋণ হবে না। কারণ কৃষক ও উদ্যোক্তারা পণ্যের নার্য্যমুল পাবে। করোনা মোকাবেলা করে এভাবে সামনে এগিয়ে যেতে একান্ত সাক্ষাৎকারে বিভিন্ন উদ্যোগের কথা বলেছেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। তার সাক্ষাৎকারটি নিয়েছেন ঢাকাপ্রকাশের সিনিয়র রিপোর্টটার জাহাঙ্গীর আলম।

ঢাকাপ্রকাশ: তৃণমূলে গ্রাহকের কাছে ব্যাংকের সেবা পৌছে দিতে কি উদ্যোগ নিয়েছেন?

মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ: ব্যাংকের ঋণ ব্যবস্থা বড় করপোরেট হাউসে সীমাবদ্ধ। তাই তৃণমূলে ব্যাংকিং সেবা ছড়িয়ে দিতে চলতি বছরে একেবারে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রডাক্ট (পণ্য) দিগন্ত সূচনা করবে। এতে ঋণের বোঝাও কমবে। তা হচ্ছে তিন স্তর বিশিষ্ট (থ্রি টায়ার) কন্ট্রাক্ট ফামিং। আগে শুধু উৎপাদকদের ঋণ দেওয়া হতো। এখানে তিনটি পক্ষ অর্থাৎ উৎপাদক, সরবরাহকারি ও ক্রেতাদের জন্য ঋণের ব্যবস্থা করা হচ্ছে। তাতে কৃষক, সরবরাহকারি ও ক্রেতা কেউ খেলাপী হবে না। এটা একেবারে নতুন ধারণা। উদাহরণ হিসেবে তিনি বলেন, ধরুন আগে কোনো কৃষক ১০০ টাকার পণ্য বাকিতে বিক্রি করতো। মধ্যস্বস্তভোগিদের দখলে চলে যেত। বাকিতে বিক্রি করায় তারা টেনশনে থাকত। নতুন ধারনায় তারা টেনশন  ছাড়াই সরাসরি পণ্য বিক্রি করতে পারবে করপোরেটদের  কাছে। পণ্য (মাল) দিতেই থাকবে। আমরাও বলব তোমরা মাল দাও।  টাকা কোনো ফ্যাক্টর না। কনসেপ্ট ক্রিয়েট (ধারণা সৃষ্টি) করা হচ্ছে। পারটেক্স, প্রাণ ও বসুন্ধরার মতো বড় বড় প্রতিষ্ঠানকে মাল দিলেও কোনো ভয় থাকবে না। তাদেরকে আমরাও বলব মাল নাও। তারা ব্যাংকের সঙ্গে চুক্তিবন্ধ থাকায় ভয়ের কিছু নেই। ব্যাংকিংখাতে সুবাতাস এটা। খেলাপী ঋণ কমন সাবজেক্ট হলেও কিন্তু থ্রি টায়ারে কোনো খেলাপী ঋণ হবে না। কোনো সুযোগ নেই। অন্য ব্যাংকগুলোও এটা অনুসরণ করতে পারে। এতে খেলাপী ঋণ কমে যাবে। কারণ হলো এটা ব্লক চেইঞ্চ। মুজিববর্ষে ১০০টি শাখা করার উদ্যোগ নেয়া হয়েছে। ২৩টির অনুমোদন পাওয়া গেছে। আমাদের ৫৮৬টি শাখা রয়েছে, তা থেকে বেড়ে ৬৮৬টি শাখা উপশাখা করা হবে। এসব শাখার মাধ্যমে তৃণমূলে ব্যাংকের সেবা পৌঁছে দেওয়া হবে।

 

ঢাকাপ্রকাশ: চলতি বছরে উদ্যোক্তাদের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি?

মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ: রূপালী ব্যাংক হেরিটেজ (ওতিহ্য) রক্ষা করতে উদ্যোগ নিয়েছে। অষ্টগ্রাম ও গাইবান্ধার বিভিন্ন হারিয়ে যাওয়া পণ্যের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেহেতু কৃষি ব্যাংক বেশি ঋণ দেয় কৃষকদের। তাই সব কৃষিপণ্যে ঋণ না দিয়ে শুধু হেরিটেজ ঋণের ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন এলাকার গামছা, কাঁসা, পিতল, শীতলপাটি, ঝিনুকসহ হারিয়ে যাওয়া পণ্য পুনরুদ্ধারে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখাতে সুদের হার হচ্ছে ৯ শতাংশ।

ঢাকাপ্রকাশ: ব্যাংকে বাড়ছে খেলাপী ঋণ। তা রোধ করতে কি উদ্যোগ নিয়েছেন?

মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ: ঋণ বাড়িয়ে লাভ করাটা বড় কথা না। কারণ ব্যাংকে গালাগালি করলেও ঋণ আদায় হয় না। ধাক্কা দিয়েও সরানো যাচ্ছে না। ফলে খেলাপী ঋণ কমছে না। তাই ব্যাংকের করপোরেট গভর্নেন্সেরও উদ্যোগ নেয়া গয়েছে। রূপালী ব্যাংকে চালু করা হয়েছে ‘ঝুকি রেজিস্টার ও ঝুকি ড্যাসবোর্ড’। ইয়োলো, গ্রীন ও রেড সিগনাল এই তিনটি চিহ্য থাকছে। ৪২টি বিভাগ রয়েছে আমাদের ব্যাংকে। কোথাকার কি অবস্থা আমরা তা জানতে পারছি। সিগন্যাল বুঝে সমস্যা নিরূপন করে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া যাচ্ছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা কমাতে সিস্টেম থাকতে হবে। সিস্টেম থাকায় সিঙ্গাপুরে কেউ চুরি করে না। প্রথমবারের মতো সাইবার সিকিউরিটি চালু করা হয়েছে। আমরা প্রথমবারের মতো চালু করেছি। 

ঢাকাপ্রকাশ: ব্যাংকে করোনার প্রভাব কেমন পড়েছে?

মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ: করোনায় লাক্সারী পণ্যের উৎপাদন ও সরবরাহ সব বন্ধ হয়ে যায়। নতুন জুতা, স্যান্ডেল কেউ কিনেনি। সার্ভিস খাত বন্ধ হয়ে যায়। মানুষের চলাচলও বন্ধ হয়ে যায়। কিন্ত ধান, দুধ, আটার উৎপাদন বন্ধ থাকেনি। পণ্যের উৎপাদন ও প্রবাহ চলতে থাকে। কৃষি ক্ষেত্রে এক দিনেও উৎপাদন বন্ধ হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উদ্যোগ নেওয়ায় করোনায় মানুষ না খেয়ে কেউ মারা যায়নি। ওষুধের প্রবাহ, খাদ্যের প্রবাহ সচল ছিলো। এর সঙ্গে অর্থনীতি জড়িত। তার প্রভাব অর্থনীতিতে পড়ে। এরফলে পৃথিবেীতে মোট দেশজ উৎপাদন (জিডিপি) কমলেও আমাদের জিডিপি ভালো করেছে। আগের চেয়ে কমলেও পাঁচ শতাংশের উপরে ধরে রাখা সম্ভব হয়েছিলো। যেখানে বিশ্বের অনেক দেশে শূণ্যে নেমেছে। দেশের অবস্থা ভালো থাকায় রূপালী ব্যাংকের মুনাফাও ভালো করেছি। কিছুটা কমলেও করোনায় আমরা খুব ভালোভাবে টিকেছি। ২১ সালেও ভালো করেছি। ১৫০ কোটি টাকা লাভ করেছি। কৃষি সচল ছিলো। তারা ভালোভাবেই টিকেছিলো। ব্যাংকও ভালো করেছে। টিকে ছিলো। 

ঢাকাপ্রকাশ: মুজিববর্ষে রূপালী ব্যাংক কি কোনো উদ্যোগ নিয়েছিলো?

মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ: মুজিববর্ষে শুভ দিন শূণ্য সুদে কৃষি ঋণের ব্যবস্থা করা হয়েছে। কারণ করোনা অতিমারিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সব কিছু স্থবির হয়ে যায়। মানুষ ঘরে ছিলো। কিন্তু কৃষিই আমাদের উপজীব্য। তাই প্রান্তিক চাষিদের জন্য টমেটোতে শূণ্য সূদে কৃষি ঋণের ব্যবস্থা করা হয়েছিলো। এটা অনেকে বুঝে না। মধ্যস্বত্বভোগি ও ফোরিয়াদের হাত থেকে রক্ষা করতে তাদের কন্ট্রাক্ট ফার্মিং যুক্ত করা হয়। জনপ্রিায় করা হয়েছিলো। প্রাণকে আনা হয়েছিলো। কারণ তারা সারা দেশে সব পণ্য সংগ্রহ করে। এতে কৃষকরা পণ্য বিক্রি করে নার্য্যমূল্য পেয়েছে। পরিবহন খরচ ও সুদ বিহীন ঋণ পেয়েছে। নতুন ধারণা। উন্নত বীজ ও বিপনন ও ন্যায্যমূল্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এক কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। শতভাগ আদায় হয়েছে এই ঋণ। হোলসেল ল্যান্ডিং ও কন্ট্রাক্ট ফার্মিংয়ে নতুন দিগন্ত খুলে দিয়েছে। সারা দেশে ঋণ বিতরণ ও আদায়ে দিগন্ত খুলে দিতে পারে।

এছাড়া স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ১০ জানুয়ারি রূপালী ব্যাংক ইসলামিক উইন্ডো চালু করা হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এছাড়া নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনও করেছে রূপালী।

ঢাকাপ্রকাশ: করোনকালে প্রান্তিক চাষিদের কি কোনো সহায়তা দেওয়া হয়েছে?

মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ: ২০২০ সালে দেশ করোনায় আক্রান্ত হলে প্রধানমন্ত্রীর ঘোষণার পরই খামারী, আম চাষী ও মসলা চাষীদের বিশেষভাবে সহায়তা করা হয়েছে। কারণ হলো করোনায় খামারীরা ন্যায্য দাম না পেয়ে দুধ ফেলে দিত। ক্ষতিগ্রস্থ খামারীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন প্রণোদনা প্যাকেজ। তাকে গুরুত্ব দিয়ে প্রান্তিক কৃষক ও খামারীদের কথা বিবেচনা করে দুধ ফেলে না দিয়ে ঘি তৈরি করার উদ্যোগ নেয় রূপালী ব্যাংক থেকে। করোনাকালে ‘দুধ না ফেলে ঘি বানান, দুগ্ধখাতে জাগুক প্রাণ’ শ্লোগান ধারণ করে চাষিদের পাশে দাঁড়ালাম। চার শতাংশ সুদে ঋণ দেওয়ার জন্য জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত মিল্কভিটার সঙ্গে ২০২০ সালের ২০ অক্টোবর চুক্তি করা হয়। খামারীদের সুযোগ করে দিতে এক হাজার কৃষককে প্রথমে পাঁচ কোটি থেকে পরে ১০ কোটি টাকা ঋণ দেয়া হয়েছে। কারণ ঘি দীর্ঘ দিন থাকে, নষ্ট হয় না। মিল্কভিটা খামারীদের ঋণের কিস্তি জমা দিয়ে থাকে।  প্রধানমন্ত্রীর উদ্যোগের ফলে দেশের কোনো মানুষ না খেয়ে মারা যায়নি।

মধু মাসে আম্ফানে আমেরও ব্যাপক ক্ষতি হয়। তাই আমের সঠিক দাম নিশ্চিত করতে ‘মধু মাসে ঝরুক মধু ফলাও বেশি আম মুকুল থেকেই সকল স্তরে পাবে সঠিক দাম’ শ্লোগানে আম চাষিদের জন্য ১৯০ দিনের জন্য ঋণের ব্যবস্থা করা হয়েছে। প্রাণের সঙ্গে চুক্তি করা হয়েছে। কারণ প্রাণ বাকিতে আম কিনে না। প্রাণের মাধ্যমে আম চাষিদের শূণ্য সুদে বা সুদবিহীন ১০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।

‘দেশের পাড়ার জাগলো বলে বাংলাদেশ আজ ধন্য আদা-হলুদ করবে আবাদ সারাদেশের জন্য’ স্লোগান ধারণ করে রেয়াদী চার শতাংশ সুদে ঋণের ব্যবস্থা করা হয়েছে। কারণ আদা আমদানি করতে অনেক অর্থ বাইরে চলে যায়। অপরদিকে  বান্দরবন ও খাগড়াছড়িতে ব্যাপক আদা চাষ হলেও চাষিরা দাম পাই না। তাই আদায় দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে এনজিও পদক্ষেপের মাধ্যমে পাহাড়ে ঋণের ব্যবস্থা করা হয়েছে। দেড় লাখ আদা চাষিকে চার শতাংশ সুদে ঋণ দেওয়া হয়েছে। প্রতি সদস্যকে এক লাখ টাকা করে ঋণ দেওয়া হচ্ছে। যাতে আদমানি কমে। দেড় লাখ টন চাহিদা। উৎপাদন হয় ৩৭ হাজার টন। এভাবে উৎপাদন বাড়লে আদা আমদানি করতে হবে না। 

 

জেডএ/

 

 

 

 

 

Header Ad
Header Ad

নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ১০জন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দননগর এলাকার বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন - বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকার মৃত ওছির আলীর ছেলে শরিফুল ইসলাম (৫৫) এবং একই এলাকার মৃত আফসের আলীর ছেলে আজিজুল হক (৫৫)।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম ও লালচানের বুধরিয়া এলাকায় পাশাপাশি জমি রয়েছে। সাইফুল ইসলামের বাবা তাদের জায়গাতে গাছ লাগালে জমিজমা মাপজোক করে গাছটি লালচানদের মধ্যে পড়ে। গাছ সাইফুলের বাবা লাগানোর সুবাদে উভয়পক্ষের সম্মতিতে সাইফুল গতকাল বুধবার মেহগনি গাছ কাটলে উভয়পক্ষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। আজ সকালে সাইফুল ইসলামকে দেখতে পেয়ে লালচান তার অংশ বেড়া দিয়ে ঘিরে নিতে বললে সাইফুল ব্যস্ত আছে জানালে লালচান, কাশেম হাজীসহ ২০-২২ জন রামদা, কুড়াল, হাসুয়া দিয়ে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলামের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয় আরও ৮-১০ জন। আহতদের মধ্যে আজিজুল ইসলামকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Header Ad
Header Ad

বাংলাদেশ রেলওয়ের দুই কর্মকর্তাকে পদায়ন ও বদলি

আহম্মদ হোসেন মাসুম (বামে) এবং মো. আসাদুল হক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের দুই কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে রেলপথ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১০ এপ্রিল) মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের প্রশাসন-৫ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব কামরুল হাসান।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক (পশ্চিম) আহম্মদ হোসেন মাসুমকে পদায়ন করা হয়েছে রেলওয়ে (পশ্চিম)-এর প্রধান প্রকৌশলী হিসেবে। অন্যদিকে প্রধান প্রকৌশলী (পশ্চিম) মো. আসাদুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ রেলওয়ের যুগ্ম-মহাপরিচালক (প্রকৌশল) হিসেবে।

এছাড়া প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আহম্মদ হোসেন মাসুম রেলপথ মন্ত্রণালয়ের উন্নয়ন-২ শাখার ২০ নভেম্বর ২০২৪ সালের প্রজ্ঞাপন অনুযায়ী খুলনা থেকে মংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ (তৃতীয় সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালকের অতিরিক্ত দায়িত্বে যেভাবে নিযুক্ত ছিলেন, সেই দায়িত্ব আগের মতোই বহাল থাকবে।

একইভাবে, মো. আসাদুল হকও রেলপথ মন্ত্রণালয়ের পূর্ববর্তী ২৪ জানুয়ারি ২০২৩ সালের প্রজ্ঞাপন অনুযায়ী মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন, সেটিও বহাল থাকবে।

জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

Header Ad
Header Ad

২০ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

ড. মুমতাজুর রহমান দাউদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশে স্বাস্থ্য খাতে বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বাংলা ইউএস এলএলসি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ড. মুমতাজুর রহমান দাউদ জানিয়েছেন, ২০ হাজার কোটি টাকা (প্রায় ২ বিলিয়ন ডলার) ব্যয়ে বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে।

রাজধানী ঢাকায় ৪ দিনের বিনিয়োগ সম্মেলনে এই যুগান্তকারী বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দেন তিনি।

মুমতাজুর রহমান দাউদ বলেন, আগামী ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়াও পরিকল্পনার মধ্যে রয়েছে নার্সিং বিশ্ববিদ্যালয় এবং শিল্পকারখানা স্থাপন। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ও শিল্প খাতে নতুন মাত্রা যোগ হবে।

তিনি বলেন, একই সঙ্গে বছরে ৫ হাজার প্রশিক্ষিত নার্স রপ্তানি এবং চট্টগ্রামের শিল্পাঞ্চলকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের নার্সিং বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নার্সদের যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো হবে, যেখানে দক্ষ নার্সদের ব্যাপক চাহিদা রয়েছে।

সরকারের পূর্ণ সমর্থনের কথা উল্লেখ করে ড. দাউদ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের এই উদ্যোগে পূর্ণ সহযোগিতা করছে। আমরা মনে করি, রূপকল্প ২০৪১ বাস্তবায়নে এই প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চট্টগ্রামে ৬০০ মিলিয়ন ডলার বিনিয়োগে একটি সার কারখানা নির্মাণের কথাও উল্লেখ করে তিনি বলেন, আমেরিকান বিনিয়োগকারী গ্রুপ ডিপি ওয়ার্ল্ডের সাথে যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিনিয়োগকারী গ্রুপে রয়েছেন চেয়ারম্যান মিস্টার ফ্র্যাঙ্ক জাও, যিনি যুক্তরাষ্ট্রের একজন বিলিয়নিয়ার উদ্যোক্তা হিসেবে সুপরিচিত। এ ছাড়াও দলটিতে আছেন প্রধান উপদেষ্টা ড. স্যাম বেটেটা, যিনি ফিটন বিশ্ববিদ্যালয়ের সাবেক গণিত বিভাগীয় প্রধান।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
বাংলাদেশ রেলওয়ের দুই কর্মকর্তাকে পদায়ন ও বদলি
২০ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি
কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে চিঠি
সিলেটে থানায় লালগালিচা দেখে ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা
দিল্লিতে লিঙ্গ পরিবর্তনের চিকিৎসা নিতে এসে গ্রেপ্তার ৫ বাংলাদেশি
রবিবার ৩ জেলায় সাধারণ ছুটি, সবমিলিয়ে টানা ৪ দিনের অবকাশ
এসএসসির ফল ৬০ দিনে প্রকাশের চেষ্টা করা হবে: শিক্ষা উপদেষ্টা
পূর্বাচলে প্লট দুর্নীতি: শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
যমুনা নদী বাঁধ দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে কারাদন্ড
ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় ৪ বাংলাদেশি পণ্যবাহী ট্রাক পেট্রাপোল বন্দর থেকে ফেরত
মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে অসুস্থ হয়ে বাবার মৃত্যু, পরীক্ষার হলে মেয়ে জানে না মৃত্যুর খবর
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নয়, ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ নাম চায় ইসলামী আন্দোলন
৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সন্ত্রাসী সাজ্জাদকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ছাড়াতে চাওয়া স্ত্রী তামান্না
নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীসহ মেয়ের মৃত্যু
ভারতের মত অন্য কোনও দেশ বাংলাদেশের এতটা মঙ্গল চায় না: জয়শঙ্কর
মেসির জোড়া গোলে সেমিফাইনালে ইন্টার মায়ামি
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স
গাজায় গণহত্যার প্রতিবাদে আজ বিএনপির র‌্যালি, রাজধানীতে ব্যাপক প্রস্তুতি
ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল সৌদি আরবে পড়েছে, লক্ষ্য ছিল ইসরায়েল