শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

লবণের দাম চড়া, কারণ জানে না বিসিক!

দেশের বাজারে এখন প্রতি কেজি লবণ বিক্রি হচ্ছে ৩৮ টাকা। অথচ লবণ দেশেই উৎপাদন হচ্ছে। বিভিন্ন ব্র্যান্ডের নামে বিক্রি হওয়া লবণের দাম কে বা কারা নির্ধারণ করে সেটা জানে না সরকারের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। দেশে উৎপাদিত লবণের দাম কেন এত বৃদ্ধি পেয়েছে তার কারণও জানে না নিয়ন্ত্রক সংস্থা বিসিক।

চাল-ডাল, তেল, সাবানের সঙ্গে পাল্লা দিয়েই তরকারিকে সুস্বাদু করা লবণের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। বিশেষ করে মেঘনা গ্রুপের ফ্রেশ লবণ, কনফিডেন্স, মোল্লা, এসিআই বাজারে যে লবণ বিক্রি করছে তা ভোক্তাদের কিনতে হচ্ছে ৩৮ টাকা কেজি দরে। আর দাম বাড়ানোর অজুহাত হিসেবে দেখানো হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ডলারের মূল্য বৃদ্ধির বিষয়টিকে।

রাজধানীর বিভিন্ন সুপারশপগুলোতে যে বেশি দামে লবণ বিক্রি করা হচ্ছে সেটি ধরা পড়েছে খোদ জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বাজার অভিযানে।

অবশ্য ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপার দেখভাল করে বাণিজ্য মন্ত্রণালয়। তাই চাল, চিনি, সয়াবিন তেল, আটা-ময়দা কোম্পানির ব্যাপারে আমরা খতিয়ে দেখছি। কিন্তু লবণ কোম্পানির নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের আওতাভুক্ত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। এর দাম কেন বৃদ্ধি করা হয়েছে এটা তারা বলতে পারবে। কারণ লবণ কোম্পানিগুলো লাইসেন্সও বিসিক থেকে নিয়ে থাকে। কাজেই কিছু জানতে হলে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

লবণের দাম বৃদ্ধির কারণ জানতে বিসিকের চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘আমরা লবণের উৎপাদন ব্যবস্থাপনার ব্যাপারটা দেখে থাকি। কিন্তু দাম নির্ধারণ করি না। কাদের সঙ্গে আলোচনা করে লবণ কোম্পানিগুলো দাম নির্ধারণ করে তাও জানি না। তবে কিছু দিন আগে তাদের বলা হয়েছিল কোনোক্রমেই যাতে লবণের দাম বৃদ্ধি করা না হয়। কারণ দেশে প্রচুর লবণের চাষ হচ্ছে। তাই লবণের দাম বৃদ্ধির কোনো কারণ দেখি না। আবারও তাদের বলা হবে।’

এদিকে মোহাম্মদপুরের খুচরা মুদি ব্যবসায়ী রুবেলের প্রশ্ন-লবণ দেশে উৎপাদন হয়। শুধু প্রসেসিং ও প্যাকেটের জন্য যা খরচ হয়। সেই লবণের প্রতি কেজির দাম কেন ৩৮ টাকা? এটাও কি ডলারের সঙ্গে যুক্ত, না ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের সঙ্গে যুক্ত? অন্য জিনিসের মতো এতো দাম বৃদ্ধি হয় কীভাবে? এমন ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমরা তো দাম বাড়াতে পারি না। কোম্পানিই তো ইচ্ছামতো দাম বৃদ্ধি করছে। আর আমরা কাস্টমারের গালি খাচ্ছি। এটা দেখা দরকার সরকারকে। কারণ কয়েক মাস আগে প্রতি কেজি প্যাকেট লবণ ৩৫ টাকার কম বিক্রি করা হতো।

শুধু ওই খুচরা ব্যবসায়ীই যে ক্ষুব্ধ তা না, তার মত অন্য ব্যবসায়ীরা এবং ভোক্তারাও চরমভাবে ক্ষুদ্ধ লবণের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে। রুবেল নামে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত একজন অভিযোগ করে বলেন, যে যার মতো করে দাম নিচ্ছে। কিন্তু আমাদের বেতন তো বাড়েনি। এমন কি হয়েছে যে কেজিতে আট থেকে ১০ টাকা বেশি নিতে হবে। এভাবে ভোক্তাদের ঠকানো হচ্ছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় মিনাবাজার, আগুরা, স্বপ্ন সুপারশ, নন্দনসহ বিভিন্ন সুপারশপে মেঘনা গ্রুপের ফ্রেশ লবণ ভোক্তাদের কাছে বিক্রি করা হচ্ছে ৩৮ টাকা কেজি। সেই লবণ তাদের কাছে মেঘনা গ্রুপ বিক্রি করেছে ২৯ টাকা ৬৪ পয়সা। সুপারশপ লাভ করেছে আট টাকা ৩৬ পয়সা বা ২৮ শতাংশ। একইভাবে কনফিডেন্স লবণের কেজি ওই সুপারশপে ২৮ টাকা ৫০ পয়সা বিক্রি করা হয়েছে। ভোক্তাদের কিনতে হচ্ছে ৩৮ টাকায়। কেজিতে লাভ করছে সাড়ে ৯ টাকা বা ৩৩ দশমিক ৩০ শতাংশ।

একইভাবে মোল্লা সল্টও বিভিন্ন সুপারশপে ৩১ টাকা ১৬ পয়সা বিক্রি করা হচ্ছে। সেই লবণ ভোক্তারা কিনছেন ৩৮ টাকা কেজি। কেজিতে লাভ করছে ছয় টাকা ৮৪ পয়সা বা ২১ দশমিক ৯০ শতাংশ। তবে এসিআই একটু কমে অর্থাৎ ৩৩ টাকা ৯ পয়সা বিক্রি করছে সুপারশপে। আর ভোক্তাদের কাছে বিক্রি করা হচ্ছে ৩৮ টাকা কেজি দরে। কেজিতে বিভিন্ন সুপাশপ লাভ করছে চার টাকা ৯১ পয়সা বা ১৪ দশমিক ৮০ পয়সা। এ ছাড়া বিভিন্ন দোকান থেকে প্রায় সব কোম্পানির লবণ ৩৮ টাকা কেজি দরে ভোক্তাদের কাছে বিক্রি করা হচ্ছে।

ফ্রেশ বান্ডের লবণ বেশি দামে বিক্রির ব্যাপারে জানতে মেঘনা গ্রুপের ডেপুটি অ্যাডভাইজার মো. শফিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে অতিরিক্ত মহাব্যবস্থাপক মো. আব্দুল হাসনাতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকাপ্রকাশ-কে প্রথমে বলেন, এ ব্যাপারে ডেপুটি অ্যাডভাইজার সব কিছু নির্ধারণ করেন। তিনি ভালো বলতে পারবেন। তার ফোন বন্ধ তাই আপনার কাছে চানতে চাওয়া হচ্ছে। তখন তিনি বলেন, ‘আমরা বিভিন্ন সুপারশপসহ খুচরা পর্যায়ে যে লবণ বিক্রি করি তার এমআরপি আমরাই নির্ধারণ করে থাকি। তারা সেই দরে ভোক্তাদের কাছে বিক্রি করে। লাভের অংশ খুব বেশি না, ২৮ শতাংশ। তা স্বীকার করে তিনি বলেন, হ্যাঁ, অন্য পণ্যের তুলনায় লাভ একটু বেশি। তা বিবেচনা করা হবে।

এসিআইর ব্র্যান্ড ম্যানেজার রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকাপ্রকাশ-কে বলেন, এটা আমি দেখি না। পরে এসিআই লবণ এর ম্যানেজার মোহাম্মদ মাজহারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকাপ্রকাশ-কে বলেন, কোম্পানি থেকে লবণের এমআরপি নির্ধারণ করা হয়েছে। আমরা বিভিন্ন সুপারশপের সঙ্গে চুক্তি করে ৩৩ টাকা ৯ পয়সা বিক্রি করি। তারা ৩৮ টাকা কেজি ভোক্তাদের কাছে বিক্রি করে। এ ছাড়া ডিলারদের মাধ্যমে খুচরা বিক্রেতাদের কাছেও লবণ বিক্রি করা হয়। ৩৮ টাকা কেজি বেশি না। তেমনভাবে দাম বৃদ্ধি পায়নি। কারণ ৫ থেকে ৬ মাস আগে ৩৫ টাকা কেজি ছিল। এরপর ম্যাটেরিয়ালসের দাম বৃদ্ধি পেয়েছে।

এটা তো দেশে উৎপাদন হয়, প্রসেসিং ও প্যাকেটিংয়ের জন্য কি বেশি দাম? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চাহিদা বেশি পাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। মোল্লা সল্ট ও কনফিডেন্স সল্টের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কোনো মন্তব্য জানা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, চাল, চিনি, আটা-ময়দা, ভোজ্যতেল, মুরগি ও ডিমের দাম বৃদ্ধির কারণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সম্প্রতি বিভিন্ন কারখানার মালিক, ডিলার, পাইকারি ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির নেতাদের ডেকে বৈঠক করেছে। সেখানে এভাবে দাম বৃদ্ধির কারণ জানতে চাওযা হয়। কিন্তু তারা কোনো যৌক্তিক কারণ দেখাতে না পারায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে বেশি দাম আদায় করার প্রমাণ পাওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে সুপারিশও করেছে।

তাদের এই সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন অনুসন্ধান করে দেখে যে, কোনো কারণ ছাড়াই ইউনিলিভার, সিটি, প্রাণ, এসিআই, মেঘনা গ্রুপসহ রশিদ, এরফান চালকল মালিকরা বেশি দাম আদায় করছে ভোক্তাদের কাছে। বাধ্য হয়ে সরকারি এই প্রতিষ্ঠানটি বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে মামলাও করেছে। গত ২৭ সেপ্টেম্বর থেকে ওই সব মামলার শুনানি শুরু হয়েছে। কেউ সঠিত তথ্য দিতে পারছে না। জবাব দিতে সবাই সময় নিচ্ছে।

এনএইচবি/আরএ/

Header Ad
Header Ad

মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং  

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। ছবি: সংগৃহীত

৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ৫১মিনিটে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। তাকে হাসপাতালে ভর্তির কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

এর আগে ২০০৯ সালে দিল্লির এআইআইএমএসে মনমোহন সিংয়ের সফল করোনারি বাইপাস সার্জারি সম্পন্ন হয়। ২০২১ সালে মহামারির সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

মনমোহন সিং ১৯৭১ সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে প্রথম যোগদান করেন। পরে তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

চলতি বছরের শুরুর দিক পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। গত এপ্রিলে রাজ্যসভা থেকে অবসরে যান তিনি।

 

Header Ad
Header Ad

ইয়েমেনের বিমানবন্দর-বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলা  

ছবি: সংগৃহীত

ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দর, সেনাবাহিনীর ঘাঁটি ও অন্য একটি শহরের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। সানা ছাড়াও দেশটির বন্দরনগরী হুদাইদাহতেও বিমান হামলা করা হয়েছে। বৃহস্পতিবার ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ও ইসরায়েলি গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

বিদ্রোহী গোষ্ঠী হুথি পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, সানা বিমানবন্দর ও এর পার্শ্ববর্তী আল-দাইলামি সেনা ঘাঁটি এবং হুদাইদাহর একটি বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলি এই হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে হুথি বিদ্রোহীরা।

ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে, রাজধানী সানা ও হুদাইদাহ শহরে হামলার ঘটনাকে ‘‘ইসরায়েলি আগ্রাসন’’ বলে অভিহিত করেছে আল-মাসিরাহ টেলিভিশন। এই হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি ইসরায়েল।

প্রত্যক্ষদর্শী ও হুথি বিদ্রোহীরা বলেছেন, রাজধানী সানার একটি বিমানবন্দর ও সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী হুদাইদাহর একটি বিদ্যুৎ কেন্দ্রেও হামলা করা হয়েছে।

তবে ইসরায়েলি হামলায় ইয়েমেনে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। কয়েকদিন আগে ইসরায়েলি ভূখণ্ডের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এরপর থেকেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে হুঁশিয়ারি দিয়ে আসছে।

গত বছরের অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধের প্রথম মাস থেকেই ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গত সপ্তাহে হুথিদের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। প্রতিশোধ হিসেবে ইসরায়েলও হুথিদের বিরুদ্ধে দফায় দফায় হামলা করছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন, হুথিদের বিরুদ্ধে ‘‘কঠোর আঘাত’’ হানার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। এই গোষ্ঠীর শীর্ষ নেতৃত্বকে নির্মুল করা হবে বলে হুমকি দিয়েছেন তিনি।

Header Ad
Header Ad

সুপ্রিম কোর্টসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

ছবি: সংগৃহীত

 

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, প্রধান বিচারপতির বাসভবন, জাজেস কমপ্লেক্স, বিচারপতি ভবন, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের বাসভবন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন ও তৎসংলগ্ন এলাকায় সার্বিক নিরাপত্তা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদের সই করা একটি সার্কুলারে এ তথ্য জানানো হয়।

সার্কুলারে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতি মহোদয়গণ বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিচারকার্য পরিচালনা করে থাকেন। এ ছাড়া দেশের বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার নথিসহ কয়েক লাখ মামলার নথি অত্র কোর্টে রক্ষিত আছে।

আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বিচারপ্রার্থী জনগণকে বিচারিকসেবা প্রদান করা এবং বিভিন্ন মামলার নথি সংরক্ষণের নিশ্চয়তা প্রদানের নিমিত্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবন, জাজেস কমপ্লেক্স, বিচারপতি ভবন, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতি মহোদয়গণের বাসভবন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেরের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন ও তৎসংলগ্ন এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করা অতীব জরুরি।

এ অবস্থায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবন, জাজেস কমপ্লেক্স, বিচারপতি ভবন, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতি মহোদয়গণের বাসভবন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সু্প্রিম কোর্ট বার এসোসিয়েশন ভবন ও তৎসংলগ্ন এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদারকরণের নিমিত্ত জরুরি ভিত্তিতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েনপূর্বক সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাসহ এ বিষয়ে আনুষঙ্গিক কার্য সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং  
ইয়েমেনের বিমানবন্দর-বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলা  
সুপ্রিম কোর্টসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
তিব্বতে ‘বিশ্বের বৃহত্তম’ জলবিদ্যুৎ বাঁধ তৈরি করবে চীন  
ফায়ার ফাইটার নয়ন এর বাড়ীতে শোকের মাতম চলছে
চট্টগ্রামের এক ইঞ্চি মাটিতে হাত দিলে কারও চোখ থাকবে না: ব্যারিস্টার ফুয়াদ  
সেন্টমার্টিন থেকে ফেরার পথে নষ্ট জাহাজ, মাঝপথে আটকা ৭১ যাত্রী
তিতাসের ১৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
দর্শনা চেকপোস্টে ভারতীয় মদসহ এক ভুয়া পুলিশ আটক
আগুনে পুড়ল ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে অফিস করবেন আসিফ মাহমুদ
অবৈধ বালু ঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পালিয়ে গেল বালুখেকোরা  
নসরুল হামিদের ৯৮ ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন: দুদকের মামলা
ত্রিপুরা পল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন গ্রেপ্তার
সচিবালয় কিভাবে আওয়ামী মুক্ত করতে হয় সেটা ছাত্র জনতা জানে: হাসনাত আব্দুল্লাহ
অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা ৩১ জানুয়ারির পর
সচিবালয়ের অগ্নিকাণ্ড তদন্তে উচ্চ পর্যায়ের নতুন কমিটি
টাঙ্গাইলে ২৭ মামলার আসামিসহ ডাকাতচক্রের ৪ সদস্য গ্রেফতার  
তাবলিগ জামাতের কার্যক্রম থেকে বিরত থাকতে সাদ অনুসারীদের অনুরোধ
দেশের অবস্থা ভালো না, শেখ হাসিনা আবারও আসবে: সোলায়মান সেলিম
রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক হলেন মোঃ সুবক্তগীন