শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

রাজনৈতিক দলগুলোর অনাগ্রহেও থেমে নেই ইসির নির্বাচনী প্রস্তুতি

রাজনীতির মাঠ এখন সরগরম। একদিকে নির্বাচনী হাওয়া শুরু হয়েছে, অপরদিকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে বিএনপি ও সমমনা দলগুলো। ঠিক সেই সময়েই আগামী নির্বাচনের জন্য নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন।

ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে ভোট গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। সেজন্য ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনঃনির্ধারণসহ নিজেদের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

তবে নির্বাচন কমিশন নিজেদের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী কাজ শুরু করলেও কমিশনের উপর অনাস্থা জানিয়ে নির্বাচনে যেতে নিজেদের অনাগ্রহের কথা জানিয়ে দিয়েছে অধিকাংশ রাজনৈতিক দল। বিএনপিসহ তাদের মিত্রদের জোট বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো ভোটে যেতে চায় না।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ইস্যুতে বেশিরভাগ রাজনৈতিক দল অনাস্থা জানিয়েছে। তারপরও ভোটে ইভিএম ব্যবহারে জোর দিয়েছে নির্বাচন কমিশন। তারা আগামী সংসদ নির্বাচনে অনধিক দেড়শ আসনে ইভিএম ব্যবহারের টার্গেটের কথা জানিয়েছে। নিজেদের চাওয়াকে বাস্তবে রূপ দিতে ইভিএম কেনার অনুমোদনও দিয়েছে নির্বাচন কমিশন।

কিন্তু ইসির এই সিদ্ধান্তকে একগুয়েমি বলে মনে করছে অনেক রাজনৈতিক দল। বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো তো বটে, সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও মনে করছে, যাদের জন্য ভোটের আয়োজন তাদের সবার কথা উপেক্ষিত রেখেই নিজেদের মতো পথচলা শুরু করেছে কমিশন। এতেই তাদের উদ্দেশ্য সম্পর্কে অবগত সাধারণ ভোটাররা।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছে, নির্বাচন কমিশনের রোডম্যাপ মূল্যহীন। তাদের সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা নেই। শুরু থেকেই নির্বাচন কমিশন স্ববিরোধী কথা বলছে।

একই অভিযোগে ইসিকে জনতার কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিএনপিসহ তাদের মিত্র দলগুলো। আওয়ামী লীগ ও তাদের ঘনিষ্ঠ শরিক দলগুলো ছাড়া সব রাজনৈতিক দল যখন ইসির কাজে আস্থাহীন তখনও নিজেদের সিদ্ধান্তে অনড় কমিশন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন যে সংলাপ করেছিল সেখানে নিবন্ধিত ৩৯টি দলের মধ্যে ২৯টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। সেই সংলাপে নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে ১২টি দল সরাসরি মতামত দিয়েছে। আর ইভিএম এর বিপক্ষে মতামত দিয়েছে ৬টি দল। শর্ত সাপেক্ষে ইভিএমের পক্ষে ১১টি দল।

অথচ নির্বাচন কমিশন বলছে, ১৭টি রাজনৈতিক দল ইভিএমের পক্ষে তাদের মতামত দিয়েছে। যা মোটেই সঠিক নয় বলে দাবি করছে রাজনৈতিক দলগুলো। তারা বলছে, নির্বাচন কমিশনের এই বক্তব্য অগ্রহণযোগ্য।

নির্বাচন কমিশনের প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যাবে, ৩৯টি দলের মধ্যে ১২টি দল যদি সরাসরি ইভিএম এর পক্ষে মতামত দেয় বাকি ২৭টি দলই তাদের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। অর্থাৎ এক তৃতীয়াংশ দলই ‘না’ অবস্থানে। তারপরও কর্ণপাত করছে না নির্বাচন কমিশন।

এত কিছুর পরেও নির্বাচন কমিশন যখন ভোটের পথে তখন সেটাকে সন্দেহের চোখে দেখছেন বিশেষজ্ঞরা। এবিষয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের অতি ঘনিষ্ঠ শরিক ছাড়া সবাই ইভিএম এর বিপক্ষে মতামত দিয়েছে। শুধু তাই না বিশিষ্টজনেরাও ইভিএম এর বিপক্ষে মতামত দিয়েছে। সবার মতামতকে উপেক্ষা করে নির্বাচন কমিশন কার স্বার্থে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করল? এখানে নিরপেক্ষ নির্বাচনের সন্দেহটা বাড়িয়ে দিল।’

তিনি বলেন, রোডম্যাপ বা ইভিএম মেশিন কেনার আগে তাদের নিজেদের প্রতি ভোটার ও রাজনৈতিক দলগুলোর আস্থা ফেরাতে উদ্যোগী হওয়া জরুরি।

নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ব্রতির সিইও শারমিন মুরশীদ ঢাকাপ্রকাশ-কে বলেন, নির্বাচন কমিশন দেড়শ আসনে ইভিএম ব্যবহারের কথা জানিয়েছে। এটা অযৌক্তিক। এটা যুক্তিসঙ্গত একটা সিদ্ধান্ত নয়। এই সিদ্ধান্তটা সন্দেহের জায়গাটা আরও সুদৃঢ় করবে। মানুষ এটাকে গ্রহণ করতে চাইবে না।

বিশেষজ্ঞদের মতে, নির্বাচন কমিশনের নির্বাচনী ট্রেন দলমতের মতামতের বিপক্ষে। এ কারণে কমিশনের জন্য কঠিন কাজ হবে গন্তব্যে পৌঁছানো। রোডম্যাপ বা নির্বাচনী প্রস্তুতির আগে নিজেদের নিরপেক্ষতা প্রমাণের ওপর জোর দিলেন বিশ্লেষকরা।

এনএইচবি/এসএন

 

Header Ad
Header Ad

মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং  

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। ছবি: সংগৃহীত

৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ৫১মিনিটে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। তাকে হাসপাতালে ভর্তির কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

এর আগে ২০০৯ সালে দিল্লির এআইআইএমএসে মনমোহন সিংয়ের সফল করোনারি বাইপাস সার্জারি সম্পন্ন হয়। ২০২১ সালে মহামারির সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

মনমোহন সিং ১৯৭১ সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে প্রথম যোগদান করেন। পরে তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

চলতি বছরের শুরুর দিক পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। গত এপ্রিলে রাজ্যসভা থেকে অবসরে যান তিনি।

 

Header Ad
Header Ad

ইয়েমেনের বিমানবন্দর-বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলা  

ছবি: সংগৃহীত

ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দর, সেনাবাহিনীর ঘাঁটি ও অন্য একটি শহরের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। সানা ছাড়াও দেশটির বন্দরনগরী হুদাইদাহতেও বিমান হামলা করা হয়েছে। বৃহস্পতিবার ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ও ইসরায়েলি গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

বিদ্রোহী গোষ্ঠী হুথি পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, সানা বিমানবন্দর ও এর পার্শ্ববর্তী আল-দাইলামি সেনা ঘাঁটি এবং হুদাইদাহর একটি বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলি এই হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে হুথি বিদ্রোহীরা।

ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে, রাজধানী সানা ও হুদাইদাহ শহরে হামলার ঘটনাকে ‘‘ইসরায়েলি আগ্রাসন’’ বলে অভিহিত করেছে আল-মাসিরাহ টেলিভিশন। এই হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি ইসরায়েল।

প্রত্যক্ষদর্শী ও হুথি বিদ্রোহীরা বলেছেন, রাজধানী সানার একটি বিমানবন্দর ও সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী হুদাইদাহর একটি বিদ্যুৎ কেন্দ্রেও হামলা করা হয়েছে।

তবে ইসরায়েলি হামলায় ইয়েমেনে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। কয়েকদিন আগে ইসরায়েলি ভূখণ্ডের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এরপর থেকেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে হুঁশিয়ারি দিয়ে আসছে।

গত বছরের অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধের প্রথম মাস থেকেই ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গত সপ্তাহে হুথিদের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। প্রতিশোধ হিসেবে ইসরায়েলও হুথিদের বিরুদ্ধে দফায় দফায় হামলা করছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন, হুথিদের বিরুদ্ধে ‘‘কঠোর আঘাত’’ হানার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। এই গোষ্ঠীর শীর্ষ নেতৃত্বকে নির্মুল করা হবে বলে হুমকি দিয়েছেন তিনি।

Header Ad
Header Ad

সুপ্রিম কোর্টসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

ছবি: সংগৃহীত

 

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, প্রধান বিচারপতির বাসভবন, জাজেস কমপ্লেক্স, বিচারপতি ভবন, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের বাসভবন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন ও তৎসংলগ্ন এলাকায় সার্বিক নিরাপত্তা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদের সই করা একটি সার্কুলারে এ তথ্য জানানো হয়।

সার্কুলারে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতি মহোদয়গণ বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিচারকার্য পরিচালনা করে থাকেন। এ ছাড়া দেশের বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার নথিসহ কয়েক লাখ মামলার নথি অত্র কোর্টে রক্ষিত আছে।

আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বিচারপ্রার্থী জনগণকে বিচারিকসেবা প্রদান করা এবং বিভিন্ন মামলার নথি সংরক্ষণের নিশ্চয়তা প্রদানের নিমিত্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবন, জাজেস কমপ্লেক্স, বিচারপতি ভবন, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতি মহোদয়গণের বাসভবন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেরের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন ও তৎসংলগ্ন এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করা অতীব জরুরি।

এ অবস্থায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবন, জাজেস কমপ্লেক্স, বিচারপতি ভবন, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতি মহোদয়গণের বাসভবন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সু্প্রিম কোর্ট বার এসোসিয়েশন ভবন ও তৎসংলগ্ন এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদারকরণের নিমিত্ত জরুরি ভিত্তিতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েনপূর্বক সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাসহ এ বিষয়ে আনুষঙ্গিক কার্য সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং  
ইয়েমেনের বিমানবন্দর-বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলা  
সুপ্রিম কোর্টসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
তিব্বতে ‘বিশ্বের বৃহত্তম’ জলবিদ্যুৎ বাঁধ তৈরি করবে চীন  
ফায়ার ফাইটার নয়ন এর বাড়ীতে শোকের মাতম চলছে
চট্টগ্রামের এক ইঞ্চি মাটিতে হাত দিলে কারও চোখ থাকবে না: ব্যারিস্টার ফুয়াদ  
সেন্টমার্টিন থেকে ফেরার পথে নষ্ট জাহাজ, মাঝপথে আটকা ৭১ যাত্রী
তিতাসের ১৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
দর্শনা চেকপোস্টে ভারতীয় মদসহ এক ভুয়া পুলিশ আটক
আগুনে পুড়ল ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে অফিস করবেন আসিফ মাহমুদ
অবৈধ বালু ঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পালিয়ে গেল বালুখেকোরা  
নসরুল হামিদের ৯৮ ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন: দুদকের মামলা
ত্রিপুরা পল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন গ্রেপ্তার
সচিবালয় কিভাবে আওয়ামী মুক্ত করতে হয় সেটা ছাত্র জনতা জানে: হাসনাত আব্দুল্লাহ
অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা ৩১ জানুয়ারির পর
সচিবালয়ের অগ্নিকাণ্ড তদন্তে উচ্চ পর্যায়ের নতুন কমিটি
টাঙ্গাইলে ২৭ মামলার আসামিসহ ডাকাতচক্রের ৪ সদস্য গ্রেফতার  
তাবলিগ জামাতের কার্যক্রম থেকে বিরত থাকতে সাদ অনুসারীদের অনুরোধ
দেশের অবস্থা ভালো না, শেখ হাসিনা আবারও আসবে: সোলায়মান সেলিম
রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক হলেন মোঃ সুবক্তগীন