বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ | ২৭ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

সংগ্রহ হচ্ছে আমলনামা

আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন না অনেক মন্ত্রী-এমপি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে তথ্য উপাত্ত সংগ্রহের পাশাপাশি বর্তমান সংসদে দলীয় সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সরকারের বিভিন্ন সংস্থা এবং আওয়ামী লীগের নিজস্ব ব্যবস্থাপনায় এই তথ্য সংগ্রহের কাজ করা হচ্ছে।

নিজ নিজ এলাকায় সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সংসদ সদস্যদের বর্তমান অবস্থা সম্পর্কে জরিপ করা হচ্ছে। ইতোমধ্যে প্রতিটি নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের উপর চালানো জরিপের একাধিক প্রতিবেদন দলীয় হাই কমান্ডের টেবিলে পৌঁছেছে। নির্বাচনের আগে আগামী কয়েক মাসে আরও কয়েক দফা নেতাদের সম্পর্কে মাঠ জরিপ করবে সরকারি দল। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে এ সব তথ্য জানা গেছে।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগের বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য নানা কারণে মনোনয়ন পাবেন না। যে সব সংসদ সদস্য বা মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী মাঠ জরিপে লেটার মার্ক পাবেন তাদের হাতেই তুলে দেওয়া হবে নৌকার বৈঠা।

সূত্র জানায়, আগামী নির্বাচনে অনেকগুলো বিষয়কে গুরুত্ব দিয়ে জরিপ চালানো হচ্ছে। বিশেষ করে যেসকল সংসদ সদস্য নিজ নির্বাচনী এলাকায় নিজস্ব বলয় তৈরি করতে গিয়ে দলের ভেতর বিভাজন সৃষ্টি করেছেন তাদের কপাল পুড়তে পারে। যেসকল নেতা বা সংসদ সদস্য দলের বিপক্ষে নেতিবাচক কথা-বার্তা বলে দলকে বিব্রত করেছেন, দলের সিদ্ধান্তে বাইরে গিয়ে স্থানীয় রাজনীতিতে গ্রুপিং করেছেন তাদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব।

সূত্র জানায়, শুধু দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়া কিংবা গ্রুপিং নয়, যাদের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে তাদের কাউকেই আগামী নির্বাচনে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ। এর বাইরে যেসকল সংসদ সদস্য বা মন্ত্রীরা বয়োবৃদ্ধ তাদের মনোনয়ন পাওয়া বিষয়টিও অনিশ্চিত।

আগামী নির্বাচনে যে প্রার্থী মনোনয়নে বড় পরিবর্তন হবে তার একটা আভাসও পাওয়া গেছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক একটি বক্তব্যে। ভারত সফর শেষে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, ‘নির্বাচনে নমিনেশনে পরিবর্তন এটা খুব স্বাভাবিক ব্যাপার। ক্ষেত্র-মত অবশ্যই আমরা যাচাই করে দেখব কার জেতার সম্ভাবনা আছে কার নেই। অথবা বেশ কিছু নিবেদিত প্রাণকর্মী আছে যাদের বয়স হয়ে গেছে, কষ্ট হচ্ছে, তাদের আর কষ্ট দিতে চাই না।’

আওয়ামী লীগ সভাপতি তার এই বার্তায় তৃণমূল পর্যায়ে একটি স্বচ্ছ ধারণা দিয়েছেন আগামী নির্বাচনে প্রার্থী বাছাই ও মনোনয়নের ব্যাপারে। সভাপতির এই বার্তায় অন্তত শতাধিক সংসদ সদস্য বাতিলের খাতায় পড়ে যাবেন বলে ধারণা করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

যেসকল সংসদ সদস্য একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পরও নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হয়েছেন তাদের বোঝা টানতে চায় না দলীয় হাই কমান্ড। ওই সংসদীয় আসনে কম পরিচিত কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য এমন ব্যক্তি খুঁজে বের করে তাদের হাতেই নৌকার টিকিট দিতে চায় দলটি। এজন্য এমপিদের কাজের মূল্যায়ন যাচাই বাছাই করা হচ্ছে বলে জানা গেছে।

বর্তমান একাদশ সংসদে আওয়ামী লীগের ২৫৯ জন সংসদ সদস্য রয়েছে। সংরক্ষিত আসনে রয়েছেন আরও ৪৩ জন সংসদ সদস্য। বর্তমান সংসদে আওয়ামী লীগের মোট সংসদ সদস্য রয়েছেন মোট ৩০২ জন। এদের মধ্যে একটা বড় অংশ আছেন যারা বয়স্ক। সঙ্গত কারণেই তাদের বাদ যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে।

সূত্র জানায়, বেশ কয়েকজন মন্ত্রী এমপি নানা বিতর্কিত বক্তব্য দিয়ে দল ও সরকারকে বিব্রত করেছেন। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের নামে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথকে ইতোমধ্যে দলের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনের মালিকানাধীন হোটেল রেইন ট্রি নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। এরকম আরও যারা নানা অভিযোগ বিশেষ করে টেন্ডার, চাঁদাবাজি, মাদক মামলা, নারী কেলেঙ্কারিসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বেশ কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে। আগামী নির্বাচনে তাদেরও মনোনয়ন দেওয়া হবে না বলে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

আগামী নির্বাচনে কেমন প্রার্থী চায় আওয়ামী লীগ, মনোনয়নের ক্ষেত্রে পরিবর্তন আসবে কি না এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘একেবারে জনগণের কাছে গ্রহণযোগ্য নেতাকে প্রার্থী করতে হবে। অবশ্যই তাকে সৎ নির্ভীক হতে হবে, এমনতর প্রার্থীকেই প্রাধান্য দেওয়া হবে। যাদের বিষয়ে অভিযোগ রয়েছে এবং যে বিষয়ে অভিযোগ সে সব কিছুর উপর একটি সার্ভে চলছে। বার বার মাঠ জরিপ করে আমলনামা নেওয়া হচ্ছে। সেই আমলনামা অনুসারে কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলে কেউ রেহাই পাবে না, কেউ না। সে যত বড় নেতাই হোক, আর যত বড় যেই হোক, কেউ রেহাই পাবে না।’

একই কথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি ঢাকাপ্রকাশকে বলেন, ‘অবশ্যই জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেবেন আমাদের নেত্রী। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে তো আর প্রার্থী করবেন না।’

এনএইচবি/আরএ/

Header Ad
Header Ad

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন

টাঙ্গাইলের ভূঞাপুরে গাজায় গণহত্যার প্রতিবাদে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন। ছবি: ঢাকাপ্রকাশ

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর চলমান নৃশংসতায় শিশুসহ গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন করেছে উপজেলা সনাতন ধর্মাবলম্বী লোকজন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ্ আলম প্রামাণিক, উপজেলা সুজনের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, উপজেলা সনাতন ধর্মাবলম্বী সংঘের সাধারণ সম্পাদক অভিজিৎ ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক তাপস নারায়ণ দে সরকার প্রমুখ।

এ সময় ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, শিক্ষিকা তাপসী বসাক, সাংবাদিক আব্দুর রশিদ, মাসুদ, ফরমান শেখ, তৌফিকুর রহমান, মাহমুদুল হাসান প্রমুখসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও হিন্দু ধর্মাবলম্বীরা ছাড়াও নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।



Header Ad
Header Ad

জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস (ভিডিও)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর হামলার মতো এমন অপকর্মের সাহস পেত না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে ইসরায়েলি হামলার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপির আয়োজিত র‌্যালিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ইসরায়েল কেবল ফিলিস্তিন নয়, সারা বিশ্বের মুসলমানদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে। একে যদি এখনই প্রতিহত করা না যায়, তাহলে একে একে সব মুসলিম রাষ্ট্রকে তারা ধ্বংস করবে। পার্শ্ববর্তী দেশগুলোতেও মুসলমানদের ওপর নিপীড়ন বাড়ছে, আমরাও তা প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছি।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিবাদ দেখা যায়নি। এমনকি সুশীল সমাজ থেকেও কোনো প্রতিক্রিয়া আসেনি, যা অত্যন্ত হতাশাজনক।

তিনি বলেন, বিএনপি সবসময় মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আমরা মুসলমান, আমরা মানবিক—এই ন্যূনতম দায়বদ্ধতা থেকেও ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো উচিত।

এসময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপি সবসময় ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে। ফিলিস্তিন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের এখনও আলাপ পাইনি। অনেক সুশীল রয়েছে, তাদের সাড়া মিলছে না।’

মুসলিম বিশ্বের দ্বিধাবিভক্তির কারণে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চলছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘ভারতের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গেও রয়েছে।’

বিএনপির ক্ষমতায় যাওয়া ঠেকাতে সবাই ব্যস্ত, কিন্তু ফিলিস্তিনের পক্ষে ব্যস্ত নয় বলে মন্তব্য করেন গয়েশ্বর।

Header Ad
Header Ad

নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ১০জন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দননগর এলাকার বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন - বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকার মৃত ওছির আলীর ছেলে শরিফুল ইসলাম (৫৫) এবং একই এলাকার মৃত আফসের আলীর ছেলে আজিজুল হক (৫৫)।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম ও লালচানের বুধরিয়া এলাকায় পাশাপাশি জমি রয়েছে। সাইফুল ইসলামের বাবা তাদের জায়গাতে গাছ লাগালে জমিজমা মাপজোক করে গাছটি লালচানদের মধ্যে পড়ে। গাছ সাইফুলের বাবা লাগানোর সুবাদে উভয়পক্ষের সম্মতিতে সাইফুল গতকাল বুধবার মেহগনি গাছ কাটলে উভয়পক্ষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। আজ সকালে সাইফুল ইসলামকে দেখতে পেয়ে লালচান তার অংশ বেড়া দিয়ে ঘিরে নিতে বললে সাইফুল ব্যস্ত আছে জানালে লালচান, কাশেম হাজীসহ ২০-২২ জন রামদা, কুড়াল, হাসুয়া দিয়ে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলামের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয় আরও ৮-১০ জন। আহতদের মধ্যে আজিজুল ইসলামকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন
জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস (ভিডিও)
নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
বাংলাদেশ রেলওয়ের দুই কর্মকর্তাকে পদায়ন ও বদলি
২০ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি
কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে চিঠি
সিলেটে থানায় লালগালিচা দেখে ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা
দিল্লিতে লিঙ্গ পরিবর্তনের চিকিৎসা নিতে এসে গ্রেপ্তার ৫ বাংলাদেশি
রবিবার ৩ জেলায় সাধারণ ছুটি, সবমিলিয়ে টানা ৪ দিনের অবকাশ
এসএসসির ফল ৬০ দিনে প্রকাশের চেষ্টা করা হবে: শিক্ষা উপদেষ্টা
পূর্বাচলে প্লট দুর্নীতি: শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
যমুনা নদী বাঁধ দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে কারাদন্ড
ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় ৪ বাংলাদেশি পণ্যবাহী ট্রাক পেট্রাপোল বন্দর থেকে ফেরত
মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে অসুস্থ হয়ে বাবার মৃত্যু, পরীক্ষার হলে মেয়ে জানে না মৃত্যুর খবর
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নয়, ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ নাম চায় ইসলামী আন্দোলন
৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সন্ত্রাসী সাজ্জাদকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ছাড়াতে চাওয়া স্ত্রী তামান্না
নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীসহ মেয়ের মৃত্যু
ভারতের মত অন্য কোনও দেশ বাংলাদেশের এতটা মঙ্গল চায় না: জয়শঙ্কর
মেসির জোড়া গোলে সেমিফাইনালে ইন্টার মায়ামি
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স