বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ | ২৭ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ড. রেজা কিবরিয়ার মুখোমুখি: পর্ব -১

যুব সমাজই আমাদের দেশকে মুক্তি এবং আসল স্বাধীনতা এনে দেবে

রাজনীতির মাঠে নতুন দল গণঅধিকার আন্দোলন আত্মপ্রকাশ করেছে। ইতোমধ্যে দলের কাঠামো ও পরিকল্পনা তুলে ধরেছেন দলের নীতি নির্ধারকগণ। কোন আদর্শকে ধারণ করে আগাতে চায় দলটি? আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে তাদের অবস্থান কী হবে এসব বিষয় নিয়ে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার মুখোমুখি হয়েছে ঢাকাপ্রকাশ ।

সাক্ষাৎকারে রেজা কিবরিয়া খোলামেলা কথা বলেছেন। তিনি জানিয়েছেন, আগামী নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগকে টেক্কা দিতে চায় নতুন এই দলটি। যুদ্ধাপরাধী জামায়াত ইসলাম এবং ধর্মনিরপেক্ষতা বিষয়েও সোজা সাপটা জবাব দিয়েছেন তিনি। বলেছেন, ‘ধর্মনিরপেক্ষ শব্দটা আমি পছন্দ করি না। তবে কেউ ধর্মের বিরুদ্ধে কোনো অসুবিধা করবে এটাতে আমি বিশ্বাস করি না।’ আর জামায়াত ইসলাম প্রসঙ্গে বলেছেন, ‘আমাদের আদর্শের সাথে অনেক তফাৎ আছে। কিন্তু একটা বিষয়ে তাদের সাথে মিল আছে...।’

 

ঢাকাপ্রকাশ: আপনার বাবা তো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেই ছিলেন। আপনি গণফোরামে যোগ দিলেন আবার সেটি রেখে নতুন দলের আহ্বায়ক হলেন এ বিষয়ে আপনার বক্তব্য জানাবেন কী?

ড. রেজা কিবরিয়া: গণফোরাম ছেড়েছি ২০২১ সালের ফেব্রুয়ারিতে। এই দল প্রতিষ্ঠা করেছি একই বছরের অক্টোবরের ২৬ তারিখে। আমি মনে করি এই দলটা শুরুতেই খুব শক্তিশালী। কারণ তাদের ৫টা সহযোগী সংগঠন আছে, তারা খুবই শক্তিশালী। সংগঠনগুলো হলো ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ ও প্রবাসী অধিকার পরিষদ। প্রত্যেকটা সহযোগী সংগঠনের অনেক লোক আছে, অনেক শাখা আছে। এই শাখা এবং সাংগঠনিক শক্তির ওপর ভিত্তি করে আমাদের যাত্রা শুরু করলাম। প্রথম থেকেই অনেক লোকের সাড়া পাচ্ছি, অনেক লোক যোগদান করছেন।

ঢাকাপ্রকাশ: গণফোরাম ছাড়তে হলো কেন? এবার গণঅধিকার পরিষদ করলেন, এখানেই বা কি প্রত্যাশা?

ড. রেজা কিবরিয়া: গণফোরামে যোগদান করেছিলাম শুধু একটা মানুষের দিকে তাকিয়ে সে হলো ড. কামাল হোসেন। গণ ফোরামের অন্য মানুষকে আমি সেভাবে চিনতাম না। পরে দেখলাম গণফোরামে নির্বাচনমুখী লোক খুব কম। তারা নির্বাচনের ওপর ফোকাস না। আমি মনে করি ক্ষমতায় গিয়ে দেশে একটা পরিবর্তন আনতে, নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং সেই জন্য আমার মনে হয়েছে গণফোরাম আমার জন্য সঠিক প্লাটফর্ম ছিল না। নতুন এই দলের সঙ্গে কাজ করছি। আমি মনে করি যুব সমাজই আমাদের দেশকে মুক্তি দেবে এবং আসল স্বাধীনতা আনবে; এই গ্রুপটাই সেটা পারবে। দ্বিতীয়ত এদের সঙ্গে কথা বলা আমার জন্য খুব সহজ, কারণ অনেক শিক্ষিত ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবি ছেলে-মেয়েরা এই দলে আছে। তাদের সাথে কাজ করাটা আমি খুব সহজ মনে করি। তাদের একটা বিষয় বোঝাতে বেশি সময় লাগে না।

ঢাকাপ্রকাশ: দলের সাংগঠনিক কাজ কত দূর এগলো?

ড. রেজা কিবরিয়া: আমাদের পাঁচটি সহযোগী সংগঠনের একেবারে তৃণমূলে শাখা আছে। তাছাড়া ৬৪ জেলায় কমপক্ষে ৩টা বা ৪টা করে সংগঠনের শাখা ইতোমধ্যে রয়েছে। দলের জন্য এখান থেকে অগ্রসর হওয়াটা খুব কঠিন না। আমাদের দলের তৃণমূলে খুব ভাল সাংগঠনিক কাজ এরই মধ্যে হয়ে গেছে। সেটার ওপর ভিত্তি করে আরও কাজ করব। আমরা যারা কেন্দ্রীয় নেতা আছি প্রত্যেক জেলায় যাব এবং সেখানে আরও শক্তিশালী করব। জানুয়ারি থেকে সাংগঠনিক সফর শুরু হয়েছে। তার আগেও কয়েকটা জেলায় সফর করেছি। বরিশাল, টাঙ্গাইলে কমিটি করা হয়েছে। এছাড়া টাঙ্গাইল ও কুমিল্লাতেও হয়ে গেছে। সিলেটে আমরা কিছু কাজ করেছি। এরইমধ্যে কিছু সাংগঠনিক কাজ শুরু করেছি। আমরা যেখানেই যাচ্ছি খুব ভালো সাড়া পাচ্ছি। কারণ এখন যে ঘৃণিত সরকার ক্ষমতায় আছে, যারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে এবং তাদের প্রতি মানুষের আস্থা একেবারে নেই। এই সময়ে একটা শক্তিশালী বিরোধী দল যদি গড়ে ওঠে, আমার মনে হয় খুব ভালো সাড়া পাব সারাদেশে।

ঢাকাপ্রকাশ: তরুণদের নিয়ে আপনি কি অভিষ্ঠ লক্ষ্যে পৌছতে পারবেন?

ড. রেজা কিবরিয়া: জ্বী, নিশ্চই। না হলে তো আমি এই যাত্রায় যুক্ত হতাম না। অন্য অনেক পথ ছিল। যেগুলো হয়তো অনেক সহজও ছিল আমার জন্য। এটা বেছে নিয়েছি কারণ আমার কাছে মনে হয় শুধু দেশ পরিচালনায় একটা গুণগত মানের উন্নতি দরকার। সেই কারণে তরুণদের সঙ্গে কাজ করার জন্য আগ্রহী।

ঢাকাপ্রকাশ: দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে গণঅধিকার পরিষদ কতটুক প্রস্তুত? ৩০০ আসনে যোগ্য প্রার্থী আছে?

ড. রেজা কিবরিয়া: শুরুতেই আমরা ৩০০ লোক বেছে নিইনি, এটা ঠিক। কিন্তু অনেক জায়গায় অনেক লোক সামনে আসছে, যাদের জনগণের সঙ্গে ভাল সম্পর্ক। যারা জনগণকে ভালোবাসে এবং জনগণের ভালোবাসা তাদের প্রতি আছে এমন লোককেই দলে নেওয়া হচ্ছে। নির্বাচনের বছর খানেক আগে ৩০০ আসনের প্রার্থী চিহ্নিত করা খুব একটা অসুবিধা হবার কথা না।

ঢাকাপ্রকাশ: নির্বাচনে অংশ গ্রহণ করতে গেলে তো আগে দলের নিবন্ধন লাগবে? আপনাদের দলের নিবন্ধন প্রক্রিয়া কোন পর্যায়ে আছে?

ড. রেজা কিবরিয়া: নিবন্ধনের যে শর্তগুলো আছে, আমরা সেগুলো মেনে নেওয়ার জন্য সব ব্যবস্থা নিয়েছি। নিবন্ধনের জন্য আমরা কাজ করছি। নিবন্ধন না পাওয়ার কোনো কারণ দেখি না। আমরা যেভাবে কাজ করছি, সেভাবেই করব। নিবন্ধন পেলে হয়তো কিছু মানুষের মধ্যে অন্য ধরণের চিন্তা আসবে। কিন্তু আমি মনে করি না আমাদের দলের কাজ চালিয়ে নিতে কোন অসুবিধা হবে। নিবন্ধন করতে হলে শর্ত আছে অফিস থাকতে হবে, কমিটি করতে হবে। এগুলো এখন চূড়ান্ত করা হচ্ছে। বিভিন্ন জেলা-উপজেলায় কমিটি করতে হবে। আমার যতটুক মনে পড়ে ১২২ টা জেলা এবং উপজেলায় কমিটি করতে হবে। সেটার কাজটা চলছে।

ঢাকাপ্রকাশ: নতুন এই দল করতে গিয়ে কোনো পক্ষের চাপ দেখতে পাচ্ছেন?

ড. রেজা কিবরিয়া: সরকার থেকে তো সব সময় একটা বাঁধা আমরা দেখেছি। আমরা যেদিন ঘোষণা করলাম ২৬ অক্টোবর। সেখানে হল গোছাতে অনেক কষ্ট করতে হয়েছে। সরকারের তো বাঁধা দেওয়ার কোন অধিকার নাই, কিন্তু তারা বিভিন্নভাবে হল ভাড়ার ব্যাপারে আমাদের অসুবিধা করেছে। পুলিশ জানিয়েছে অসুবিধা হবে না, কিন্তু পুলিশ লিখিত অনুমতি দেয় না। লিখিত অনুমতি ছাড়া হল এর মালিকরা ভাড়া দিতে চায় না। এই চালাকি আমাদের সাথে করেছে, সরকার তো এগুলো করবেই। আমাদের এখনও ৭ জন জেলে আছে এবং তাদের মুক্তির জন্য আবেদন করেছি। অন্যায়ভাবে আটক করেছে। ছেলেরা রাস্তায় কোনো প্রতিবাদ করলে তাদের জেলে দেওয়ার যে প্রক্রিয়া, যে কোন বিরোধীতায় তারা মনে করে তাদের গদি নড়বড়ে হয়ে যায়। এধরণের মানসিকতা তো আছে। আমরা ওটা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি।

ঢাকাপ্রকাশ: আপনাদের কাছে মানুষের অনেক প্রত্যাশা, ধর্ম নিরপেক্ষতার বিষয়টি কিভাবে দেখেন?
ড. রেজা কিবরিয়া: ধর্মনিরপেক্ষ শব্দটা আমি পছন্দ করি না। কেউ ধর্মের বিরুদ্ধে কোনো অসুবিধা করবে এটাতে আমি বিশ্বাস করি না। ধর্ম যদি নিরপেক্ষ হয় তাহলে সব ধর্মের মানুষ তার ধর্মে সমান, সেটা তো কোন মানুষ বিশ্বাস করে না। যারা হিন্দু তারা মনে করে তাদের ধর্মই সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম, আর আমরা মুসলমান আমরা মনে করি আমাদের ধর্মই শ্রেষ্ঠ। ধর্ম নিরপেক্ষ ঠিক না, ধর্মের ব্যাপারে মানুষের স্বাধীনতা। তবে হিন্দুদের ওপর যে অত্যাচার করা হয়েছে এটার ঘোর বিরোধীতা করি। দেশের প্রত্যেকটা নাগরিক যেন স্বেচ্ছায় তার ধর্মের সকল কাজ করতে পারে এবং যেন কোন ভয় না পায়, এই দেশে কোন সম্প্রদায়ের মানুষ ভয়ে রাতে তাদের ঘুমাতে হবে? নিরাপত্তাহীন তাদের নিজেদেরকে যদি মনে করে এটা আমাদের সহ্য হবে না। আমাদের সরকার ক্ষমতায় গেলে বাংলাদেশের কোনো নাগরিককে নিরাপত্তাহীন অবস্থায় রাখব না।

ঢাকাপ্রকাশ: যুদ্ধাপরাধী জামায়াত ইসলাম নিয়ে আপনাদের অবস্থান কী?

ড. রেজা কিবরিয়া: আমাদের আদর্শের সাথে অনেক তফাৎ আছে। কিন্তু একটা বিষয়ে তাদের সাথে মিল আছে। তারা তো স্বচ্ছ সুষ্ঠ নির্বাচন চায়। জামায়াতের কথা আওয়ামী লীগের কিছু দালাল এবং কিছু সাংবাদিক এই প্রশ্নটাকে খুব গুরুত্বপূর্ণ করে তোলে কিন্তু ব্যাপারটা খুব সহজ। শেখ হাসিনা যদি ১৯৯০ সালে জামায়াতের সাথে হাত মিলিয়ে ঐক্য তৈরি করতে পারে, তাহলে আর একজন একই জিনিস করলে সেটা আওয়ামী লীগের কাছে আপত্তিকর কেন? আমরা কোন দলকে নিয়ে ঐক্য করব সেটা নির্দিষ্ট করিনি। আমরা বলেছি যারাই দেশে স্বচ্ছ নির্বাচন চায়, তাদের সাথে আমরা কাজ করব। যারা সুষ্ঠ নির্বাচন চায় তাদের সঙ্গে আমরা আছি। ভোট চোররা সেটা চায় না। তারা বিভিন্ন বাধা বিপত্তি তৈরি করবে এটা স্বাভাবিক।

ঢাকাপ্রকাশ: আপনাদের রাজনৈতিক আদর্শ কী?
ড. রেজা কিবরিয়া: আমাদের আদর্শ ঘোষণা পত্রেই আছে। আমরা কোন একজন মানুষকে ওই রকমভাবে দেখি না। যে ওই মানুষের কথায় বা ওই মানুষের আদর্শে চলব, এটা ঠিক নয়। আমাদের ওপর বিভিন্ন প্রভাব আছে। মওলানা ভাসানির শক্ত প্রভাব আছে।

ঢাকাপ্রকাশ: আপনাদের পেছনে কারা আছে?
ড. রেজা কিবরিয়া: বাংলাদেশের জনগণ। আমরা ওই একটা শক্তির ওপর ভরসা করছি। আমরা মনে করি এই শক্তি বাংলাদেশের সব চাইতে শক্ত। এর সঙ্গে কোন অবৈধ সরকার, স্বৈরাচারি সরকার টিকতে পারবে না।

ঢাকাপ্রকাশ: পার্টি চালাতে তো অর্থের প্রয়োজন হয়, আপনাদের যোগানদাতা কে?
ড. রেজা কিবরিয়া: জনগণের দল জনগণ চালাবে। ছোট্ট ছোট্ট অনুদান দিয়ে অনেক দল বড় হয়েছে, এরকম বহু উদাহরণ আছে। (মার্কিন যুক্তরাষ্ট্রের) প্রেসিডেন্ট ওবামার পার্টি কিন্তু ক্লাউড কন্ট্রিবিউশন দিয়ে চলেছে। বাইডেন এর পার্টিতে বিলিয়নারদের সাহায্য নেয়নি? তারা সাহায্য নিয়েছে। কিন্তু তারা নির্ভরশীল হয়েছে সাধারণ মানুষের অনুদান থেকে। ভারতের কেজরিওয়াল, উনিও তো একই রকম ফান্ডিং করেছে। সুতরাং আমি মনে করি জনগণের দল, জনগণই চালাবে ইনশাল্লাহ।

Header Ad
Header Ad

জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস (ভিডিও)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর হামলার মতো এমন অপকর্মের সাহস পেত না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে ইসরায়েলি হামলার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপির আয়োজিত র‌্যালিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ইসরায়েল কেবল ফিলিস্তিন নয়, সারা বিশ্বের মুসলমানদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে। একে যদি এখনই প্রতিহত করা না যায়, তাহলে একে একে সব মুসলিম রাষ্ট্রকে তারা ধ্বংস করবে। পার্শ্ববর্তী দেশগুলোতেও মুসলমানদের ওপর নিপীড়ন বাড়ছে, আমরাও তা প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছি।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিবাদ দেখা যায়নি। এমনকি সুশীল সমাজ থেকেও কোনো প্রতিক্রিয়া আসেনি, যা অত্যন্ত হতাশাজনক।

তিনি বলেন, বিএনপি সবসময় মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আমরা মুসলমান, আমরা মানবিক—এই ন্যূনতম দায়বদ্ধতা থেকেও ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো উচিত।

এসময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপি সবসময় ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে। ফিলিস্তিন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের এখনও আলাপ পাইনি। অনেক সুশীল রয়েছে, তাদের সাড়া মিলছে না।’

মুসলিম বিশ্বের দ্বিধাবিভক্তির কারণে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চলছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘ভারতের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গেও রয়েছে।’

বিএনপির ক্ষমতায় যাওয়া ঠেকাতে সবাই ব্যস্ত, কিন্তু ফিলিস্তিনের পক্ষে ব্যস্ত নয় বলে মন্তব্য করেন গয়েশ্বর।

Header Ad
Header Ad

নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ১০জন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দননগর এলাকার বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন - বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকার মৃত ওছির আলীর ছেলে শরিফুল ইসলাম (৫৫) এবং একই এলাকার মৃত আফসের আলীর ছেলে আজিজুল হক (৫৫)।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম ও লালচানের বুধরিয়া এলাকায় পাশাপাশি জমি রয়েছে। সাইফুল ইসলামের বাবা তাদের জায়গাতে গাছ লাগালে জমিজমা মাপজোক করে গাছটি লালচানদের মধ্যে পড়ে। গাছ সাইফুলের বাবা লাগানোর সুবাদে উভয়পক্ষের সম্মতিতে সাইফুল গতকাল বুধবার মেহগনি গাছ কাটলে উভয়পক্ষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। আজ সকালে সাইফুল ইসলামকে দেখতে পেয়ে লালচান তার অংশ বেড়া দিয়ে ঘিরে নিতে বললে সাইফুল ব্যস্ত আছে জানালে লালচান, কাশেম হাজীসহ ২০-২২ জন রামদা, কুড়াল, হাসুয়া দিয়ে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলামের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয় আরও ৮-১০ জন। আহতদের মধ্যে আজিজুল ইসলামকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Header Ad
Header Ad

বাংলাদেশ রেলওয়ের দুই কর্মকর্তাকে পদায়ন ও বদলি

আহম্মদ হোসেন মাসুম (বামে) এবং মো. আসাদুল হক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের দুই কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে রেলপথ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১০ এপ্রিল) মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের প্রশাসন-৫ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব কামরুল হাসান।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক (পশ্চিম) আহম্মদ হোসেন মাসুমকে পদায়ন করা হয়েছে রেলওয়ে (পশ্চিম)-এর প্রধান প্রকৌশলী হিসেবে। অন্যদিকে প্রধান প্রকৌশলী (পশ্চিম) মো. আসাদুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ রেলওয়ের যুগ্ম-মহাপরিচালক (প্রকৌশল) হিসেবে।

এছাড়া প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আহম্মদ হোসেন মাসুম রেলপথ মন্ত্রণালয়ের উন্নয়ন-২ শাখার ২০ নভেম্বর ২০২৪ সালের প্রজ্ঞাপন অনুযায়ী খুলনা থেকে মংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ (তৃতীয় সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালকের অতিরিক্ত দায়িত্বে যেভাবে নিযুক্ত ছিলেন, সেই দায়িত্ব আগের মতোই বহাল থাকবে।

একইভাবে, মো. আসাদুল হকও রেলপথ মন্ত্রণালয়ের পূর্ববর্তী ২৪ জানুয়ারি ২০২৩ সালের প্রজ্ঞাপন অনুযায়ী মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন, সেটিও বহাল থাকবে।

জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস (ভিডিও)
নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
বাংলাদেশ রেলওয়ের দুই কর্মকর্তাকে পদায়ন ও বদলি
২০ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি
কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে চিঠি
সিলেটে থানায় লালগালিচা দেখে ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা
দিল্লিতে লিঙ্গ পরিবর্তনের চিকিৎসা নিতে এসে গ্রেপ্তার ৫ বাংলাদেশি
রবিবার ৩ জেলায় সাধারণ ছুটি, সবমিলিয়ে টানা ৪ দিনের অবকাশ
এসএসসির ফল ৬০ দিনে প্রকাশের চেষ্টা করা হবে: শিক্ষা উপদেষ্টা
পূর্বাচলে প্লট দুর্নীতি: শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
যমুনা নদী বাঁধ দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে কারাদন্ড
ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় ৪ বাংলাদেশি পণ্যবাহী ট্রাক পেট্রাপোল বন্দর থেকে ফেরত
মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে অসুস্থ হয়ে বাবার মৃত্যু, পরীক্ষার হলে মেয়ে জানে না মৃত্যুর খবর
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নয়, ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ নাম চায় ইসলামী আন্দোলন
৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সন্ত্রাসী সাজ্জাদকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ছাড়াতে চাওয়া স্ত্রী তামান্না
নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীসহ মেয়ের মৃত্যু
ভারতের মত অন্য কোনও দেশ বাংলাদেশের এতটা মঙ্গল চায় না: জয়শঙ্কর
মেসির জোড়া গোলে সেমিফাইনালে ইন্টার মায়ামি
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স
গাজায় গণহত্যার প্রতিবাদে আজ বিএনপির র‌্যালি, রাজধানীতে ব্যাপক প্রস্তুতি