বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ | ২৭ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ইফতেখার রহমান মিঠুর স্মৃতিচারণ

বাংলাদেশের আচার সৌরভের খুব পছন্দ

 

ইফতেখার রহমান মিঠু। ক্রিকেটাঙ্গনে অতি পরিচিত মুখ। এক সময় ছিলেন ক্রিকেটার। ওপেনিং ব্যাটসম্যান ছিলেন। খেলেছেন গুলশান ইয়ুথ, আজাদ বয়েজ, ওয়ারী ক্লাবে। এর আগে স্কুল ক্রিকেটে শাইন স্কুলের হয়ে, পরে নটরডেম কলেজের হয়েও খেলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টিমেও তিনি খেলেছেন। আইআর বিষয়ে মাস্টার্ট শেষ করেন। খেলা শেষে ব্যবসার পাশাপাশি ক্রিকেট সংগঠক হিসেবে নিজেকে জড়িয়ে রাখেন। বর্তমানে তিনি ক্রিকেট বোর্ডের নির্বাচিত পরিচালক। কিন্তু এ সবের বাইরে তিনি আলোচিত সৌরভ গাঙ্গুলির ঘনিষ্ঠ বন্ধু হিসেবে। গত ৩০ বছরের সর্ম্পক তাদের। বাংলাদেশে এলে সৌরভ গাঙ্গুলি তার বাসায় আতিথেয়তা নিয়ে থাকেন। ঈদ উপলক্ষে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে স্মৃতির ঝাপটা তিনি মেলে ধরেছেন ঢাকাপ্রকাশের পাঠকদের জন্য।

ঢাকাপ্রকাশ: সৌরভ গাঙ্গুলির সঙ্গে আপনার পরিচয় কীভাবে?

ইফতেখার রহমান মিঠু: গাঙ্গুলির সঙ্গে আমার প্রথম পরিচয় আমি কলকাতায় গিয়েছিলাম তার বড় ভাই স্নেহাশীষকে আমাদের গুলশান ইয়ুথ ক্লাবে খেলাতে চেয়েছিলাম। সেটা ১৯৮৮ সালে। তখন অরুনলাল-অশোক মালহোত্রার মাধ্যমে পরিচয়। তারপরও ওকে আমরা ফরমফিলাপ করালাম। তখন সে ভেরি ইয়ং ক্রিকেটার (পরে সে আর খেলেনি ভারতী যুব দলে সুযোগ পাওয়াতে)। তারপর বাবরি মসজিদের ঘটনার সময় ভারতের ‘এ’ দল বাংলাদেশে এসেছিল। সিধু, মানিন্দর সিংয়ে এদের সঙ্গে সেও ছিল। সেখান থেকে আস্তে আস্তে সম্পর্ক। এখন ৩০ বছরের সম্পর্ক।

ঢাকাপ্রকাশ: ৩০ বছরের সম্পর্ক। তার সঙ্গে আপনার স্মরণীয় একটি মুহূর্ত বলুন?

ইফতেখার রহমান মিঠু: স্মরণীয় মুহূর্ত অনেকই আছে। যখন আমরা ওর ওখানে যাই, তখন সে যেভাবে আমাদের সঙ্গে মিশে, সাধারণ মানুষের মতো মিশে। তারপর জন্মদিনের দাওয়াত, ম্যারিজ এনিভার্সারির দাওয়াত। স্মরণীয় মুহূর্তে বললে কেকেআরে আমরা এক সঙ্গে টাইম কাটিয়েছি। ও আমার বাসায়ও থেকেছে। একবার পারটেক্সের একটা ভিডিও করতে এসেছিল। ওর সঙ্গে পার্টিকুলার মেমোরি বলতে ইংল্যান্ডে তার সঙ্গে দেখা হয়েছে। আমরা একই ঘরে ঘুমিয়েছি। ইংল্যান্ডে ওর এক চাচা আছেন, চাচার বাসায় থেকেছি। এ রকম প্রচুর মেমোরি আছে।

ঢাকাপ্রকাশ: দাদা যখন টপ ফর্মে তখন আপনার সঙ্গে দেখা হলে কিংবা ওই সময়ের দুই/একটা ঘটনা যদি বলতেন?

ইফতেখার রহমান মিঠু: ঘটনা হলো কোনো দিনও কোনো চেঞ্জ হয়নি। ওর যে টা আমার সবচেয়ে ভালো লাগে ও যখন ‘এ’ টিম, বেঙ্গল টিমের ক্যাপ্টেন থাকার সময় যে রকম ব্যবহার ছিল, ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন যখন হয়েছে, তখনো সেইম ব্যবহার ছিল, আবার এখন যখন প্রেসিডেন্টও হয়েছে, ব্যবহার কিন্তু একদমই এক। একটা অমায়িক ছেলে। কোনো অহমিকা নেই। মানুষের শেখার আছে অনেক কিছু ওর থেকে।

ঢাকাপ্রকাশ: পিংক বলের টেস্টে আমরা জানি সৌরভ গাঙ্গুলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ইনভাইট করেছিল। আপনি এখন বোর্ডে থাকলেও তখন ছিলেন না। কিন্তু আপনাকেও পাার্সোনালি ইনভাইট করেছিল। আমরা যতোটুকু জানি আপনাদের জন্য একট বক্স বরাদ্দ করেছিলেন। খেলার ফাঁকে ফাঁকে আপনাদের বক্সে এসে সময় কাটাতেন। সে সময়ের কিছু ঘটনা যদি বলতেন?

ইফতেখার রহমান মিঠু: পিংক বলের টেস্টে শুধু আমি না, আমার ফ্যামিলি, আমার বন্ধুবান্ধব সবাইকে নিয়ে গেছি। টোটাল ২০ জন গিয়েছিল আমার সঙ্গে। ও সৌরভ গাঙ্গুলি হিসেবে একটি বক্স পায় আবার প্রেসিডেন্ট হিসেবে একটা বক্স পায়। ও একটি বক্সের ২০টা টিকিট আমাকে দিয়ে বলল তোমার বন্ধু-বান্ধব নিয়ে খেলা দেখ। আমাদের ডিনার করিয়েছে। যেটার দরকার ছিল না। খেলার ফাঁকে ফাঁকে প্রচুর টাইম দিয়েছে। গল্প করেছে, সময় কাটিয়েছে। মাঠেও ডেকে নিয়ে গেছে, সিকিউরিটি এতো চমৎকার। প্রাইম মিনিস্টার মাঠে।

ঢাকাপ্রকাশ: বিসিবিতে আপনি পরিচালক হয়ে আসার পর তার সঙ্গে আপনার কী কথা বার্তা হয়েছে?

ইফতেখার রহমান মিঠু: রেগুলারই কথা হচ্ছে। পরশু (২৪ এপ্রিল) দিনও কথা হয়েছে। আইপিএল দেখতে আসব কি না? কলকাতায় হবে। আসো। মাঝে মধ্যে আমার যে আম্পায়ারিং কমিটি, কোনো হেল্প-টেল্প লাগলে কাগজ-পত্র লাগলে তার কাছ থেকে পাই।

ঢাকাপ্রকাশ: আপনার সঙ্গে তার যে ঘনিষ্ঠ সর্ম্পক, তিনি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট, আপনি বিসিবির পরিচালক। এই সর্ম্পককে কাজে লাগিয়ে বাংলাদেশ-ভারতের ক্রিকেটীয় সর্ম্পকের আরো উন্নয়ন করা যায় কি না? এফটিপির বাইরে গিয়ে আরো কিছু খেলাধুলার আয়োজন করা যায় কি না?

ইফতেখার রহমান মিঠু: সম্ভব ডেফিনেটলি। শুধু আমার রিলেশন না। ও অসম্ভব একটা ভালো ছেলে। সে যেহেতু বাঙালি, বাংলাদেশকে সে অসম্ভব পছন্দ করে। আমাদের প্রেসিডেন্ট সাহেবের সঙ্গেও তার ভালো রিলেশন আছে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছু চায় যদি, উনারা সেটা করতে পারেন।

ঢাকাপ্রকাশ: পদ্মার ইলিশ কেমন পছন্দ তার?

ইফতেখার রহমান মিঠু: শুধু পদ্মার ইলিশ না, বাংলাদেশের মাছ তার খুব ফেভারিট এখানকার আচার তার খুব পছন্দ। বিশেষ করে আমার বোন একটা আচার বানায়, সেটা তার খুব পছন্দ। সে সব সময় ক্যারি করে নিয়ে যায়। আবার কাউকে দিয়ে পাঠাতে হয়। বাংলাদেশের রেস্টুরেন্টে গিয়ে খেতে সে খুব পছন্দ করে। থাই রেস্টুরেন্ট। আপনি বইটা যদি দেখেন, সেখানে সে লিখেছে বাংলাদেশের নানা রেস্টুরেন্ট্ খেতে যেতাম। সে বাংলাদেশের খাবার খুবই পছন্দ করে।

ঢাকাপ্রকাশ: বাংলাদেশের কোন কোন জায়গা তার পছন্দ?

ইফতেখার রহমান মিঠু: গিয়েছে তো ঢাকা আর চট্টগ্রাম। ওভাবে দেখা হয়নি। ঢাকায় আসলে একচুয়ালি আমার বন্ধুবান্ধব ওর বন্ধুবান্ধব হয়ে গেছে। তারপর আমাদের কিছু ক্রিকেটার এনামুল হক মনি, আকরাম খান, হাবিবুল বাশার এদের সঙ্গেও তার সখ্য আছে। ঢাকায় আসলে সে এনজয় করে। মনে হয় তার পাড়া বসে গল্প করছে।

ঢাকাপ্রকাশ: বাংলাদেশের বর্তমান ক্রিকেট নিয়ে কোনো আলোচনা হয় কি না ভালো-মন্দ?

ইফতেখার রহমান মিঠু: সে সব সময় বাংলাদেশের ক্রিকেট নিয়ে বলে, টেনশন করে। টেলিফোন করে বলে কী ব্যাটিং করছে। আমাদের খেলাগুলো যদি দেখেন, আমাদের ফেইলর কিন্তু ব্যাটিং থেকেই আসে বেশি। এমন না যে ৭০০ রান করেছে। আমরা কিন্তু বোলিং এ পর্যন্ত সব ম্যাচেই মোটামুটি ভালো করেছে। ব্যাটিংয়ে গিয়ে ফেইলর হচ্ছে। ৫০ রানে অলআউট, ৭০ রানে অলআউট। তখন সে আমাকে একবার বলে যে দেখ তোমার ক্রিকেটারদের বলো ডিফেন্স বলে একটা কিছু আছে। খালি মারলেই হয় না। তোমার টিমের বড় সমস্যা হচ্ছে ইনিংস বিল্ডআপ করে না। ওরা কী দেখে না টিভিতে, বড় প্লেয়ারদের, শচিনকে দেখে না কীভাবে ইনিংস বিল্ডআপ করে। সে অলওয়েজ কনসার্ন।

ঢাকাপ্রকাশ: এর বাইরে এমন কিছু কী আছে যা আপনাকে আলোড়িত করে?

ইফতেখার রহমান মিঠু: সবচেয়ে বড় জিনিষটা হচ্ছে ছেলেটা বেসিকেলি অমায়িক। অহংকার নেই। আমাদের প্লেয়ারদের বলবো ওর কাছ থেকে শিক্ষণীয় ব্যাপার আছে। ওর বাবা কিন্তু বিরাট ব্যবসায়ী ছিলেন কলকাতার। বড় লোকের ছেলে। সেখানেও কোনো অহামিকা ছিল না। ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন, নিজে একটা কিছু এখন। এনিবডি, আমিতো দেখি বাংলাদেশের সাংবাদিক, যেই হোক সবার সঙ্গে অমায়িকভাবে মিশে। আমি আজ পর্যন্ত ওকে কিন্তু মেজাজ খাপার করতে দেখিনি। ৩০ বছরে ওর সঙ্গে কমপক্ষে দুইশবার দেখা হয়েছে আমি আজ পর্যন্ত ওকে রাগ করতে দেখিনি। একটা ছেলের সবচেয়ে বড় প্রীতি মায়ের প্রতি টান। মা অসুস্থ হলে কোথায়ও যায় না।

ঢাকাপ্রকাশ: সৌরভ গাঙ্গুলির একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আপনি নিজেও কী একরকম তারকা খ্যাতি উপভোগ করেন কিংবা আপনার বন্ধুমহল বা পরিচিত মহলে আপনার ট্রিট কীভাবে হয়?

ইফতেখার রহমান মিঠু: সবাই খুব এক্সাইটেড থাকে। সৌরভ গাঙ্গুলি যখন আমার বাসায় এসে থাকে তখন সবাই এক্সাইটেড হয়। ডেফিন্টেলি এতো বড় একজন মানুষকে চেনা, বলতে পারেন যে আমাদের বাঙালিদের মাঝে কয়জন ওই লেবেলে যেতে পেরেছে। বাংলাদেশে তো হি ইজ ভেরি ভেরি পপুলার। ছোট-বড় সবাই খুব এক্সাইটেড হয়। এর মধ্যে আমিও একটু ইম্পর্টেন্সি পাই।কলকাতায়ও অনেক ইজ্জাত পাই।

ঢাকাপ্রকাশ: লর্ডসে সৌরভ গাঙ্গুলি ন্যাটওয়েস্ট ট্রফির শিরোপা জেতার পর জার্সি খুলে উল্লাস করা নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল। এ বিষয়ে কখনো কী তিনি আপনাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করেছিলেন।

ইফতেখার রহমান মিঠু: জিজ্ঞসে করেছিলাম। এটা ওর মাথায় ছিল। ফ্লিনটফ করেছিল ইন্ডিয়াতে প্রথমে, মনে আছে। ব্যাপারটা হচ্ছে ফ্লিনটফ শার্টখুলে করেছিল। এইটারই উত্তর কিন্তু ওইটা।

এসএন

Header Ad
Header Ad

জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর হামলার মতো এমন অপকর্মের সাহস পেত না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে ইসরায়েলি হামলার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপির আয়োজিত র‌্যালিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ইসরায়েল কেবল ফিলিস্তিন নয়, সারা বিশ্বের মুসলমানদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে। একে যদি এখনই প্রতিহত করা না যায়, তাহলে একে একে সব মুসলিম রাষ্ট্রকে তারা ধ্বংস করবে। পার্শ্ববর্তী দেশগুলোতেও মুসলমানদের ওপর নিপীড়ন বাড়ছে, আমরাও তা প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছি।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিবাদ দেখা যায়নি। এমনকি সুশীল সমাজ থেকেও কোনো প্রতিক্রিয়া আসেনি, যা অত্যন্ত হতাশাজনক।

তিনি বলেন, বিএনপি সবসময় মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আমরা মুসলমান, আমরা মানবিক—এই ন্যূনতম দায়বদ্ধতা থেকেও ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো উচিত।

এসময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপি সবসময় ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে। ফিলিস্তিন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের এখনও আলাপ পাইনি। অনেক সুশীল রয়েছে, তাদের সাড়া মিলছে না।’

মুসলিম বিশ্বের দ্বিধাবিভক্তির কারণে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চলছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘ভারতের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গেও রয়েছে।’

বিএনপির ক্ষমতায় যাওয়া ঠেকাতে সবাই ব্যস্ত, কিন্তু ফিলিস্তিনের পক্ষে ব্যস্ত নয় বলে মন্তব্য করেন গয়েশ্বর।

Header Ad
Header Ad

নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ১০জন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দননগর এলাকার বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন - বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকার মৃত ওছির আলীর ছেলে শরিফুল ইসলাম (৫৫) এবং একই এলাকার মৃত আফসের আলীর ছেলে আজিজুল হক (৫৫)।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম ও লালচানের বুধরিয়া এলাকায় পাশাপাশি জমি রয়েছে। সাইফুল ইসলামের বাবা তাদের জায়গাতে গাছ লাগালে জমিজমা মাপজোক করে গাছটি লালচানদের মধ্যে পড়ে। গাছ সাইফুলের বাবা লাগানোর সুবাদে উভয়পক্ষের সম্মতিতে সাইফুল গতকাল বুধবার মেহগনি গাছ কাটলে উভয়পক্ষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। আজ সকালে সাইফুল ইসলামকে দেখতে পেয়ে লালচান তার অংশ বেড়া দিয়ে ঘিরে নিতে বললে সাইফুল ব্যস্ত আছে জানালে লালচান, কাশেম হাজীসহ ২০-২২ জন রামদা, কুড়াল, হাসুয়া দিয়ে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলামের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয় আরও ৮-১০ জন। আহতদের মধ্যে আজিজুল ইসলামকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Header Ad
Header Ad

বাংলাদেশ রেলওয়ের দুই কর্মকর্তাকে পদায়ন ও বদলি

আহম্মদ হোসেন মাসুম (বামে) এবং মো. আসাদুল হক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের দুই কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে রেলপথ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১০ এপ্রিল) মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের প্রশাসন-৫ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব কামরুল হাসান।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক (পশ্চিম) আহম্মদ হোসেন মাসুমকে পদায়ন করা হয়েছে রেলওয়ে (পশ্চিম)-এর প্রধান প্রকৌশলী হিসেবে। অন্যদিকে প্রধান প্রকৌশলী (পশ্চিম) মো. আসাদুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ রেলওয়ের যুগ্ম-মহাপরিচালক (প্রকৌশল) হিসেবে।

এছাড়া প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আহম্মদ হোসেন মাসুম রেলপথ মন্ত্রণালয়ের উন্নয়ন-২ শাখার ২০ নভেম্বর ২০২৪ সালের প্রজ্ঞাপন অনুযায়ী খুলনা থেকে মংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ (তৃতীয় সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালকের অতিরিক্ত দায়িত্বে যেভাবে নিযুক্ত ছিলেন, সেই দায়িত্ব আগের মতোই বহাল থাকবে।

একইভাবে, মো. আসাদুল হকও রেলপথ মন্ত্রণালয়ের পূর্ববর্তী ২৪ জানুয়ারি ২০২৩ সালের প্রজ্ঞাপন অনুযায়ী মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন, সেটিও বহাল থাকবে।

জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস
নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
বাংলাদেশ রেলওয়ের দুই কর্মকর্তাকে পদায়ন ও বদলি
২০ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি
কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে চিঠি
সিলেটে থানায় লালগালিচা দেখে ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা
দিল্লিতে লিঙ্গ পরিবর্তনের চিকিৎসা নিতে এসে গ্রেপ্তার ৫ বাংলাদেশি
রবিবার ৩ জেলায় সাধারণ ছুটি, সবমিলিয়ে টানা ৪ দিনের অবকাশ
এসএসসির ফল ৬০ দিনে প্রকাশের চেষ্টা করা হবে: শিক্ষা উপদেষ্টা
পূর্বাচলে প্লট দুর্নীতি: শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
যমুনা নদী বাঁধ দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে কারাদন্ড
ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় ৪ বাংলাদেশি পণ্যবাহী ট্রাক পেট্রাপোল বন্দর থেকে ফেরত
মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে অসুস্থ হয়ে বাবার মৃত্যু, পরীক্ষার হলে মেয়ে জানে না মৃত্যুর খবর
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নয়, ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ নাম চায় ইসলামী আন্দোলন
৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সন্ত্রাসী সাজ্জাদকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ছাড়াতে চাওয়া স্ত্রী তামান্না
নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীসহ মেয়ের মৃত্যু
ভারতের মত অন্য কোনও দেশ বাংলাদেশের এতটা মঙ্গল চায় না: জয়শঙ্কর
মেসির জোড়া গোলে সেমিফাইনালে ইন্টার মায়ামি
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স
গাজায় গণহত্যার প্রতিবাদে আজ বিএনপির র‌্যালি, রাজধানীতে ব্যাপক প্রস্তুতি