বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২২ মাঘ ১৪৩১
Dhaka Prokash

১০ বছর ধরে নিখোঁজ ইলিয়াস আলী, পরিবার এখনও অপেক্ষায়

আজ ১৭ এপ্রিল। ১০ বছর আগে ২০১২ সালের ঠিক এই দিনে তৎকালীন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলী নিখোঁজ হন। এদিনে রাতে রাজধানীর বনানীর বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়ে তিনি আর বাসায় ফিরে যাননি। ইলিয়াস আলী নিখোঁজের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বিএনপির অভিযোগ, একটি তরতাজা প্রাণ এভাবে হারিয়ে গেল। মানুষ মারা গেলে, অনেক সময় তার লাশ নিয়ে সান্ত্বনা পায় পরিবার কিন্তু ইলিয়াস আলীর পরিবার একেবারে নিঃস্ব, এ এক মর্মান্তিক ঘটনা। তার পরিবার এটা মেনে নিতে পারে না।

ইলিয়াস আলীর পরিবারে খোঁজ নিয়ে জানা যায়, তার সন্তানরা জানে না যে তাদের বাবা বেঁচে আছে না মরে গেছে। তারা বাবার ছবি বারবার নেড়েচেড়ে দেখে। এদিকে তার স্ত্রী লুনা স্বামীকে কাছে পাওয়ার সুযোগ চিরতরে হারিয়েছেন বলে অভিযোগ করেছেন। তেমনি মা সূর্যবান বিবি জানেন না ইলিয়াসের মুখে মা ডাক আর শুনবেন কি না। সন্তানের ফিরে আসার অপেক্ষায় আজও পথ চেয়ে বসে থাকেন মা সূর্যবান বিবি।

বরাবর ইলিয়াস আলীকে বর্তমান সরকার ‘গুম’ করেছে বলে অভিযোগ করে আসছে বিএনপি। ইলিয়াস আলীর সঙ্গে তার গাড়িচালক আনসার আলীরও খোঁজ মেলেনি আজও। ওইদিন মধ্যরাতে মহাখালী এলাকা থেকে ইলিয়াস আলীর ব্যবহৃত গাড়িটি উদ্ধার হলেও সন্ধান মেলেনি তাদের দুজনের। নিখোঁজ ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে দেশব্যাপী শুরু হয় আন্দোলন। এজন্য টানা কর্মসূচি পালন করেছিল কেন্দ্রীয় বিএনপি। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি বরং সিলেটে এ আন্দোলন করতে গিয়ে প্রাণ হারায় বিশ্বনাথ উপজেলার ৩ জন।

ইলিয়াস আলীর বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলছে, যেহেতু ইলিয়াস আলীকে ফিরিয়ে দেবার বিষয় নিয়ে আন্দোলন হলে সরকার বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা করে, এতে বুঝা যায় সরকার ইলিয়াস আলীকে 'গুম' করেছে।

ইলিয়াস আলী নিখোঁজের বিষয়ে আদলতের ব্যাখ্যা নিয়ে যা বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গিয়েছিলেন ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনা। হাইকোর্টে করেছিলেন রিট আবেদন। তার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ১০ দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে রুল জারি করে বলেছিলেন, ইলিয়াস আলীকে অবৈধভাবে আটক করা হয়নি এ মর্মে সন্তুষ্ট হওয়ার জন্য কেন তাকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হবে না।

২০১২ সালের ১৯ এপ্রিল রুল জারির পর মে মাসে আইনশৃঙ্খলা বাহিনীর পাঁচটি সংস্থা হাইকোর্টে পৃথক পৃথক প্রতিবেদন জমা দেয়। তখন এটর্নি জেনারেলের কার্যালয় থেকে জানানো হয়েছিল, সংস্থাগুলো নিজ নিজ প্রতিবেদনে দাবি করেছে, বিএনপি নেতা ইলিয়াস আলী তাদের হাতে আটক নেই।

 রহস্যঘেরাই থেকে গেল ইলিয়াস আলী নিখোঁজের ঘটনা

নিখোঁজের ১০ বছর পরও ইলিয়াস আলীর কোনো সন্ধান দিতে পারেনি সরকার। রহস্যই থেকে গেছে ইলিয়াস আলীর নিখোঁজ ঘটনা। আবেদনকারী বা রিট আবেদনের শুনানির বিষয়ে কোনো উদ্যোগ আজও পরিলক্ষিত হয়নি।

এ বিষয়ে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, স্বামী ফেরার অপেক্ষায় ১০টি বছর পার করে দিলাম আরও অপেক্ষায় থাকব, আল্লাহ যেন তাকে জীবিত রাখে সেই দোয়া করি।

লুনা বলেন, ‘আমার স্বামী নিখোঁজের ১০ বছর চলে গেল, আমরা আজও অন্ধকারেই রয়ে গেলাম। শেষ অবধি আমি তার অপেক্ষা করব। দুনিয়ার আদালতে বিচার পাইনি, আল্লাহর আদালতেই বিচার দিলাম। যতক্ষণ চোখ আছে, অশ্রু বিসর্জন দিয়ে যাব।‘

তিনি বলেন, ‘সরকার ইলিয়াস আলীর সন্ধান দিতে ব্যর্থ হয়েছে। জনতার সরকার প্রতিষ্ঠিত হলে ইলিয়াস গুমের রহস্য একদিন উদঘাটন হবেই হবে। আমার ছোট মেয়ে এখন তজবীহ হাতে প্রার্থনা করে- আল্লাহ তুমি আমার বাবাকে ফিরিয়ে দাও।‘

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, আমরা বিশ্বাস করি প্রিয় নেতা এম ইলিয়াস আলী সরকারের গুম নাটকের শিকার হয়েছেন। এ ছাড়াও সারাদেশে গুম হয়েছেন কমপক্ষে আরও ৫ শতাধিক নেতা-কর্মী। সবাইকে অক্ষত অবস্থায় যার যার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি।

এদিকে ১০ বছর ধরে গুমের শিকার ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে পৃথক কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে রবিবার বেলা ১২টায় জেলা বিএনপির উদ্যোগে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান ও বাদ জোহর শাহজালাল দরগাহ মসজিদে দোয়া মাহফিল। একই সাথে জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর কমিটির উদ্যোগে স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদানের নির্দেশনা দেয় জেলা বিএনপি।

এ ছাড়াও ইলিয়াস আলীর সন্ধান কামনায় আগামীকাল সোমবার (১৮ এপ্রিল) জেলা বিএনপির উদ্যোগে নগরীর দক্ষিণ সুরমাস্থ কুশিয়ারা কনভেনশন হলে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকাপ্রকাশকে বলেন, আমরা ‘নিখোঁজ’ ইলিয়াস আলীকে ‘জীবিত’ ফেরত চাই।

তিনি বলেন, ,আজ ১৭ এপ্রিল ১০ বছরে ধরে একটি মানুষ নিখোঁজ রয়েছে। এতে বোঝা যায় আমরা মানুষকে কতটুকু নিরাপত্তা দিচ্ছি। ওই দিন মধ্যরাতে ইলিয়াস আলী ও তার গাড়িচালক নিখোঁজ হয় পরে থানায় জিডি করা হয়, কোর্টে মামলা করা হয় এরপর ও সে কেন ফিরে এলো না। এ সরকারের আমলে কেউ নিরাপদ নয়। অবিলম্বে আমরা ইলিয়াস আলীর সন্ধান চাই। রাজনৈতিকভাবে নয়, একটি পরিবারের দিকে তাকিয়ে হলেও তাকে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করছি।‘

ফখরুল বলেন, স্বৈরাচার শাসনে যখন বাংলাদেশ জর্জরিত ছিল, গণতন্ত্র চলে গিয়েছিল। সেই সময়ে যেসব ছাত্রনেতা ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ইলিয়াস আলী। ইলিয়াস ব্যক্তিগত জীবনে অত্যন্ত সাহসী মানুষ ছিলেন। সত্য কথা বলতেন, সত্য কথা বলতে কোনো দ্বিধা করতেন না। ইলিয়াস আলীর গুম হয়ে যাওয়া, নিখোঁজ হয়ে যাওয়া কাকতালীয় বিষয় বা তাকে গুম করা শুধু সরকারের সিদ্ধান্ত ছিল বলে আমরা মনে করি না। আমাদের বুঝতে হবে কী কারণে তিনি নিখোঁজ হলেন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রাক্ষায় যারা কথা বলে, তাদেরই অত্যন্ত সচেতনভাবে সরিয়ে দেওয়া হচ্ছে, নিখোঁজ করা হচ্ছে, আটক করে রাখা হচ্ছে। লক্ষ্য করে দেখুন, আমাদের নেত্রী গত তিন বছর ধরে বন্দি অবস্থায় আছেন। কেন? কারণটা কী? মানুষের অধিকার নিয়ে যিনি কথা বলেন, অতীতে যিনি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, আপোষহীন সংগ্রাম করেছেন, যিনি সব সময় স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলেন। যিনি বাংলাদেশের মানুষের কাছে স্বাধীনতার প্রতীক। সেই নেত্রীকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে।

সবক্ষেত্রে ব্যর্থতা আড়াল করতেই সরকার এরকম ‘গুম-হত্যা’ চালিয়ে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে পুলিশ বলছে, বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর বিষয়টি তদন্ত করা হচ্ছে তবে কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। তদন্ত চলমান রয়েছে।

কেএম/টিটি

Header Ad
Header Ad

বগুড়ায় ৫০ টাকা অফারে টি-শার্ট কিনতে গিয়ে হুলস্থুল কান্ড, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

বগুড়ায় ৫০ টাকা অফারে টি-শার্ট কিনতে গিয়ে হুলস্থুল কান্ড। ছবি: সংগৃহীত

বগুড়ার জলেশ্বরীতলায় ‘লাইফ ওকে’ নামের এক পোশাক বিক্রির শো-রুম উদ্বোধন উপলক্ষ্যে ৫০ টাকায় মিলবে টি-শার্ট এমন ঘোষণায় হুলস্থুল কান্ড ঘটেছে।

ছাড়ের খবরে আজ বুধবার সকালে শো-রুমটির সামনে এতো সংখ্যক মানুষ জড়ো হন যে, আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়। এছাড়াও শো-রুমটির বিক্রেতাদের মারপিটের শিকার হয়েছেন সস্তার ক্রেতারা।

জানা গেছে, চট্টগ্রামের প্রতিষ্ঠান ‘লাইফ ওকে’ বগুড়ায় প্রথমবারের মতো তাদের আউটলেট খুলতে যাচ্ছে। এ উপলক্ষ্যে প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে ঘোষণা দেয় ‘মাত্র ৫০ টাকায় টি-শার্ট, এক থেকে দেড়শ’ টাকার মধ্যে মিলবে শার্ট এবং আড়ইশ’ টাকায় পাওয়া যাবে এক্সপোর্ট ইউএসপোলো সোয়েটার।

এমন পরিস্থিতিতে সেখানে সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন।। ছবি: সংগৃহীত

এমন ঘোষণায় আজ সকাল থেকে অগণিত নারী-পুরুষ শো-রুমটির সামনে ভিড় করেন। জনসমাগম এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে যে, পুরো জলেশ্বরীতলা এলাকা স্তব্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় রাস্তার যান চলাচল, লোকজনের চাপে আশেপাশের দোকানপাটও বন্ধ করতে বাধ্য হন ব্যবসায়ীরা, দেখা দেয় নিরাপত্তার শঙ্কা। এমন পরিস্থিতিতে সেখানে সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন।

সেনাবাহিনী আগত লোকজনকে রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করেন, এতে কাজ না হলে লাঠি চার্জ শুরু করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুই দফা লাঠি চার্জের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে শো-রুমটি খুলে দেওয়া হয়। এর পরপরই আবারও লোকজন হুমড়ি খেয়ে পড়েন। এতে পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়।

এমন পরিস্থিতিতে শো-রুমটির বিক্রেতারা ক্রেতাদের ওপর ক্ষিপ্ত হয়ে মারপিট করেন। পড়ে সেনাবাহিনীর উপস্থিতিতে দ্রুত শো-রুমটি বন্ধ করে ভেতরে থাকা ক্রেতাদের বের করে দিয়ে আগামী সাতদিনের জন্য শো-রুমটি বন্ধ করে দেওয়া হয়।

 

Header Ad
Header Ad

নওগাঁ সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

ছবি: সংগৃহীত

নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৪২)। তিনি সাপাহার উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের ওসমান আলীর ছেলে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আদাতলা ভারত সীমান্তের ৪৪/১-এস পিলার এলাকা থেকে সিরাজুল ইসলামকে ধরে নেওয়া হয়। সিরাজুল ইসলামের স্ত্রী এজেলা খাতুন বিএসএফের বিরুদ্ধে তাঁর স্বামীকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন।

সিরাজুলের পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় সিরাজুল আরও ছয়-সাতজনের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায়। রাত ৩টার দিকে আদাতলা সীমান্তের ৪৪/১-এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ী বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা তাঁদেরকে ধাওয়া করে। এ সময় অন্যরা বাংলাদেশের সীমান্তে আসতে সক্ষম হলেও সিরাজুল বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন।

এ বিষয়ে বুধবর (৫ ফেব্রুয়ারি) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ান ১৬ এর অধিনায়ক লে. কর্নেল সাদিকুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অসুস্থ্য থাকায় সংশ্লিষ্ট আদাতলা সীমান্ত চৌকির (বিওপি) কমান্ডারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

কিন্তু আদাতলা বিওপি ক্যাম্প কমান্ডারের সরকারি নাম্বারে একাধিকবার কল দিলেও কল রিসিফ না হওয়ায় তাঁর মন্তব্য জানা সম্ভব হয়নি।

তবে বিএসএফের হাতে আটক সিরাজুল ইসলামের স্ত্রী এজেলা বলেন, সিরাজুল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে কোথায় যাচ্ছে তা বাড়িতে বলে যায়নি। রাত ৪টার দিকে তাঁর স্বামীর সাথে ভারতে গিয়েছিলো দাবি করে এলাকার কিছু ব্যাক্তি তাঁকে বলেন, সিরাজুলকে সীমান্ত এলাকা থেকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে গেছে।

Header Ad
Header Ad

মোহাম্মদপুরে বিড়াল হত্যার অভিযোগে আদালতে মামলা, তদন্তের নির্দেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যার অভিযোগে আদালতে মামলা। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মনসুর নামে এক ব্যক্তির পোষা বিড়াল হত্যার অভিযোগে মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা আকবর হোসেন শিবলুর নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক মামলাটি গ্রহণ করে মোহাম্মদপুর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আজ পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী এ মামলাটি দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলার বাসিন্দা মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়।

পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি ফুটবলের মতো লাথি মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে পিষ্ট করে মৃত্যু নিশ্চিত করেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বগুড়ায় ৫০ টাকা অফারে টি-শার্ট কিনতে গিয়ে হুলস্থুল কান্ড, নিয়ন্ত্রণে সেনাবাহিনী
নওগাঁ সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
মোহাম্মদপুরে বিড়াল হত্যার অভিযোগে আদালতে মামলা, তদন্তের নির্দেশ
চুয়াডাঙ্গায় সার কাণ্ডে বিএনপি ও যুবদলের ৫ নেতা বহিষ্কার
আজ বন্ধুর সাথে গোসল করার দিন
২ আলাদা বিভাগসহ দেশকে ৪ প্রদেশে ভাগ করার সুপারিশ
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস
হাসিনার লাইভ প্রচারের আগেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ উধাও
হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা
বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর
গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সবজিবাহী পিকআপ খাদে, চালকসহ নিহত ৩
নতুন রাজনৈতিক দল গঠনে জনগনের মতামত চাইলো হাসনাত  
এই ফটো তোলোস কেন? আদালত চত্বরে শাহজাহান ওমর  
মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত : প্রেস সচিব  
পটুয়াখালীতে বাংলাভিশনের সাংবাদিককে কুপিয়ে জখম  
উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য তেল বিক্রি বন্ধ
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ  
শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা হাসনাত আবদুল্লাহর  
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ    
সুইডেনে স্কুলে বন্দুক হামলা নিহত ১০ জন