শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

পরাশক্তিগুলোর মেরুকরণে বিপাকে বাংলাদেশ

চীন-রাশিয়া ও যুক্তরাষ্ট্র-ইউরোপীয় ইউনিয়নের মতো পরাশক্তিগুলোর মেরুকরণে ভারসাম্য বজায় রাখতে বেগ পেতে হচ্ছে বাংলাদশেকে। আগের অনেক ইস্যুর সঙ্গে নতুন করে যোগ হয়েছে ইউক্রেন ইস্যু। এক্ষেত্রে বাংলাদেশকে কোনো একপক্ষ নিলেও হয় না আবার নিরপেক্ষ থাকারও সুযোগ নেই।

সংশ্লিষ্টরা জাতিসংঘে ইউক্রেনের উপর ভোটাভুটির উদাহরণ টেনে বলছেন, এটা এমন একটা কঠিন পরিস্থিতি যে ভোট দিলেও বিপদ না দিলেও বিপদ। হয়েছেও তাই। প্রথমে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। তখন এক ধরনের সমস্যা হলো। তারপর দ্বিতীয়বার যখন ইউক্রেনের পক্ষে ভোট দিল তখনও রাশিয়ার সঙ্গে একটা টানাপড়েনের আশঙ্কা তৈরি হলো।

এই যে পরাশক্তিগুলোর ‘নিজের পক্ষে টানার কূটনীতি’ এটি স্পষ্ট হয় সম্প্রতি ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মানতিৎস্কির বক্তব্যে। তিনি ইউক্রেনে রুশ সামরিক অভিযানের এক মাস পূর্তি উপলক্ষে ঢাকায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ভোটদানে বিরত থাকায় বাংলাদেশসহ রাশিয়ার সহযোগী দেশগুলোকে হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর কিছুদিন পরই দ্বিতীয় দফা ভোটাভুটিতে বাংলাদেশ ইউক্রেনের পক্ষে ভোট দেয়।

যদিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রের হুমকির বিষয়টি অস্বীকার করে বলেছেন, বাংলাদেশ শান্তির পক্ষে থেকেছে সবসময়। তাই ইউক্রেনে যে মানবিক সংকট তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মনে করেছে যুদ্ধের অবসান হওয়ার দরকার।

এ ঘটনায় পর্যবেক্ষকরা বলছেন, রাশিয়ার সঙ্গে বাংলাদেশের একটু টানাপড়েন তৈরি হয়েছে। কারণ রুশ রাষ্ট্রদূত যেদিন সংবাদ সম্মেলন করে সঙ্গে থাকার জন্য বাংলাদেশকে ধন্যবাদ দিচ্ছেন সেইদিনই জাতিসংঘে ভোটাভুটিতে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে ঢাকা।

ইউক্রেনের পক্ষে ভোট দেওয়ার পর রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন জিজ্ঞাসা করা হলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মঙ্গলবার বলেন, রাশিয়ার সঙ্গে এখনও বাংলাদেশের সম্পর্ক যথেষ্ট ভাল। দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। কারও প্ররোচনায় এই সম্পর্কে চিড় ধরবে না।

কোয়াড-আইপিএসে যোগ দিতে যুক্তরাষ্ট্রের চাপ

কোয়াড মূলত একটি সামরিক জোট। কোয়াড শব্দের অর্থ চতুর্ভুজ। প্রাথমিকভাবে ৪টি দেশ এই সামরিক জোট গঠন করেছে। দেশগুলো হলো-যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপান। যদিও সদস্যদেশগুলোর পক্ষ থেকে স্বীকার করা হয় না যে এটি সামরিক জোট। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর এখন কোয়াডকে এশিয়ার ন্যাটো হিসেবে অভিহিত করা হচ্ছে।

আইপিএস হলো যুক্তরাষ্ট্রের ভারত ও প্রশান্ত মহাসাগর অঞ্চল বিষয়ক কৌশল (ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি সংক্ষেপে আইপিএস)। যুক্তরাষ্ট্র ২০১৮ সাল থেকে বাংলাদেশকে আইপিএসে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছে। কিন্তু বাংলাদেশ এখনও যোগ দেয়নি।

যুক্তরাষ্ট্র ও ইইউ নেতারা ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছেন বাংলাদেশকে কোয়াড-আইপিএসে যোগ দিতে। ইইউয়ের ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিশেষ দূত গ্যাব্রিয়েল ভিসেন্টিন সম্প্রতি ঢাকায় এসে আইপিএসে যোগ দিতে বাংলাদেশকে আহ্বান জানিয়েছেন। গত মাসে বাংলাদেশ সফর করা মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডও একই আহ্বান জানিয়েছেন বাংলাদেশকে। তিনি বলেছেন, হুমকি মোকাবিলায় বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।

এছাড়া ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস দায়িত্ব নেওয়ার পরই আইপিএসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ কীভাবে কাজ করতে পারে সেই রূপরেখা দিয়েছেন।

কোয়াড-আইপিএসে যোগ দিতে চীনের বাধা

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো এবং অন্য মিত্ররা বাংলাদেশকে কোয়াড-আইপিএসে যোগ দিতে যেমন চাপ দিচ্ছে তেমনি বাংলাদেশ যেন এই জোটে যোগ না দেয় সেই চাপও দিয়ে যাচ্ছে চীন। বাংলাদেশ কোয়াড-আইপিসে যোগ দিচ্ছে এমন খবর পাওয়ার পর গতবছর তো ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং প্রকাশ্যে হুমকি দিয়েই বসলেন যে বাংলাদেশ যদি কোয়াডে যোগ দেয় তাহলে চড়া মূল্য দিতে হবে।

চীনের এমন হুমকির পরিপ্রেক্ষিতে তখন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কোয়াড বা আইপিএসে যোগ দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, চীন প্রকাশ্যে এমন কথা না বলে আমাদের সঙ্গে আলোচনা করলেই পারত।

এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত ‘স্প্রিং ডায়লগ উইথ চায়না’ শীর্ষক ব্রিফিংয়ে লি জিমিং আবার সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন, কোয়াডে যোগ দেওয়ার ব্যাপারে বাংলাদেশ বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্ত নেবে এমনটাই প্রত্যাশা করে চীন।

বাংলাদেশে চীনের ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণ কেন্দ্র করার খবরে উদ্বিগ্ন ভারত

জাপানের ‘নিক্কেই এশিয়া; সাময়িকীতে ভারতেরই একজন সাংবাদিক নীতা লাল রিপোর্টটি করেছেন। রিপোর্টে বলা হয়েছে, চীন বাংলাদেশে ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণ কেন্দ্র তৈরি করছে। এতে ভারত উদ্বিগ্ন।

রিপোর্টে নয়াদিল্লির উদ্বেগের বিষয়টি এভাবে লিখেছেন নীতা লাল-নয়াদিল্লির উদ্বেগের বড় জায়গা হলো বাংলাদেশের মতো ভারতের পুরনো মিত্রদের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করে চীন ওইসব দেশের সঙ্গে বিশেষ ঘনিষ্ঠতা গড়ে তুলছে। এটাকে ‘বাড়াবাড়ি’ মনে করছে নয়াদিল্লি।

যদিও ‘স্প্রিং ডায়লগ উইথ চায়না’ অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত লি জিমিং এ ধরনের অভিযোগ অস্বীকার করে বেইজিংকে চিঠি লিখবেন বলে জানান। লি জিমিং বলেন, বাংলাদেশ বা পৃথিবীর অন্য কোনো দেশে সামরিক কোনো সরাঞ্জম তৈরির কাজ করে না চীন। তবে কোনো দেশ চাইলে সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণে সহযোগিতা করে চীন।

বাংলাদেশের পক্ষ থেকেও এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, চীন-বাংলাদেশ ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণ কেন্দ্র বলে কিছু নেই এবং ভবিষ্যতে কিছু করার পরিকল্পনা নেই। সরকার লিখিতভাবে ওই সংবাদের প্রতিবাদ জানাবে বলে উল্লেখ করেন তিনি।

‘প্রিভেন্টিভ ডিপ্লোম্যাসি’র উপর গুরুত্ব কূটনীতিবিদদের

ভূরাজনীতির এই জটিল সমীকারণ নিয়ে ঢাকাপ্রকাশ এর সঙ্গে কথা হয় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এবং আরেকজন সাবেক রাষ্ট্রদূত এ কে এম আতিকুর রহমানের সঙ্গে।

এম হুমায়ুন কবির বলেন, আগে আমরা কূটনীতিতে নরমেটিভ ফরেন পলিসি নিয়ে চলতাম। এটার মানে হলো আমরা নীতি নৈতিকতার কথা বলতাম। কোনো সমস্যার ভেতরে যেতাম না। উপর থেকে আমরা ভাল কথা বলে আমাদের অবস্থানটাকে আমরা জানান দিতাম।

প্রিভেন্টিভ ডিপ্লোম্যাসিতে অনেক বেশি জোর দিতে হবে মন্তব্য করে হুমায়ুন কবির বলেন, প্রচলিত কূটনীতি এখন আর নেই। আমরা তো ছোট দেশ। কাজেই আমাদের স্ট্র্যাটেজি হবে সংঘাত যেন আমাদের কাছে না আসে।

এতদিন ইউরোপে আমরা যে কোল্ড ওয়ার দেখেছি সেই কোল্ড ওয়ার কিন্তু ভিন্ন ফর্মে এশিয়ার দিকে স্থানান্তরিত হচ্ছে এমনটা জানিয়ে হুমায়ুন কবির বলেন, উদাহরণ হিসেবে চীন-মার্কিন যুক্তরাষ্ট্র উত্তেজনা বলি অথবা সাম্প্রতিককালে ইউক্রেনের ঘটনাবলীর কথা বলা যায়। অর্থাৎ ভূরাজনীতিটা কিন্তু এখন আমাদের গায়ের উপর এসে পরেছে। যেটা আগে দূরে ছিল।

সাবেক এই রাষ্ট্রদূত বলেন, এখন বাংলাদেশের জন্য যেটা চ্যালেঞ্জ হয়ে এসেছে সেটা হলো এই ভূরাজনৈতিক ঘূর্ণাবর্তের মধ্যে বাংলাদেশ নিজেকে কীভাবে রক্ষা করবে। বাধ্য হয়েই ভূরাজনৈতিক কূটনীতির মধ্যে ঢুকে পড়তে হচ্ছে। আমরা চাই বা না চাই।

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে ভোটাভুটিতে বাংলাদেশের অবস্থান নিয়ে হুমায়ুন কবির বলেন, রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ভোট দিলাম এটাও সমস্যা ভোট দিলাম না এটাও সমস্যা। ভূরাজনৈতিক জটিলতার মধ্যে কিন্তু বাংলাদেশ পড়ে যাচ্ছে। একটা বেসিক প্রিন্সিপল কিন্তু আমাদের মনে রাখতে হবে সেটি হলো, কোনো এক রাষ্ট্র আমার যা চাহিদা তার সবগুলো মিটাতে পারবে না।

হুমায়ুন কবির বলেন, আমাকে বুঝতে হবে যে কোন প্রায়োরিটিটা নিয়ে আামি কার সঙ্গে কাজ করব। ওই দেশের ভেতরে কীভাবে রাজনীতি বা কূটনীতিটা হয় সেটা আমাদের বুঝতে হবে। সেই জায়গাতে আমাদের দক্ষতাকে আরেকটু শান দিতে হবে।

এক্ষেত্রে শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় বা কূটনীতিকদের দিয়ে হবে না মন্তব্য করে হুমায়ুন কবির বলেন, আমাদের রাজনৈতিক নেতাদেরও এ বিষয়টাতে সজাগ থাকতে হবে। দুই লেয়ারেই কাজ করতে হবে। পলিসি তো ঠিক করে দেয় রাজনীতিবিদরা। কূটনীতিকরা পারফর্ম করেন। এখন আমরা একটা জটিল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। যেমন ইউক্রেন ইস্যু। রাজনৈতিক নেতাদেরও কিন্তু এটি হ্যান্ডেল করতে হবে।

এ ধরনের জটিলতা কিন্তু সবে শুরু হয়েছে মন্তব্য করে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, সামনের দিনগুলোতে বাংলাদেশকে এটা প্রতিনিয়ত ফেস করতে হবে। সেজন্য যেটা করতে হবে তা হলো যেসব দেশ ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই দেশগুলোকে বোঝার চেষ্টা গভীর করতে হবে। কাজেই আমদের আরও গভীরে যেতে হবে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হোক, চীন হোক, রাশিয়া হোক বা জাপান। তাহলে আমরা বুঝতে পারব তাদের চিন্তাটা কী বা তারা কী করতে চায়।

হুমায়ুন কবির বলেন, শুধু বাংলাদেশ নয় অনেক দেশই এই সমস্যায় পড়ছে। তাদের সঙ্গেও আমাদের সংযোগ বাড়াতে হবে। যাতে কোনো একটা ইস্যুতে তাদের অবস্থান বুঝে আমাদের সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।

আরেকজন সাবেক রাষ্ট্রদূত এ কে এম আতিকুর রহমান ঢাকাপ্রকাশ’কে বলেন, আমাদের স্বাধীনতা, ভৌগলিক অখণ্ডতা, আমাদের ইতিহাস ও সংস্কৃতি মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে কোনোভাবে আপোষ করা যাবে না। সেই সঙ্গে এমন কিছু করব না যাতে আমেরিকার মানুষের সঙ্গে আমাদের ভুল বোঝাবুঝি হয়। কারণ এখনকার ডিপ্লোম্যাসির মূল কথা হলো পিপল টু পিপল কন্ট্রাক্ট।

চীনের সঙ্গেও আমাদের অনেক ব্যবসা বাণিজ্য আছে। এই বিষয়টিও লক্ষ্য রাখতে হবে। আঞ্চলিকতার একটা বিষয় আছে। চীনের সঙ্গে আমাদের যে বিনিয়োগের সম্পর্ক সেটা মাথায় রাখতে হবে। এগুলো মাথায় রেখে আমেরিকাকে হ্যান্ডল করতে হবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে এক প্রশ্নের জবাবে সাবেক এই রাষ্ট্রদূত বলেন, এটা নিয়ে প্রধানমন্ত্রী একটা ব্যাখ্যাও দিয়েছেন এর আগে। তিনি ব্যাখ্যায় যেটা বলেছেন সেটার সঙ্গে পুরোপুরি একমত যে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলে আমরা হয়তো ভোটদানে বিরত থাকব। কিন্তু রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছে এটাও আমরা সমর্থন করি না। যুদ্ধ আমরা কোনো সময় সমর্থন করি না। বঙ্গবন্ধু শান্তি চাইতেন। বাংলার মানুষও শান্তি চায়।

মানবিক কারণে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ এমনটা জানিয়ে আতিকুর রহমান বলেন, স্বাধীনতা যুদ্ধে ভারতের পাশাপাশি রাশিয়া আমাদের সহযোগিতা করেছে। সেই বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে।

আরইউ/আরএ/কেএফ/

Header Ad

৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

ছবি: সংগৃহীত

তৃতীয় বিভাগ ক্রিকেটে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটারসহ মোট ৯ জনকে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়ম অমান্য করায় এই ক্রিকেটারদের প্রত্যেককে ১ বছরের নিষেধাজ্ঞা এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে বিসিবি।

শুক্রবার (২২ নভেম্বর) বিসিবি সভাপতি ফারুক আহমেদের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটার ও এক ক্লাব কর্তাকে ১ বছরের জন্য নিষিদ্ধ এবং সবাইকে কমপক্ষে ৫০ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে।

এতে আরও বলা হয়েছে, ঘরোয়া ক্রিকেটের কোনো পর্যায়েই শৃঙ্খলাভঙ্গের কোনো ধরনের ঘটনায় নমনীয় হবে না বিসিবি। তাই এটিকে ক্রিকেটার ও কর্মকর্তাদের প্রতি বার্তা হিসেবে নেওয়া যায় যে, আচরণবিধি ভঙ্গের ঘটনায় বোর্ড কঠোর পদক্ষেপ নেবে।

ওই ৮ ক্রিকেটার হলেন, তেজগাঁও একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়। স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয়। আর তেজগাঁও ক্লাবের কর্মকর্তা রবিন।

জানা গেছে, গত সোমবার পিকেএসফ ১ নম্বর মাঠে হওয়া সুপার লিগের ম্যাচে তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের টেকনিক্যাল কমিটি ঘটনার প্রমাণ সাপেক্ষে তাদের শাস্তি দেয়।

Header Ad

উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী

বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

দেশের জনগণের দুর্ভোগের মধ্যে উপদেষ্টাদের অযাচিত কার্যকলাপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, জনগণের দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে। অন্তর্বর্তী সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। উপদেষ্টারা চাকরিজীবীর মতো কাজ করছেন। তাদের কাজে বিপ্লবের গতিশীলতা নেই।

তিনি বলেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উসকানি দিচ্ছে। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত ১৫ বছর পুলিশ দিয়ে হত্যা ও নির্যাতন চালানো হয়েছে।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, কারাগারের সালমান এফ রহমান বহাল তবিয়তে রয়েছেন। সেখানে সে খুব তৎপরতা চালাচ্ছে।

রুহুল কবির রিজভী বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা এখনও বঞ্চিত হচ্ছে। আন্দোলনে ছিল এমন পরিচয়ে কিছু মানুষ সব পদ দখল করে নিচ্ছে।

এ সময় আন্দোলনে হতাহতদের মাসিক ভাতা ও ভরণপোষণের দায়িত্ব সরকারকে নিতে হবে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

Header Ad

ভিসা কবে উন্মুক্ত করবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ

ছবি: সংগৃহীত

ভূমি এবং বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ জানিয়েছেন, ভারত বাংলাদেশিদের জন্য কবে থেকে ভিসা উন্মুক্ত করে দিবে, তা ভারতের নিজস্ব ব্যাপার, এটা নিয়ে সরকারের কোনো বক্তব্য দেয়ার কিছু নেই।

শুক্রবার (২২ নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি।

হাসান আরিফ বলেন, দেশের পর্যটন বিকাশে তার মন্ত্রণালয় বিশদ পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে সাংবাদিকদের জানানো হবে।

এ সময় তিনি বলেন, জিয়াউর রহমানের দানকৃত জমিতে গড়ে তোলা হবে হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান। সমাজে অবস্থার কারণে বিভিন্নভাবে রোহিঙ্গাদের দেশ থেকে বিতাড়িত করেছে। ওয়ামী তাদের জন্য কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষা ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। তবে শিক্ষার পাশাপাশি যুব সমাজকে এগিয়ে নিতে ওয়ামি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। অন্যতম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি উপস্থিত সৌদি রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন, সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান,ওয়ামী সচিবালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আব্দুল হামিদ ইউসুফ আল মাজরু, ওয়ামী কার্যালয়ের বৈদেশিক অফিস ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিরেক্টর সাআ’দ আব্দুল্লাহ বিন জাবর ও ত্রাণ বিভাগের কর্মকর্তা আব্দুল মালেক আল আমের প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন, জেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদ, উপজেলা সহকারী ভূমি কমিশনার দিল আফরোজ।

এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতের পর ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ ও সৌদি আরবের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নবনির্মিত ওয়ামি কমপ্লেক্স ভবনে রয়েছে দ্বিতল বিশিষ্ট সুপরিসর মসজিদ, ১০০ জন এতিম শিশুর জন্য উন্নত মানসম্পন্ন আবাসন ব্যবস্থা, ১টি ক্যাডেট মাদ্রাসা, ১টি নুরানী ও হিফজ মাদরাসা, ১টি লাইব্রেরি হল, ১টি হলরুম ও কনফারেন্স রুম, তরুণ শিক্ষার্থীদের ডিজিটাল লার্নিং জন্য একটি আইটি প্রশিক্ষণ সেন্টার ও ডাইনিং হল। এ ছাড়াও কমপ্লেক্স এর অবশিষ্ট পরিকল্পনার মধ্যে একটি হাসপাতাল, স্কুল, ভোকেশনাল সেন্টার, প্রশিক্ষণার্থীদের জন্য ডরমিটরি ও প্লে গ্রাউন্ড নির্মাণের বিষয় তিনি উল্লেখ করেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি
উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী
ভিসা কবে উন্মুক্ত করবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ
জুরাইন রেলক্রসিং ছাড়লেন রিকশাচালকরা, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
সাফজয়ী নারী ফুটবলার আইরিনকে নওগাঁয় সংবর্ধনা
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান
বেনাপোলে সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার
পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল বন্ধ
ভারতীয় সাবমেরিনের সঙ্গে মাছ ধরা নৌকার সংঘর্ষ, নিখোঁজ ২
সংসার ভাঙার দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান
ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি
আ.লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলা, নিহত ৪৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন
তামিমকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা
নতুন নির্বাচন কমিশন শপথ নেবে রোববার
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার
খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন মাহফুজ-আসিফ-নাহিদ