বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ | ২৭ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

সড়ক দুর্ঘটনায় সাবিনার মৃত্যু

মা ছাড়া ভালো নেই শিশু ওহী ও রাহী

রাজধানীসহ দেশজুড়ে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। এতে অনেক মানুষ অকালে মৃত্যুবরণ করছেন, কেউ কেউ আবার গুরুতর আহত হয়ে সারাজীবনের জন্য পঙ্গু হচ্ছেন। কিছুতেই থামছে না এ দুর্ঘটনা। একটি দুর্ঘটনা একটা পরিবারের সারা জীবনের কান্নার কারণ হয়ে দাঁড়ায়।

সম্প্রতি দুই মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পথে রাজধানীর মিরপুর ১৪ নম্বরে ডেন্টাল কলেজের সামনে বাসের ধাক্কায় সাবিনা ইয়াসমিন (৩১) নামের এক নারী মারা যান। এ দুর্ঘটনায় তার দুই মেয়ে হুমায়রা ইয়াসমিন ওহী (১০) ও রাফিয়া ইয়াসমিন রাহী (৮) আহত হয়। ওহী ও রাহী বিএন স্কুলের শিক্ষার্থী।

জানা যায়, সাবিনা ইয়াসমিনের গ্রামের বাড়ি বগুড়া সদর উপজেলায়। তার স্বামীর নাম মো. শফিকুল ইসলাম ওরফে রফিকুল ইসলাম। রফিকুল নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। দুই মেয়েকে নিয়ে তারা মিরপুরের বিআরবি কলোনির বি-৩৭ নম্বর ভবনের দ্বিতীয় তলায় বসবাস করতেন।

এ ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ জানায়, এটা একটি মর্মান্তিক দুর্ঘটনা। প্রথমে নিহত সাবিনাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশি তথ্য বলছে, সাবিনার মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়নি। নিহতের মরদেহের দাফন সম্পন্ন হয়েছে কোনো প্রকার ময়নাতদন্ত ছাড়াই।

সাবিনার ভাই মামুনুর রশীদ বলেন, বগুড়ার ধুনটে এলাকায় আমার বোনের দাফন সম্পন্ন হয়েছে। আমরা লাশ পোস্টমর্টেম করতে দেইনি।

স্ত্রী সাবিনা মারা যাওয়ার পর তাদের দুই মেয়ে ওহী ও রাহী কেমন আছে জানতে চাইলে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আমার মেয়েরা মা ছাড়া ভালো নেই। বড় মেয়ে ওহী সব সময় চিন্তামগ্ন থাকছে। পড়ালেখার প্রতি তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না।

তিনি আরও বলেন, ওর মা মারা যাওয়ার পর থেকেই সে অধিকাংশ সময় অনুশোচনায় ভুগছে বলে আমার মনে হচ্ছে। আর ছোট মেয়ে রাহী প্রায়ই মা মা বলে কান্নাকাটি করে। তাদের মা যে, আর পৃথীবিতে নেই, সে কোনো দিন আসবে না, এটাই আমি ওদের বুঝাতে পারছি না।

তিনি বলেন, এ ঘটনায় আমার দুইটা মেয়েই আহত হয়। মাঝে মাঝে ওরা দুজনে বলাবলি করে চোখের সামনে আমাদের মা মারা গেল! ও মা তুমি কোথায়! ফিরে এসো! এসব নানান ধরনের কথাবার্তা শুনে আমার ও খুব খারাপ লাগে।

রফিকুল ইসলাম বলেন, আমি সব সময় আমার মেয়েদের সার্বিক বিষয়ে খেয়াল রাখছি। ওদের আমিও অনেক ভালোবাসি। তবে ওরা রমজান ও ঈদকে সামনে রেখে তাদের মাকে খুব মিস করছে আমি সেটা বুঝতে পারছি।

তিনি বলেন, একটি সড়ক দুর্ঘটনা আমাদের জীবনকে তছনছ করে দিল। এমন ঘটনা যাতে আর কারো জীবনে না ঘটে।

রফিকুল ইসলাম বলেন, মাকে হারিয়ে দিশাহারা আমার সন্তানেরা। বড় সন্তানকে সব সময় সান্ত্বনা দিচ্ছি। ওকে দেখার মতো নেই, শুকিয়ে গেছে, ও কিছুতেই এ দুর্ঘটনা মেনে নিতে পারছে না। কারো মুখে ওর মায়ের কথা শুনলে ওরা কাঁদতে শুরু করে। এজন্য আমি ওদের বিভিন্নভাবে ভুলিয়ে রাখি।

এদিকে এ ঘটনার দিন সাবিনার মরদেহ যে স্ট্রেচারে ছিল, সে স্ট্রেচার ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ওহীকে। সে অবিশ্বাস নিয়ে বারবার মাকে ছুঁয়ে দেখছিল আর মা মা বলে ডাকছিল। এসময় সাবিনার ছোট মেয়ে রাহী উপস্থিত লোকজনকে ডেকে চিৎকার করে বলতে থাকে, ‘আম্মুকে একটা বড় ডাক্তার দেখাও। প্লিজ তোমরা আম্মুকে ডাক্তারের কাছে নিয়ে যাও। আমার আম্মুর কী হয়েছে ও আম্মু কথা বলো...! আব্বু আম্মু কথা বলছে না কেন?'

দেখা যায়, ঘটনার দিন হাসপাতালে নিহতের স্বামী রফিকুলকে জড়িয়ে ধরে বাবা ও মেয়েরা কাঁদতে থাকেন এবং ছোট মেয়েটি আত্মীয়স্বজনদের বারবার বলতে থাকে, আমার আম্মুর কী হয়েছে, সত্যি করে বলো তোমরা। আম্মু কথা বলছে না কেন?

এ বিষয়ে জানতে চাইলে নিহত সাবিনা ইয়াসমিনের ভাই মামুন বলেন, ঘটনার দিন দুই মেয়েকে নিয়ে অটোরিকশায় স্কুলে যাচ্ছিলেন আমার বোন। পথে একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে ধাক্কা দিলে সে ছিটকে সড়কে পড়ে যান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের বোন এভাবে চলে যাবে কখনো ভাবতে পারিনি।

তিনি আরও বলেন, ওই ঘটনার পর থেকে আমার ভাগ্নিরা কেমন জানি নিরব হয়ে গেছে। তারা আর আগের মতো নেই। সব সময় তাদের মাকে মিস করছে। আমরা ওদের খোঁজখবর রাখছি। তিনি বলেন, ওহী ও রাহী সব সময় অসহায়ের মতো চলাফেরা করছে। মাকে ছাড়া ওদের রোজার দিনের ইফতারেরও কোনো আনন্দ নেই।

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ওইদিন যখন নিহত সাবিনার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয় তখন তার বড় মেয়ে খুব কান্নাকাটি করছিল। আসলেই এটা একটি মর্মান্তিক দুর্ঘটনা।

এ ঘটনার সার্বিক বিষয়ে জানতে চাইলে ভাষানটেক থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক অনয় চন্দ্র পাল বলেন, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। এ ঘটনার তদন্ত চলমান রয়েছে।

পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় মামলা করা হবে কি না জানতে চাইলে ভাষানটেক থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত খন্দকার বলেন, মামলা এখনও করা হয়নি। পরিবারের পক্ষ থেকে তারা মামলা করার বিষয়ে আগ্রহ দেখায়নি। পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে কি না সে বিষয়ে আপাতত কিছুই বলা যাচ্ছে না।

রিকশাকে ধাক্কা দেওয়া বাসটি এবং বাসের চালককে শনাক্ত করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, না, বাস বা চালক এখনও শনাক্ত হয়নি। তবে শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, এটি একটি বেদনাদায়ক ঘটনা। এ ঘটনার পর আমাদের পুলিশ সদস্যরা গাড়িটির বিষয়ে খোঁজখবর নেয়। আমরা আন্তরিকভাবে তদন্ত চালিয়ে যাচ্ছি। মামলা হলে আসামিদের গ্রেপ্তার করা হবে।

ওসি দেলোয়ার হোসেন বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, ট্রাস্ট ট্রান্সপোর্টের একটি বাসের ধাক্কায় সাবিনার মৃত্যু হয়েছে।

জানতে চাইলে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমাদের প্রতিষ্ঠানের কোনো বাস এমন কোনো দুর্ঘটনা ঘটিয়েছে বলে জানা নেই।

প্রসঙ্গত, গেল মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে অটোরিকশায় করে দুই সন্তানকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন মা সাবিনা ইয়াসমিন। কিন্তু পথেই পেছন থেকে একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয় এরপর এ ঘটনায় মা ও মেয়েরা (দুজন) রাস্তায় ছিটকে পড়েন। সৌভাগ্যক্রমে দুই সন্তান বেঁচে গেলেও তাদের মা চিরতরে হারিয়ে যায়। এরপর থেকে মাকে ছাড়া ভালো নেই শিশু ওহী ও রাহী।

কেএম/টিটি

Header Ad
Header Ad

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন

টাঙ্গাইলের ভূঞাপুরে গাজায় গণহত্যার প্রতিবাদে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন। ছবি: ঢাকাপ্রকাশ

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর চলমান নৃশংসতায় শিশুসহ গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন করেছে উপজেলা সনাতন ধর্মাবলম্বী লোকজন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ্ আলম প্রামাণিক, উপজেলা সুজনের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, উপজেলা সনাতন ধর্মাবলম্বী সংঘের সাধারণ সম্পাদক অভিজিৎ ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক তাপস নারায়ণ দে সরকার প্রমুখ।

এ সময় ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, শিক্ষিকা তাপসী বসাক, সাংবাদিক আব্দুর রশিদ, মাসুদ, ফরমান শেখ, তৌফিকুর রহমান, মাহমুদুল হাসান প্রমুখসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও হিন্দু ধর্মাবলম্বীরা ছাড়াও নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।



Header Ad
Header Ad

জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস (ভিডিও)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর হামলার মতো এমন অপকর্মের সাহস পেত না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে ইসরায়েলি হামলার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপির আয়োজিত র‌্যালিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ইসরায়েল কেবল ফিলিস্তিন নয়, সারা বিশ্বের মুসলমানদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে। একে যদি এখনই প্রতিহত করা না যায়, তাহলে একে একে সব মুসলিম রাষ্ট্রকে তারা ধ্বংস করবে। পার্শ্ববর্তী দেশগুলোতেও মুসলমানদের ওপর নিপীড়ন বাড়ছে, আমরাও তা প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছি।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিবাদ দেখা যায়নি। এমনকি সুশীল সমাজ থেকেও কোনো প্রতিক্রিয়া আসেনি, যা অত্যন্ত হতাশাজনক।

তিনি বলেন, বিএনপি সবসময় মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আমরা মুসলমান, আমরা মানবিক—এই ন্যূনতম দায়বদ্ধতা থেকেও ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো উচিত।

এসময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপি সবসময় ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে। ফিলিস্তিন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের এখনও আলাপ পাইনি। অনেক সুশীল রয়েছে, তাদের সাড়া মিলছে না।’

মুসলিম বিশ্বের দ্বিধাবিভক্তির কারণে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চলছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘ভারতের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গেও রয়েছে।’

বিএনপির ক্ষমতায় যাওয়া ঠেকাতে সবাই ব্যস্ত, কিন্তু ফিলিস্তিনের পক্ষে ব্যস্ত নয় বলে মন্তব্য করেন গয়েশ্বর।

Header Ad
Header Ad

নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ১০জন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দননগর এলাকার বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন - বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকার মৃত ওছির আলীর ছেলে শরিফুল ইসলাম (৫৫) এবং একই এলাকার মৃত আফসের আলীর ছেলে আজিজুল হক (৫৫)।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম ও লালচানের বুধরিয়া এলাকায় পাশাপাশি জমি রয়েছে। সাইফুল ইসলামের বাবা তাদের জায়গাতে গাছ লাগালে জমিজমা মাপজোক করে গাছটি লালচানদের মধ্যে পড়ে। গাছ সাইফুলের বাবা লাগানোর সুবাদে উভয়পক্ষের সম্মতিতে সাইফুল গতকাল বুধবার মেহগনি গাছ কাটলে উভয়পক্ষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। আজ সকালে সাইফুল ইসলামকে দেখতে পেয়ে লালচান তার অংশ বেড়া দিয়ে ঘিরে নিতে বললে সাইফুল ব্যস্ত আছে জানালে লালচান, কাশেম হাজীসহ ২০-২২ জন রামদা, কুড়াল, হাসুয়া দিয়ে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলামের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয় আরও ৮-১০ জন। আহতদের মধ্যে আজিজুল ইসলামকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন
জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস (ভিডিও)
নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
বাংলাদেশ রেলওয়ের দুই কর্মকর্তাকে পদায়ন ও বদলি
২০ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি
কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে চিঠি
সিলেটে থানায় লালগালিচা দেখে ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা
দিল্লিতে লিঙ্গ পরিবর্তনের চিকিৎসা নিতে এসে গ্রেপ্তার ৫ বাংলাদেশি
রবিবার ৩ জেলায় সাধারণ ছুটি, সবমিলিয়ে টানা ৪ দিনের অবকাশ
এসএসসির ফল ৬০ দিনে প্রকাশের চেষ্টা করা হবে: শিক্ষা উপদেষ্টা
পূর্বাচলে প্লট দুর্নীতি: শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
যমুনা নদী বাঁধ দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে কারাদন্ড
ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় ৪ বাংলাদেশি পণ্যবাহী ট্রাক পেট্রাপোল বন্দর থেকে ফেরত
মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে অসুস্থ হয়ে বাবার মৃত্যু, পরীক্ষার হলে মেয়ে জানে না মৃত্যুর খবর
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নয়, ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ নাম চায় ইসলামী আন্দোলন
৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সন্ত্রাসী সাজ্জাদকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ছাড়াতে চাওয়া স্ত্রী তামান্না
নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীসহ মেয়ের মৃত্যু
ভারতের মত অন্য কোনও দেশ বাংলাদেশের এতটা মঙ্গল চায় না: জয়শঙ্কর
মেসির জোড়া গোলে সেমিফাইনালে ইন্টার মায়ামি
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স