শনিবার, ৫ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

মুক্তিযোদ্ধাদের কল্যাণমূলক কাজে গলদ

বীর মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরতে ও বীর মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়নে আওয়ামী লীগ সরকার ২০১১ সালে সারাদেশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের অনুমোদন দেয়। যা তিন বছরে শেষ করার কথা। নিদিষ্ট সময়ে তো হয়নি, পাঁচবার সংশোধন করে সময় বাড়ানো হয়েছে সাড়ে সাত বছর। ব্যয় বেড়েছে ২৮ দশমিক ৫ শতাংশ।

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পে ১৫ কর্মকর্তা প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাড়ে ১০ বছর পর প্রকল্পের কাজ শেষ হয়েছে গত জুনে; কিন্তু তারপরও বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপন না করাসহ বিভিন্ন ক্ষেত্রে গলদ থেকে গেছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সম্প্রতি একটি নিবিড় পরিবীক্ষণ প্রতিবেদন তৈরি করেছে। তাতেই এ প্রকল্পের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি ধরা পড়েছে।

 

  • প্রকল্প পরিচালক ছিলেন ১৫ জন
  • বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপন হয়নি ৩ কমপ্লেক্সে
  • নষ্ট হয়ে গেছে নাটোর কমপ্লেক্সের টাইলস
  • ডিজাইন পরিবর্তন করা হয়েছে দুটির

 

উল্লেখ্য, জাতির বীর মুক্তিযোদ্ধাদের স্মরণীয় করে রাখতে প্রথমে ৪৮ জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের উদ্যোগ নেয় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সারাদেশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য ২০১১ সালের ৮ ফেব্রুয়ারি অনুমোদন দেয় সরকার। বাস্তবায়নকাল ধরা হয় ২০১০ সালের জুলাই থেকে ২০১৩ সালের জুন। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও গণপূর্ত অধিদপ্তর।

মূল ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) অনুসারে মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ১১৮ কোটি ৭৮ লাখ টাকা। প্রথম সংশোধনীর মাধ্যমে সেটি বাড়িয়ে ধরা হয় ১৩০ কোটি ২০ লাখ টাকা। সর্ব শেষ প্রাক্কলিত ব্যয় বাড়িয়ে ধরা হয়েছে ১৫২ কোটি ৬৬ লাখ টাকা। প্রকল্পের সময় বাড়ানো হয়েছে ২৬৭ শতাংশ, আর ব্যয় বাড়ে ২৮ দশমিক ৫ শতাংশ। গত এপ্রিল পর্যন্ত প্রকল্পের ব্যয় হয় ১৩৩ কোটি টাকা বা ৮৭ শতাংশ।

সব জেলায় একটি করে পাঁচতলা বিশিষ্ট ভবনের উপর তিনতলা ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়। এরমধ্যে নিচতলায় দোকানের মাধ্যমে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আয় বৃদ্ধির ব্যবস্থা, দ্বিতীয় তলায় কমিউনিটি সেন্টার ও তৃতীয় তলায় মুক্তিযোদ্ধা কমান্ডারসহ অন্য মুক্তিযোদ্ধাদের অফিসের ব্যবস্থা করা।

প্রথমে শুধু প্রকল্প পরিচালকের রুমে যন্ত্রপাতি রাখার সিদ্ধান্ত হয়। পরে সংশোধনের সময় সব উপজেলা কমপ্লেক্সে যন্ত্রপাতি ও ফার্নিচার, বীর মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য, মুক্তিযুদ্ধের বই ও বঙ্গবন্ধুর ম্যুরাল রাখার ব্যবস্থা করা হয়।

প্রথম প্রকল্প পরিচালক হিসেবে ২০১১ সালের ২ মে থেকে ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন সৈয়দ মজিবুল হক। আর ২০২০ সালের ১৭ আগষ্ট থেকে ১৫তম পিডি হিসেবে দায়িত্ব পালন করছেন উপ-সচিব ড. সৈয়দ শাহজাহান আহমেদ।

কাজের গুণগত মান দেখার জন্য মন্ত্রণালয়ে বছরে চারটি করে পিআইসি ও পিইসি মিটিং করার কথা। কিন্তু গত ১০ বছরে মাত্র ১০টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) ও ৮টি প্রকল্প স্টিয়ারিং কমিটি (পিইসি) মিটিং হয়েছে। এরফলে প্রকল্পের মেয়াদ গত জুনে শেষ হয়ে গেলেও গলদ থেকে গেছে কাজে। তৃতীয় তলায় মুক্তিযোদ্ধাদের জন্য অফিস করা হলেও ওঠানামার জন্য কোনো লিফটের ব্যবস্থা করা হয়নি। প্রকল্পের পরিকল্পনাতেই ত্রুটি ধরা পড়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বারবার প্রকল্পটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সিলেট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে টেন্ডার ডকুমেন্টের চেয়ে বেশি বিল পরিশোধ করা হয়েছে। এই কমপ্লেক্সটি ত্রুটিপূর্ণভাবে নির্মাণ করায় কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়নি। অথচ ঠিকাদারকে ২ কোটি ৪০ লাখ টাকা বিল পরিশোধ করা হয়েছে। কমপ্লেক্সের আসবাবপত্র দেখভাল করার কোনো লোকবল নেই।

বান্দরবান মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলা থেকে তৃতীয় তলা ভবনের সম্পূর্ণ ডিজাইন পরিবর্তন করা হয়েছে। লিফটের জায়গায় ওয়াল তুলে বন্ধ করা হয়েছে। ভবনের ভেতর-বাহিরের রং মানসম্মত না হওয়ায় দেয়াল থেকে তা খসে পড়ছে। ভবনে বৈদ্যুতিক ও পানির ব্যবস্থা নেই। দরজার পাল্লায় লম্বা ফাটল দেখা দিয়েছে। রক্ষণাবেক্ষণে অভাবে সেনেটারী, প্লাম্পিং ও ফ্লোরের টাইলস নষ্ট হয়ে যাচ্ছে। নাটোর কমপ্লেক্স ভবনের বিভিন্ন স্থানে টাইলসও ফেটে নষ্ট হয়ে গেছে। মূল নকশা অনুযায়ী নিচ তলায় ৯টি দোকানের ব্যবস্থা করা হয়। কোনো কোনো ভবনে ১৯টি দোকান করা হয়েছে। এ ছাড়া ক্রেতা বা ব্যবসায়ীদের জন্য কোনো টয়লেটের ব্যবস্থা করা হয়নি।

রাজশাহী কমপ্লেক্সের নিচতলায় যাদের দোকান ভাড়া দেওয়া হয়েছে তারা নকশা পরিবর্তন করে অতিরিক্ত অংশ বাড়িয়েছে। কক্সবাজার ও বান্দরবান কমপ্লেক্সের প্রথম থেকে তৃতীয় তলার সব ডিজাইন পরিবর্তন করা হয়েছে।

মুক্তিযোদ্ধা সংসদের কাছে হস্তান্তর করা হলেও সিলেট, বগুড়া, সাতক্ষীরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপন করা হয়নি। রাজশাহী, মৌলভীবাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ অনেক ভবনে র‍্যাম নেই। শুধু তা-ই নয়, খুলনা কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়নি। তারপরও অগ্নিনির্বাপক যন্ত্র মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।

জানা গেছে, ভবনের সামনে যানবাহন পার্কিং করার জন্য কোনো জায়গাও নেই। যেসব ভবন ভাড়া দেওয়া যায়নি, সেসব ভবনের কোনো রক্ষণাবেক্ষণ করা হয় না। অনেক ভবনে ইতিমধ্যে ফাটলও দেখা দিয়েছে। ২৫টি কমপ্লেক্সের মধ্যে ১২টি দোকান ফাঁকা পড়ে আছে। ২৫ জেলায় ১২ শ মুক্তিযোদ্ধা, প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এতো গলদ কেন, এমন প্রশ্নের জবাবে আইএমইডি’র সদ্য সাবেক সচিব এবং পকিল্পনা মন্ত্রণালয়ের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী ঢাকাপ্রকাশকে বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির বীর। তাদের কল্যাণে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল; কিন্তু ডিপিপি অনুযায়ী কাজ হয়নি। বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি ধরা পড়েছে। এটা দুঃখজনক। যারা এসব কাজ করেছে ঠিক করেনি। নিবিড় পরিবীক্ষণের মাধ্যমে প্রকল্পটির কোথায় কোথায় ত্রুটি ছিল তা তুলে ধরা হয়েছে।’

প্রকল্প পরিচালক ড. সৈয়দ শাহজাহান আহমেদ বলেন, ‘প্রকল্প যখন শেষ পর্যায়ে তখন আমি প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছি। আইএমইডি যে রিপোর্ট করেছে তা খারাপ হয়নি। তবে কিছু ক্ষেত্রে আমার দ্বিমত আছে। যেমন–ডিজাইনের ব্যাপারে যে ত্রুটি ধরা হয়েছে। যখন এটা প্রণয় করা হয়েছিল তখন বলা উচিত ছিল। কাজ শেষে বলে লাভ কী? আগেই মনিটরিং করা দরকার ছিল। রিপোর্টে ত্রুটি-বিচ্যুতি ধরা পড়লে সংশোধনের সুযোগ ছিল। কেন ঠিকমতো ডিজাইন করা হয়নি তাও আমার জানা নেই।’ পিসিআর রির্পোট হয়নি। তাই সব তথ্য ওয়েবসাইটে তুলে ধরা হয়নি বলেও জানান তিনি।

এসএ/

Header Ad
Header Ad

এক দিনেই পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ড. ইউনূস

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়ার সঙ্গেও বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের দ্বিতীয় দিনে পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৪ এপ্রিল) বিমসটেক সম্মেলন শেষে প্রথমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন তিনি।

এরপর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্নের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন ড. ইউনূস। থাই প্রধানমন্ত্রী বাংলাদেশকে দুই বছরের জন্য বিমসটেকের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন।

পরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠকে বসেন ড. ইউনূস। আঞ্চলিক উন্নয়ন ও পারস্পরিক সহায়তা নিয়ে আলোচনা করেন তারা। একই দিন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়ার সঙ্গে হোটেল সাংগ্রিলায় বৈঠক করেন ড. ইউনূস, যেখানে অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার বিষয়টি উঠে আসে।

বিকেলে মিয়ানমারের সরকার প্রধানের সঙ্গে হেঁটে হেঁটে বিভিন্ন ইস্যুতে আলাপ করেন ড. ইউনূস।

এদিকে, বৈঠকের পর নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন—“বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছি। ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও বলেন, “বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। সীমান্ত নিরাপত্তা ও সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে আলোচনা করেছি।”

উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিমসটেক বর্তমানে বাণিজ্য, প্রযুক্তি, পরিবহন, জ্বালানি ও সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আন্তঃআঞ্চলিক জোট হিসেবে কাজ করছে।

Header Ad
Header Ad

যুক্তরাষ্ট্র চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে

ছবি: সংগৃহীত

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্র মোট ৬৮২ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে অধিকাংশই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন। শুক্রবার (৪ এপ্রিল) ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ লোকসভায় এ তথ্য জানান।

তিনি বলেন, সীমান্তে আটক হওয়া ভারতীয়দের নথিপত্র যাচাইয়ের পর যুক্তরাষ্ট্র তাদের প্রত্যাবাসন করে। একই সঙ্গে ভারত সরকার অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ে উদ্বিগ্ন এবং এই সমস্যা মোকাবিলায় মার্কিন প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছে। অপরাধমূলক অভিবাসন চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থী, পর্যটক এবং পেশাদারদের আমেরিকা যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয়, সেদিকেও নজর দিচ্ছে মোদী সরকার। মার্কিন কর্তৃপক্ষ যে ভারতীয় নাগরিকদের তালিকা পাঠায়, তা গুরুত্ব সহকারে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে, জালিয়াতির দায়ে অভিযুক্ত ট্রাভেল এজেন্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সক্রিয় হয়েছে ভারত সরকার। মানব পাচারচক্রের সঙ্গে এজেন্টদের যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Header Ad
Header Ad

কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা শামীম?

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়ে বিয়ের খবর জানিয়েছেন তিনি। স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি দিয়ে প্রোফাইল পিকচার পরিবর্তন করে ক্যাপশনে লিখেছেন— "আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।"

এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি কাভার ফটো হিসেবে পোস্ট করেছেন এই অভিনেতা। ছবিতে অন্তর্বর্তী সরকারের রেল উপদেষ্টা ফাওজুল কবির খানকেও দেখা গেছে।

 

তবে স্ত্রীর পরিচয় সম্পর্কে ফেসবুক পোস্টে কিছু উল্লেখ করেননি শামীম।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এক দিনেই পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ড. ইউনূস
যুক্তরাষ্ট্র চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে
কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা শামীম?
ঢাকার পথে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস
মানিকগঞ্জে বাঁশঝাড়ে কার্টনে মিললো তরুণীর লাশ
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
দেশে তীব্র তাপপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ
হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে তবে এ বিষয়ে আর কিছু বলা সম্ভব নয় : বিক্রম মিশ্রি
মার্কিন গাড়ি আমদানিতে ২৫% শুল্ক আরোপের ঘোষণা কানাডার
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব নিল বাংলাদেশ
চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি
পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!
নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ, আবারও শেখ হাসিনার উসকানি!
টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা: না ফেরার দেশে প্রেমা, নিহত বেড়ে ১১
নিষেধাজ্ঞায় পড়লেন মেসির দেহরক্ষী, ঢুকতে পারবেন না মাঠে
শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
ঈদ আনন্দে মুখরিত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো