বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

হাওরে একসঙ্গে ধান কাটলেন তিন মন্ত্রী

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন করলেন তিন মন্ত্রী। এসময় তারা একসঙ্গে ধান কাটেন।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার ডেকার হাওরে এই ধান কাটা উৎসবের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, কৃষকরা অনেক পরিশ্রম করে হাওরে ধানের চাষাবাদ করে। কিন্তু আগাম বন্যার কারণে কৃষকদের ধান ঘরে তোলার আগেই তলিয়ে যায়। এই বছর হাওরে এসে খুব ভালো লাগছে বোরো ধানের বাম্পার ফলন দেখে। ইতোমধ্যে হাওরের ৩০ ভাগ ধান কাটা হয়েছে। আমরা আজকে ধান কাটা উৎসবে এসেছি এবং এই বছর ধানের যে দাম নির্ধারণ করা হয়েছে তা থেকে কৃষকরা অনেক লাভবান হবে।

তিনি বলেন, যে বছর হাওরের ধান হয় সেই বছর সারা দেশের মানুষ হাওরের এই ধান খেতে পারে। আর যে বছর হাওরের ধান তলিয়ে যায় সেই বছর সারা দেশে খাদ্যের সংকট দেখা দেয়। এ বছর বন্যা আসার আগেই হাওরের ধান ঘরে উঠে যাবে। ইতোমধ্যে ১ হাজার ধান কাটার মেশিন হাওরে ধান কাটছে তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জলাভূমি হাওরে আর কোনো সড়ক নির্মাণ করা হবে না, উড়াল সড়ক নির্মাণ করা হবে, যেটির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। প্রকৃতির সঙ্গে লড়াই করে হাওরের ধান ঘরে তোলা সম্ভব নয়, প্রকৃতির সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। তবে হাওরে আর মাটির বাঁধ নির্মাণ করা হবে না।

তিনি আরও বলেন, বৈজ্ঞানিকভাবে গবেষণা করে ফসলের সময়টা ১২০ দিনের জায়গায় যদি ১০০ দিন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আশা করি এতে আমরা সফল হব। এমনকি আগাম বন্যা আসার আগেই হাওরের ধান ঘরে তুলতে পারবে কৃষকরা।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. এহসান শাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম প্রমুখ।

এসজি

Header Ad
Header Ad

টাঙ্গাইলে বই দেখে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা, ফেসবুকে ভিডিও ভাইরাল!

টাঙ্গাইলে বই দেখে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে দায়িত্বরত শিক্ষকদের সহযোগিতায় বই দেখে এসএসসি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। তা মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভিডিওটি ভাইরাল হওয়ায় নানা মহলে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

জানা যায়, গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) সারা দেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতেও এসএসসি ও সমমানের বাংলা প্রথমপত্র অনুষ্ঠিত হয়। এতে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুলের পরীক্ষার কেন্দ্র (ভোকেশনাল) বাংলা প্রথমপত্র শিক্ষকদের সহায়তায় শিক্ষার্থীরা বই দেখে পরীক্ষা দেয়।

এ ব্যাপারে তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল কেন্দ্র সচিব তোফাজ্জল হোসেন তুহিন দাবি করে জানান, শিক্ষার্থীরা তার কাছে জানায় ভিডিও অনেক আগের।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবীর জানান, আমি এখানে নতুন এসেছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত জানান, বিষয়টি জানতে পেরে কালিহাতীর ইউএনওকে ওই পরীক্ষার কেন্দ্রে পাঠিয়েছিলাম। গত পরীক্ষায় ওই কক্ষে যে শিক্ষকরা ডিউটিতে ছিলেন তারা চলমান পরীক্ষায় ডিউটি করতে পারবেন না।

তিনি আরও বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি করা হবে। তদন্ত রিপোর্ট মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Header Ad
Header Ad

নওগাঁয় আগুন, শহরজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন

নওগাঁয় আগুন। ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁ শহরে সোনার পট্টি এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শহরজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়ছে শহরবাসী। তবে আগুনের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সুত্রে জানা যায়, রাত সাড়ে ৮ টার দিকে শহরের সোনার পট্টির একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লেগে যায়। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনের ঘটনায় শহর জুড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ।

নওগাঁ বাসুজের সাবেক সাধারণ সম্পাদক গোমাল মোস্তফা ঢাকাপ্রকাশকে বলেন, ‘ক্ষয়ক্ষতি শুধু বৈদ্যুতিক তার গুলো পুড়ে গেছে এছাড়া বড় কোন ক্ষতি হয় নাই। তবে মার্কেটে বিদ্যুৎ সংযোগ আসতে সময় লাগতে পারে।’

নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো: জাকির হোসেন ঢাকাপ্রকাশকে বলেন, ‘আগুনের খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের কারণে সেখানকার তার পুড়ে গেছে।’

Header Ad
Header Ad

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের দোরগোড়ায় টাইগ্রেসরা

ছবি: সংগৃহীত

টানা তৃতীয় জয়ের মাধ্যমে আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার (১৫ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে টাইগ্রেসরা।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রানের বড় স্কোর দাঁড় করায় বাংলাদেশ। জবাবে স্কটিশরা ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪২ রান।

ব্যাটিংয়ে শুরুটা একটু নড়বড়ে হলেও দ্বিতীয় উইকেটে ১০৩ রানের দারুণ জুটি গড়েন ফারজানা হক ও শারমীন আক্তার। দুজনেই করেন ৫৭ রান করে। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মাত্র ৫৯ বলে ১১ চার মেরে তিনি খেলেন ৮৩ রানের চোখধাঁধানো ইনিংস, যা দলকে নিয়ে যায় ২৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোরে।

বোলিংয়ে স্কটল্যান্ডের হয়ে ক্যাথরিন ব্রাইস নেন ২ উইকেট, আর র‍্যাচেল স্লেটারসহ আরও তিনজন শিকার করেন একটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধস নামে স্কটিশ ইনিংসে। মাত্র ১১০ রানেই ৭ উইকেট হারায় তারা। তবে প্রিয়নাজ চ্যাটার্জি ও র‍্যাচেল স্লেটারের দৃঢ়তায় অষ্টম উইকেটে আসে ১২৫ রানের জুটি। প্রিয়নাজ ৬৩ বলে ৬১ করে আউট হলেও অপর প্রান্তে ৭৩ বলে ৬১ রানে অপরাজিত থাকেন স্লেটার। তবুও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।

বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নাহিদা আক্তার। ১০ ওভারে ৪০ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। সঙ্গী হন জান্নাতুল ফেরদৌস (২ উইকেট), মারুফা আক্তার ও রাবেয়া খান (প্রত্যেকে ১টি করে উইকেট)।

এই জয়ের মাধ্যমে বাছাইপর্বে টানা তিন ম্যাচে জয় তুলে নিলো বাংলাদেশ নারী দল, যা বিশ্বকাপের মূলপর্বে ওঠার পথ অনেকটাই মসৃণ করে দিয়েছে।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ নারী দল: ২৭৬/৬ (৫০ ওভার)
স্কটল্যান্ড নারী দল: ২৪২/৯ (৫০ ওভার)
ফলাফল: বাংলাদেশ নারী দল ৩৪ রানে জয়ী

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে বই দেখে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা, ফেসবুকে ভিডিও ভাইরাল!
নওগাঁয় আগুন, শহরজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন
হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের দোরগোড়ায় টাইগ্রেসরা
গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য সারোয়ার কবির গ্রেপ্তার
সাবেক মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রীর ৩০৪ একর জমি জব্দ
‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’ স্লোগানে মুখর ঢাকার আদালত পাড়া
এবার রাজনৈতিক দল আনছেন ডেসটিনির রফিকুল আমীন
‘ঘুষ হিসেবে’ গুলশানে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলা
রংপুরের মিঠাপুকুরে প্রকাশ্যে বৃদ্ধার ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন
নিখোঁজের ৩ দিন পর সেফটি ট্যাংকে মিললো কলেজছাত্রের মরদেহ
‘আ.লীগের মিছিল বড় হতে শুরু করেছে’, সাবধান করলেন হাসনাত আব্দুল্লাহ
কস্টিউমের ভেতরে আরো দুইটা জামা পরেছিলাম: সামিরা খান মাহি (ভিডিও)
বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি
১ কিমি পিচ ঢালাই তুলে ফেলার পর ঠিকাদার বুঝলেন, ভুল সড়কে কাজ করছেন
পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা আমি বলিনি, জনগণ বলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ (ভিডিও)
লিটারে ১৪ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম
মুজিব শতবর্ষে বিসিবির খরচ ৭ কোটি, দেখানো হয়েছে ২৫ কোটি!
ইঞ্জিন-কোচ সংকটে বিপর্যস্ত রেল: সারাদেশে বন্ধ ৭৯টি ট্রেন