৩ দিনেও বাংলাদেশির মরদেহ ফেরত দেয়নি বিএসএফ
দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাবুল হোসেন বাবু (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহতের তিন দিন পরেও মরদেহ পায়নি তার পরিবার।
গত ১৭ ফেব্রুয়ারি রাতে হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ২৫নং সাবপিলার সংলগ্ন ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ওই যুবক বাংলাদেশে আসার চেষ্টা করছিল। এসময় বিএসএফের সদস্যরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। এতে মারা যায় বাবু। ওই ঘটনার তিন দিন হতে চললেও বাবুর মরদেহ বাংলাদেশে ফেরত পাঠাতে কোনো উদ্যোগ নেয়নি বিএসএফ।
নিহত সাহাবুল ইসলামের স্ত্রী বাবলী আক্তার বলেন, মেয়ের জন্য খাবার আনতে সাহাবুল ইসলাম বাড়ির বাইরে যান। এরপর আর ফেরেননি। শুক্রবার সন্ধ্যায় পাড়ার লোকজনের মুখে শুনেছি, আমার স্বামীকে বিএসএফ গুলি করে মেরে ফেলছে। আজ ৩ দিন হলো এখনো আমি আমার স্বামীর লাশ পেলাম না। শেষবারের মতো আমি স্বামীকে একবার হলেও দেখতে চাই।
নিহতের বাবা আবুল হোসেন বলেন, ছেলের মরদেহ এখনো ভারতে পড়ে আছে। শুক্রবার রাতে ছেলেকে বিএসএফ গুলি করে হত্যা করেছে এমন খবর পেয়ে স্থানীয় বিজিবি ক্যাম্পে যোগাযোগ করেছি। ছেলের মরদেহ ফেরত আনার জন্য লিখিত আবেদন করেছি। ছেলের মরদেহ দ্রুত দেশে আনতে সরকারের কাছে অনুরোধ করছি।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, হিলি সীমান্তের ভারত অভ্যন্তরে একজন নিহতের ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।
এসজি