নওগাঁয় বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
ফাইল ছবি
নওগাঁ জেলা পত্নীতলা উপজেলা বিএনপির দুই নেতার সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নির্দেশনা অমান্য করে শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের দায়ে ইতিপূর্বে পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নজিপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু তাহের চৌধুরীকে সাময়িক বহিস্কার করা হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপে যুক্ত না থাকার শর্তে আপনার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে বায়েজিদ হোসেন পলাশ ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহারসহ প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।’