গোবিন্দগঞ্জে ১১ বছর পর আ.লীগের সাবেক এমপিসহ ২২১ জনের বিরুদ্ধে জামায়াতের মামলা

গোবিন্দগঞ্জ থানা। ছবি: সংগৃহীত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুর ও দলীয় নেতাকর্মীদের হত্যাচেষ্টার ঘটনায় ১১ বছর পর মামলা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) রাতে দায়ের হওয়া এই মামলায় আওয়ামী লীগের গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদসহ ২২১ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী আজাদুল ইসলাম উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বেড়ামালঞ্চা গ্রামের ছলিম উদ্দিনের ছেলে।
মামলার আসামিরা হলেন- সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, গোবিন্দগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মুকিতুর রহমান রাফি, কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি, সাবেক পৌর কাউন্সিলর শাহিন আকন্দ, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ ও ছাত্রলীগের ২২১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়া আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ২০১৪ সালে জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুর ও নেতাকর্মীদের হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। মামলা নং ৩৭, তারিখ- ১৯.০৪.২০২৫ খ্রি:। আসামিরা আত্মগোপনে আছেন। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
