লিটনের পরিত্যক্ত বাসায় কলেজছাত্রকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
রাজশাহীতে সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পরিত্যক্ত বাসায় এক কলেজছাত্রকে আটকে রেখে মুক্তিপণ দাবি করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরের উপশহরের ওই বাড়ি থেকে ভুক্তভোগী কলেজছাত্র ফাহিম হোসেন জীম (১৭)-কে উদ্ধার করা হয়। পরে তিনজনকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী কলেজের শিক্ষার্থী শাহাদত হোসেন (২৫), বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জাহিদুল ইসলাম (২২), এবং শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের শিক্ষার্থী তাহাসান হোসেন আকাশ (২১)। ভুক্তভোগী ফাহিম রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র।
ফাহিম জানান, তাকে ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তুলে আনা হয় এবং মারধর করে দেড় লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তার বন্ধুরা এসে তাকে উদ্ধার করেন এবং পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
উদ্ধার অভিযানে থাকা আজিজুর রহমান কাফি জানান, তিন অভিযুক্ত নিজেদের সমন্বয়ক পরিচয় দেন এবং ছাত্রলীগের সঙ্গে জীমের যোগাযোগ থাকার অভিযোগ তোলেন। তবে তাদের কাছে এই অভিযোগের কোনো প্রমাণ ছিল না।
তাহাস নূর নামে একজনের নাম উল্লেখ করে অভিযুক্তরা জানান, তারা তার নির্দেশেই কাজ করছেন। তবে তাহাস নূর এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করেন এবং বলেন, তিনি শুধুমাত্র পুলিশে অভিযোগ করতে বলেছিলেন।
বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ জানান, ভুক্তভোগীর করা মামলার ভিত্তিতে গ্রেপ্তারদের কারাগারে পাঠানো হয়েছে। থানায় জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা মুক্তিপণ দাবির বিষয়টি স্বীকার করেছেন।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।