সরকার কেন জানি চোরাবালির পথে যাচ্ছে: রাজিব আহসান
ছবি: সংগৃহীত
অন্তবর্তীকালীন সরকারের উদ্যেশ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন- কাঙ্খিত সংস্কার করে রাষ্ট্রকে নির্বাচনের দিকে ধাবিত করুন। আমরাও সংস্কার চাই জনগনের প্রত্যাশা পুরন করুন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মুল্যের দাম যেভাবে লাফিয়ে বাড়ছে। বিগত সরকারের সময় সিন্ডিকেট ছিল।
কোথাও সিন্ডিকেট হচ্ছে আমরা সহযোগীতা করবো। কিন্তু কেন সিন্ডিকেট ভাঙতে উদ্যোগ নেয়া হচ্ছে না। সরকার কেন জানি চোরাবালির পথে যাচ্ছে। আমরা সরকারকে সহযোগীতা করতে চাই। যারা এর সাথে জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।
শনিবার (২ নভেম্বর) বিকেলে নওগাঁয় যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজিব আহসান আরো বলেন- আমরা ইতোমধ্যে সংগঠন থেকে ৫০০ জনকে বহিস্কার করেছি। সরকারের মধ্যে লুকিয়ে থাকা শেখ হাসিনার অনেক লোক আছে। তাদেরকে খুজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।আমরা চাই অন্তবর্তীকালীন সরকার সফল হোক।
এসময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান। প্রধান আলোচক যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, বিশেষ আলোচক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সহ সাধারন সাধারন সম্পাদক মাহমুদ হাসান রঞ্জু সহ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহমেদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা সহ অন্যরা বক্তব্য রাখেন।
এতে নওগাঁ জেলার ১১টি উপজেলার ১৪টি ইউনিটের যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।