চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মণ্ডপে মহাসপ্তমী উদযাপিত
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ (২ অক্টোবর)। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মণ্ডপে উদযাপিত হয়েছে মহাসপ্তমী। বেশ কয়েকটি মণ্ডপ ঘুরে ভক্তদের মাঝে উৎসবের আমেজ দেখা যায়।
শহরের হুজরাপুর গুড়িপাড়া শ্রী শ্রী মা শংকরী কালী মন্দিরে ঝংকার সংঘের আয়োজনে পূজার বিভিন্ন আচার আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে, নবপত্রিকা স্নান পর্বের বস্ত্র পরিধান শেষে সপ্তমী পূজা অর্চনা শুরু করেন পুরোহিত শ্রী পিন্টু পান্ডে। সপ্তমী পূজার আরতি শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গোৎসব উপলক্ষে সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বলেন, এ বছর জেলায় ১৪৬টি মণ্ডপে শারদীয় দূর্গাপূজা উদযাপিত হচ্ছে। সুষ্ঠ ও সুন্দরভাবে পূজা উদযাপন ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। প্রতিটি মণ্ডপে বাড়তি নিরাপত্তায় বসানো হয়েছে সিসিটিভি এবং স্থায়ীভাবে আনসার ভিডিপি পাহারায় নিয়োজিত রয়েছে। এ ছাড়া পুলিশ, র্যাব ও বিজিবি’র একাধিক মোবাইল টিম মণ্ডপের নিরাপত্তায় টহলে রয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যার্টাজি বলেন, সকাল থেকে প্রতিটি মন্দির ও মণ্ডপে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও সম্মিললিতভাবে জেলায় পূজা উদযাপন হচ্ছে। আমরা আশাবাদী এবার শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হবে।
জেলার মণ্ডপগুলোতে সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় আজ ভক্তদের ভিড় অনেকটাই কম। তবে আয়োজকরা জানান, আগামীকাল সোমবার মহাঅষ্টমী থেকেই মণ্ডপগুলোতে নামবে ভক্ত ও দর্শনার্থীদের ঢল।
এসজি