দুর্বল নেতৃত্ব তৈরী হলে দুঃসময় ফিরে আসে: পলক
আইসিটি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন,সাধারণত দলের দুঃসময়েই শক্তিশালী নেতৃত্ব তৈরী হয় যা সুসময়েও হওয়া উচিৎ। কারণ দলের সুসময়ে যদি দুর্বল নেতৃত্ব তৈরী হয় তবে ওই কারণে আবার দলের দুঃসময় ফিরে আসে। দেশে এখন আ'লীগের সুসময় চলছে দাবী করে তিনি বলেন, এই সুসময় ধরে রাখার জন্য সচেতনভাবে শক্তিশালী নেতৃত্ব তৈরী করা উচিৎ যা দলের সুসময়কে দীর্ঘায়িত করবে। তিনি শনিবার বিকালে সিংড়া পৌর আ'লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় পলক আরো বলেন,১৯৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিংড়া পৌরসভা ঘোষণা করলেও সেসময় ৯৭ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরাজিত হন। এ কারনে দীর্ঘদিন সিংড়া পৌরবাসী উন্নয়নবঞ্চিত ছিলো।দীর্ঘ প্রায় ১৬ বছর বিষয়টি অনুধাবন করে ২০১৫ সালের ডিসেম্বর মাসে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জান্নাতুল ফেরদৌসকে বিজয়ী করেন পৌরবাসী যার ধারাবাহিকতা পরের নির্বাচনেও থাকায় এখন পর্যন্ত উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে সিংড়া পৌর এলাকায়।
এ কারণে দীর্ঘ শত বছরের সিংড়া পৌরবাসীর দাবী হিসাবে সিংড়ায় উপজেলা পর্যায়ে প্রথম ফুট ওভার ব্রীজ ছাড়াও স্থানীয় অনার্স কলেজ,আধুনিক মানের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শহর রক্ষা বাঁধ, ব্রীজ, কালভার্ট, পয়ঃনিস্কাশন ও রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে যার সুফল পাচ্ছেন পৌরবাসী। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসার কোন বিকল্প নাই যার বলিষ্ঠ ও একনিষ্ঠ কর্মী হিসাবে কাজ করবেন বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ।
এজন্য যোগ্য,কর্মঠ,দলের দুঃসময়ের সাহসী, ত্যাগী নেতাদের সমন্বয়ে কমিটি গঠণ করতে তিনি কাউন্সিলরদের প্রতি আহবান জানান। সিংড়া উপজেলা চেয়ারম্যান ও পৌর আ'লীগ সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত ওই কাউন্সিলপূর্ব আলোচনা সভার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান। এসময় প্রধানবক্তা হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক,পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস।
এএজেড