বট বৃক্ষের শীতল ছায়ায় শহীদ সন্তানেরা ঘুমিয়ে থাকুক
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জয়পুরহাট সুগার মিলের মিলনায়তন ছিলো পাকিস্তানি হানাদার বাহিনীর শক্তিশালি একটা ক্যাম্প। জেলার বিভিন্ন স্থান থেকে মুক্তিকামী মানুষ এবং বীর মুক্তিযোদ্ধাদের ধরে এনে নির্মম নির্যাতন করা হতো। ভয়াবহ মক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত জায়গা ও কেজি স্কুলে আজ দেশী গাছ ও জীববৈচিত্র্য সংরক্ষণ আন্দোলন (DTBCM) জয়পুরহাট” নামে একটি সংগঠন বট বৃক্ষের চারা রোপন করে।
জয়পুরহাটে ঐতিহ্যবাহী সুগার মিল প্রাঙ্গনে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প ও নিযার্তনকেন্দ্রে অসংখ্য মুক্তিযোদ্ধা ও নিরীহ বাঙালিদের অমানুষিক নির্যাতন ও হত্যা করে এর প্রবেশদার সংলগ্ন পুকুরের পূর্ব পাড়ে গণকবর দেয়। মুক্তিযুদ্ধের শুরুতে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের চরমপত্রের পরিচালক, লেখক ও কথক এম আর আখতার মুকুল এখানে গেস্ট হাউজে সপরিবারে ১ দিন অবস্থান করেন।
মুক্তিযুদ্ধের সেই স্মৃতি ও শোকাবহ আগস্ট মাসে ১৫ই আগস্টে বঙ্গবন্ধু সপরিবারে হত্যকাণ্ডসহ অন্যান্য হত্যকাণ্ডের সকল শহিদদের স্বরণে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে জয়পুরহাটে বধ্যভূমি ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ৫০ টি স্থানে বুধবার (৩১ আগস্ট) বিকেল ৪ টায় জয়পুরহাটে শোকের মাসে শেষদিনে জয়পুরহাট সুগার মিল প্রাঙ্গনে মুক্তিযুদ্ধে গণহত্যার স্থান ও কেজি স্কুলে বটবৃক্ষের চারা রোপন অভিযান এর অংশ হিসাবে এ কর্মসূচি পালন করা হয়।
এ কর্মসূচি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজা চৌধুরী এর নেতৃত্বে অংশগ্রহন করেন, নবনাট্য সংঘের সাধারণ সম্পাদক দিলীপ সেন, সুগার মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আলী আকতার, সাধারণ সম্পাদক আহসান হাবিব রুমেল, মুক্তিযোদ্ধা সন্তান শিল্প কমান্ডের আহবায়ক মোঃ আব্দুল আওয়াল, যুগ্ম-আহবায়ক সাইদুর রহমানসহ অন্যান্য কর্মচারীগন, কেজি স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য শিক্ষক ছাত্র-ছাত্রী, সহকারী অধ্যাপক (অবঃ) অচিন্ত কুণ্ড, দেশী গাছ জীব বৈচিত্র্য সংরক্ষণ আন্দোলন"-এর উদ্যোক্তা- কৃষিবিদ রতন মণ্ডল, ব্যাংকার গোলাম রসুল স্বপন, শাহিনুর আলম, অনলাইন একটিভিস্ট সাজেদুর রহমান সুমন, একুশে আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক লেখক লালন হোসেন ও হাকিম সরদার প্রমূখ।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজা চৌধুরী বলেন, বট বৃক্ষের শীতল ছায়ায় শহিদ সন্তানেরা ঘুমিয়ে থাকবে এমন ভাবনায় এবং বটবৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে এ কারণে বট গাছের চারা রোপনের কর্মসূচী গ্রহন করা হয়েছে।
এএজেড