বিএনপির কর্মসূচি প্রতিহত করল আওয়ামী লীগ!
তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় সিংড়া উপজেলা,বিএনপি। প্রথমে মঙ্গলবার সকাল ১১ টায় ওই কর্মসূচী ঘোষণা করা হয়। এরপর উপজেলা আওয়ামী লীগ তা প্রতিহত করার ঘোষণা দেয়। আশু সংঘর্ষ এড়াতে এরপর ওই সময় পিছিয়ে বিকাল ৪টায় ঘোষণা করে বিএনপি। কিন্তু শেষ পর্যন্ত বিএনপির ওই ঘোষিত কর্মসূচী প্রতিহত করেই দিল আওয়ামী লীগ।
সরেজমিনে মঙ্গলবার সকাল থেকে দেখা যায়,উপজেলার বাসস্ট্যান্ড ছাড়াও উপজেলা সদরে আসার প্রতিটি রাস্তার প্রবেশ,মুখ আর মোড়ে অবস্থান নেয়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়া ইউনিয়ন ও গ্রাম পর্যায়েও দেখা যায় তাদের সরব উপস্থিতি। দিনশেষে বিকাল ৪ টা পর্যন্ত হয়নি বিএনপির ওই বিক্ষোভ-সমাবেশ।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ জানান, বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঠেকাতে সকাল থেকেই বিভিন্ন রাস্তার মোড়ে লাঠি সোটা নিয়ে পাহারা দিচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। এছাড়া ১২টি ইউনিয়ন থেকে উপজেলা সদরে আসতে দেওয়া হচ্ছে না কোনো যানবাহন।
সকালে জামতৈল বাজারে সিংড়ার চৌগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতানকে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে ছাত্রলীগ-যুবলীগ। টিপুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এত বাধার পরেও বিকেল ৪টায় সিংড়া পৌর বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা অটুট ছিল। বিকালে ওই কর্মসূচীতে যোগদিতে আসা আরো ২ জন কর্মীকে বাসস্ট্যান্ড এলাকায় ধাওয়া দেয় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা। ওই সময় লাঠির আঘাতে একজন আহত হয়।
তিনি দাবী করেন, চৌগ্রাম বাস টার্মিনালে রাস্তার ওপর দাঁড়িয়ে গাড়ি ও মোটরসাইকেল চেকিং করছে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা কর্মীরা। ডাহিয়া বাজারে রাস্তার মুখ বন্ধ করা হয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক তৈরী করা হলেও বিকালে প্রায়, কয়েকশ বিএনপি নেতাকর্মী জড়ো হন কর্মসূচী পালনে।
এসময় তাদের প্রতিহত করতে পাল্টা অবস্থান নেয় আ'লীগ ও সহযোগী সংগঠন। ওই পরিস্থিতিতে সংঘর্ষ এড়াতে পুলিশের আহবানে সাড়া দিয়ে কর্মসূচী পালন না করেই ফিরে আসেন তারা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বলেন, বিএনপি জামায়াতের নৈরাজ্য প্রতিহত করতে মাঠে ছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তবে বিএনপির কাউকে মারপিট করা হয়নি বলেও দাবী করেন তিনি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিএনপির দাবী অস্বীকার করে বলেন,গণতান্ত্রিক দেশে সকলেরই কর্মসূচী পালনের অধিকার রয়েছে। তবে যাতে কেউ বিশৃঙ্খলা,করতে না পারে সেজন্য মাঠে রয়েছে পুলিশ। এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিকাল পৌনে ৬ টা পর্যন্ত বিএনপির কোন সমাবেশ বা মিছিল হয়নি।
এএজেড