‘নিশিরাতে ভোট নয়, দিনের ভোট দিনেই হবে’
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়াবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধগতি, ভোলায় পুলিশের গুলিতে জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহমান হত্যার প্রতিবাদে নওগাঁর পত্নিতলায় বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকালে উপজেলা বাসস্টান্ড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. শহিদুল ইসলাম টুকু, প্রধান বক্তা হিসেবে ছিলেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম রেজু।
সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই করতে হবে। তৃণমূলের খেলা শুরু হয়ে গেছে। তত্ত্বাবধায়কের দাবি আদায়ে যত ধরনের বাধা-বিপত্তি আসুক না কেন তৃণমূল তা প্রতিহত করবে। তৃণমূল আর বসে থাকব না। সাবধান, নিশিরাতে ভোট নয়, দিনের ভোট দিনেই হবে। তৃণমূল প্রস্তুত রয়েছে।
বক্তারা বলেন, ডিজেলের দাম ৫ টাকা কমানোর সিদ্ধান্ত জনগণের সঙ্গে রসিকতা করা। মানুষ দ্রব্যমূল্য নিয়ে এখন প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ শুরু করেছে। আর অস্বস্তি থেকে মানুষ ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠছে। সাধারণ মানুষ মনে করছে, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি তাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। এই পরিস্থিতি চলতে পারে না। বর্তমান সরকার ভয়ের রাজত্ব তৈরি করে ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু তারা ভুলে গেছে ইতিহাসে এই ভয় বেশিদিন টিকিয়ে রাখা যায় না। বরং ভয় তৈরি করার জন্য সরকার যেভাবে উপর্যপুরি বল প্রয়োগ করছে এতে স্পষ্ট বোঝা যায় সরকারের পায়ের তলায় মাটি নেই।
বক্তারা আরও বলেন, দেশ স্বাধীন করতে লাখ লাখ মানুষের জীবন দিতে হয়েছে এবং অগণিত নারী ও শিশুরা নির্যাতিত হয়েছেন। লাখো জনতা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করল। সেই দেশে আজ ৫২ বছর পর আমাদের ভোটাধিকারের জন্য লড়তে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না। জনগণকে নির্বাচনমুখী করতে হলে নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন পত্নিতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু তাহের চৌধুরী মন্টুর সঞ্চালনায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ চৌধুরী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মো. মাহবুবুর রহমান চৌধুরী চপল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এসকে ইকবাল, সরদার সাইফুল ইসলাম সাজু, আব্দুস সালাম পিন্টু, জেলা মহিলা দলের সভানেত্রী সিমা চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহম্মেদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ হায়দার টিপু, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন প্রমুখ।
এসজি