আগামী মাস থেকে লোডশেডিং থাকবে না: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী মাস থেকে দেশে লোডশেডিং থাকবে না।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকালে নওগাঁ শহরের নওযোয়ান মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের কষ্টের কথা ভেবে প্রধানমন্ত্রী তেলের দাম কমিয়েছেন। বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশেও কমবে। বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে, ভারতের চেয়েও এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ১৪ বছর আগে নওগাঁ শহরের রাস্তাঘাট আজকের মতো ছিল না। দেশ এগিয়ে গেছে, দেশ খাদ্যশস্য উৎপাদনে অনেক এগিয়ে। দেশের কোথাও 'মা আমাকে এক মুঠো ভাত দিন' এ কথা শোনা যায় না। দেশে ইউরোপের মতো জ্বালানির দাম বাড়েনি। সব মিলিয়ে মাত্র ৩৮ শতাংশ দাম বাড়িয়েছে সরকার।
তিনি আরও বলেন, বিএনপি রাজনীতির নামে আবার যদি ভাঙচুর, বিশৃঙ্খলা, হত্যা, জ্বালাও-পোড়াও করে তাহলে জনগণের নিরাপত্তা বিধানে ব্যবস্থা নেবে সরকার। জনগণকে সঙ্গে নিয়ে নাশকতা প্রতিহত করবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৫ (সদর আসন) সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, বরেন্দ্র চেয়ারম্যান আকরাম হোসেন চৌধুরী। এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসজি