রাজশাহীতে ২০ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় রাজশাহীতে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে নগরীতে ১২টি এবং জেলার ৯ উপজেলায় ৮টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের চারটি টিম ও রাজশাহী সিভিল সার্জনের একটি টিম এই অভিযান পরিচালনা করে।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নির্দিষ্ট কোনো তালিকা সিভিল সার্জনের কাছে নেই। যেসব প্রতিষ্ঠান নিবন্ধনের শর্তের মানেনি বা নতুন করে নবায়ন করেনি সেই তালিকা আছে। সে অনুযায়ী অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা প্রায় ১৬৪ টি।
রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক বলেন, রাজশাহীতে প্রকৃতপক্ষে অবৈধ ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা কত, তার সুনির্দিষ্ট তালিকা নেই। তবে এই সংখ্যাটা ১৬৪ এর কিছু কমবেশি হবে। এ বিষয়ে ক্লিনিক-হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার সংগঠনগুলোর কাছে তথ্য চাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অভিযান চলাকালে অনেকে আগেই টের পেয়ে প্রতিষ্ঠান বন্ধ করে দেন। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা কঠোর হচ্ছি। এদেরকে অবৈধ ধরে নিয়ে যখনই খুলবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে সিলগালা করা হয়েছে- নগরীর নিউ ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, স্পন্দন ডায়াগনস্টিক সেন্টার, রেইনবো ডায়াগনস্টিক সেন্টার, বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার, বসুন্ধরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ফেয়ার ল্যাব ডায়াগনস্টিক সেন্টার, এশিয়ান ডায়াগনস্টিক সেন্টার, নিউ লাইফ হাসপাতাল, আল আমিন ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, মেডিননোভা ডায়াগনস্টিক সেন্টার, সেন্ট্রাল ল্যাব অ্যান্ড মেডিকেল সার্ভিসেস ও আল মদিনা নার্সিং হোম, চারঘাটের গ্রিন সিটি হাসপাতাল, বাগমারার নিউ বাগমারা ডায়াগনস্টিক সেন্টার, সাফল্য ডায়াগনস্টিক সেন্টার, ডক্টরস ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক ও কালামি হেলথ কেয়ার, বাঘার মঞ্জু ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও নাজিরা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এবং গোদাগাড়ীর সততা ডায়াগনস্টিক সেন্টার।
এসজি