বগুড়ায় ১৭ ট্রাক টিএসপি সার আটক
ভেজাল সন্দেহে বগুড়ার বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বাফা) গুদামে আসা ১৭ ট্রাক টিএসপি সার আটক করা হয়েছে। এর মধ্যে গত ২৮ আগস্ট ৭ ট্রাক টিএসপি সার ও ২৯ আগস্ট আটক করা হয় আরও ১০ ট্রাক টিএসপি সার।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে বাফার গুদাম ইনচার্জ মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ২৮ আগস্ট (রবিবার) দিবাগত রাত ৩টায় চট্টগ্রামের পতেঙ্গার টিএসপি সার কারখানা থেকে ৭টি ট্রাক বগুড়ায় পৌঁছায়। ট্রাকগুলোতে ৯৮ হাজার কেজি টিএসপি সার আসে। প্রতিটি ট্রাকে ২৮০ বস্তা সার রয়েছে। সোমবার সকালে ট্রাক থেকে ২৪ বস্তা সার নামানো হয় পরীক্ষার জন্য। এসময় সারগুলো ভেজাল মনে হয় কর্তৃপক্ষের কাছে। এরপর সারসহ ৭টি ট্রাক আটক করা হয়। পরে ২৯ আগস্ট (সোমবার) দিবাগত রাতে একই স্থান থেকে আরও ১০ ট্রাকে আরও ১৪০ মেট্রিক টন সার আসে। সেগুলোও ভেজাল সন্দেহ হলে আটক করা হয়।
বাফার গুদাম ইনচার্জ মো. মোস্তফা কামাল বলেন, বিষয়টি চট্টগ্রাম টিএসপি সার কারখানা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। সারগুলো পরীক্ষার জন্য চট্টগ্রাম থেকে ৩ সদস্যের একটি টিম বগুড়ায় এসেছে। পরীক্ষার পর সারগুলো সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে। সারগুলো পরিবহন করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এমএইচআর করপোরেশন।
এসজি