নৌ-বন্দরে ট্রাক মালিকদের কর্মবিরতি চলছে
জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির কারণে পরিবহন ভাড়া বৃদ্ধি এবং ট্রান্সপোর্টের দালালদের নৈরাজ্য বন্ধের দাবীতে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি, পাবনার বেড়ার শালিখা ও নগরবাড়ি নৌ-বন্দরে ট্রাক মালিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। রবিবার (২৮ আগষ্ট) সকাল থেকে শাহজাদপুরে বিআইডব্লিউটি এর ৩টি নৌবন্দরে সব ধরণের পণ্য আনলোড ও পরিবহণ বন্ধ রয়েছে।
ফলে উত্তরাঞ্চলের ১৬ জেলায় ৩ বন্দর থেকে রাসায়নিক সার ও সিমেন্ট পরিবহণ বন্ধ হয়ে গেছে। এ দিকে এ ৩ নৌ-বন্দরে নোঙ্গরকৃত জাহাজ থেকে পণ্য আনলোড বন্ধ থাকায় এ কাজের সাথে জড়িত প্রায় ২ হাজার শ্রমিক কর্ম হারিয়ে বেকার হয়ে পড়েছেন। কর্মবিরতি পালনকালে ট্রাক সমিতির নেতৃবৃন্দ ও শ্রমিকেরা ভাড়া বৃদ্ধির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছেন।
এ সময় বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর থেকে এটাকে ইস্যু করে দেশে চাল, ডালসহ প্রতিটা পণ্যের দাম বেড়েছে। বাস ভাড়া বৃদ্ধি হয়েছে, অন্যান্য ভাড়াও বৃদ্ধি করা হয়েছে কিন্তু ট্রাক পরিবহনের ভাড়া বৃদ্ধি হয়নি৷ তাই অতিদ্রুত ট্রাকের ভাড়া বৃদ্ধির দাবি জানান ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ।
এ বিষয়ে জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম জানান, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির কারণে পরিবহণের খরচ বেড়ে গেছে। কিন্তু সে অনুযায়ী ট্রাক ভাড়া বাড়ানো হয়নি। ট্রাক বন্দোবস্তকারী শ্রমিকরা (ট্রান্সপোর্ট দালাল) পণ্যের মালিকদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করলেও তা ট্রাক মালিকদের দিচ্ছে না। এতে বাঘাবাড়ি, পাবনার বেড়া উপজেলার শালিখা ও নগরবাড়ি নৌ-বন্দরের সকল ট্রাক মালিকদের গত ২৫ আগস্ট যৌথ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার সিদ্বান্ত মোতাবেক ট্রাকে মালামাল পরিবহণের ভাড়া বৃদ্ধি ও ট্রান্সপোর্ট দালালদের নৈরাজ্য বন্ধের দাবীতে পাবনার বেড়া ও শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বারকলিপি দেয়া হয়েছে। কিন্ত তারা এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করতে না পারায় দুই দিন ধরে পণ্য পরিবহণ বন্ধ রেখে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করা হচ্ছে।
এএজেড