বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে চাঁপাইনবাবগঞ্জে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ আগস্ট) সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকায় অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার তৌফিক আজিজ। অভিযানে সহায়তা করেন সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার সালেহ আকরাম।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেসার্স সদের ট্রেডার্স নামে এক সার বিক্রয়কেন্দ্রে বেশি দামে সার বিক্রির প্রমাণ মিলে। নির্ধারিত দামের চেয়ে টিএসটি সার ৩০০ টাকা ও ইউরিয়া সার ১০০ টাকা বেশি দরে বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সার ব্যবসায়ী সদের আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার তৌফিক আজিজ জানান, জেলা প্রশাসকের পক্ষ থেকে সারের বিষয়টি তদারকি করা হচ্ছে। বিভিন্ন এলাকায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।
এসজি