১৫ ঘণ্টায় ১১ যানবাহনে অগ্নিসংযোগ
ছবি:সংগৃহীত
দেশর চলমান রাজনৈতিক অস্থিরতায় গত ১৫ ঘণ্টায় ৬টি যাত্রীবাহী বাসে আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। এছাড়া একই সময়ের মধ্যে ১১টি স্থানে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
রোববার (১৯ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে আজ (রোববার) সকাল ৯টা পর্যন্ত ১১ স্থানে আগুন দেওয়ার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় ১১টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকা সিটিতে ৫টি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, জয়পুরহাট) ৩টি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, কুমিল্লা) ২টি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) ১টি ঘটনা ঘটে।
তিনি আরও জানান, আগুনে ৬টি বাস, ১টি কাভার্ড ভ্যান, ১টি ট্রাক, ১টি সিএনজি, ১টি পিকআপ, ১টি ট্রেন (তিনটি বগি) পুড়ে যায়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ২০ ইউনিট ও ১০৭ জন জনবল কাজ করে।